HSC qus paper chap 1(full)

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (HSC)
অধ্যায়- ১ (FULL)
1. 
মােবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?

2. 
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

3. 
রােবটিক্স-এর ক্ষেত্রে প্রযােজ্য-

i. হার্ডওয়্যার
ii. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
iii. নতুন গবেষণা পরিচালনা

নিচের কোনটি সঠিক?

4. 
মলিকুলার কম্পােনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে?

5. 
কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

6. 
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

7. 
ভাচুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?

8. 
দশ ন্যানােমিটার = কত মিটার?

9. 
ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে-

i. চিকিৎসাক্ষেত্রে ঝুঁকি কমে
i. সৈনিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়
iii. মানুষের দৃষ্টি ও শ্রবণ শক্তি বাড়ায়

নিচের কোনটি সঠিক?

10. 
কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?

11. 
‘ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে।

উদ্দীপকের আলােকে “ক” শিক্ষার্থীর কর্মকাণ্ড-

i. কপিরাইট আইন মানা
ii. টেলনেট
iii. কম্পিউটার এথিকস

নিচের কোনটি সঠিক?

12. 
ক্রায়ােসার্জারি কোন ধরনের রােগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

13. 
নেটভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে?

14. 
কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়?

15. 
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়ােগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে-
i. ভিডিও কনফারেন্স
ii. টেলি মেডিসিন
iii. ই-মেইল

নিচের কোনটি সঠিক?

16. 
বায়ােমেট্রিক্স ব্যবহার করা হয়-

17. 
ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা-

 i. একে অপরের ছবি দেখতে পারে
ii. প্রত্যেকে প্রত্যেকের কথােপকথন শুনতে পারে।
iii. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

নিচের কোনটি সঠিক?

18. 
মি, হাসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত, চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে প্যাকেটজাতকরণে পদার্থের মাইক্রোস্কোপিক অণু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করে ।পণ্যের বিপণন, মজুদকরণ এবং উৎপাদনে গতিশীলতার কারণে বাজারে তার অবস্থা আরাে শক্তিশালী হয় ।

মি. হাসানের ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

19. 
ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি হয়?

20. 
টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?

21. 
শুভ সাহেব এর ছােট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।

উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে?

22. 
ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে-

i. কম্পিউটার
ii. ক্রায়ােপ্রােব
iii. রােবট

নিচের কোনটি সঠিক?

23. 
khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে?

24. 
বায়ােমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

25. 
কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তা-ভাবনা হয়-