HSC MCQ QUIZ 6

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (HSC)
অধ্যায়- ৬
পূর্ণমানঃ ৩০
সময়ঃ ২০ মিনিট
1. 
কোনটি বায়ােইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?

2. 
দশ ন্যানােমিটার = কত মিটার?

3. 
‘ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে।

উদ্দীপকের ‘খ’ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি?

4. 
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

5. 
ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলা হয়-

6. 
কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

7. 
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ-

i. এক্সপার্ট সিস্টেম
ii. ফাজি লজিক
iii. লার্নিং সিস্টেম

নিচের কোনটি সঠিক?

8. 
মিজান বুয়েটে ভর্তির সুযােগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়

উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে

i. ভার্চুয়াল ড্রাইভিং
ii. অনলাইন ব্যাংকিং
iii. আউটসাের্সিং

নিচের কোনটি সঠিক?

9. 
বায়ােমেট্রিক্স-এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে-

i. কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়।
ii. নতুন প্রজাতি সৃষ্টি করা হয়
iii. অনুমােদিত ব্যক্তিকে শনাক্ত করা হয়

নিচের কোনটি সঠিক?

10. 
কোনটি রােবটের ব্যবহার?

11. 
বায়ােমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে-

i. জাতীয় পরিচয়পত্রে
ii. পাসপাের্টে
iii. জন্ম নিবন্ধনে

নিচের কোনটি সঠিক?

12. 
কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানাে যায়?

13. 
ক্রায়োসার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন?

14. 
কোনটি ডিএনএ-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?

15. 
হ্যাকার বলা হয় কাদেরকে?

16. 
সােনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।

উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি হচ্ছে-
i. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ii. বায়ােমেট্রিক্স
iii. বায়ােইনফরমেটিক্স

নিচের কোনটি সঠিক?

17. 
জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে-

i. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়
ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়
iii. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?

18. 
ভিজুয়্যাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম অটোমােশনে ব্যবহৃত হয়-

19. 
আউটসাের্সিং কী?

i.  নির্দিষ্ট শ্রম ঘণ্টায় কাজ করা
ii.  ইন্টারনেটভিত্তিক কাজ
iii. বিশেষ ব্রাউজিং সুবিধা।
iv. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।

20. 
খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-

21. 
ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়।

22. 
রােবটিক্স-এর ক্ষেত্রে প্রযােজ্য-

i. হার্ডওয়্যার
ii. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
iii. নতুন গবেষণা পরিচালনা

নিচের কোনটি সঠিক?

23. 
রােবটের হাত ও পা নাড়াচাড়া করার জন্য সেটির মধ্যে থাকে।

24. 
বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন।

বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে—

i. দেশীয় প্রজাতির বিলুপ্তি
ii. ফলন কমে যাওয়া
iii. নতুন রােগ সৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?

25. 
বায়ােমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

26. 
১ ন্যানােমিটার সমান কত মিটার?

27. 
মি, ‘ক’ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় ।

মি. ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে-

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে।
ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

28. 
কম্পিউটার অপরাধের অন্তর্ভুক্ত বিষয় হলাে-

i. সফটওয়্যার পাইরেসি,
ii. প্লেজিয়ারিজম
iii. ডেটা চুরি।

নিচের কোনটি সঠিক?

29. 
ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?

30. 
মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?