1.
কোনটি চলমান বা স্থির হতে পারে? (জ্ঞান)
2.
কোনটি চলমান গ্রাফিক্স? (জ্ঞান)
3.
আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
4.
ইমরান শেখ একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। তিনি ইচ্ছে করলে কোন যন্ত্রটি ব্যবহার করে উন্নতমানের সাউন্ড রেকর্ডিং করতে পারবেন? (প্রয়োগ)
5.
সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কোন যন্ত্রে হয়ে থাকে? (জ্ঞান)
6.
আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখন তাকে কী হিসেবে চিহ্নিত করে থাকি?
7.
মাল্টিমিডিয়া প্রোগ্রামার বা অথর বলব কাদের? (জ্ঞান)
8.
যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন তাকে কী বলে? (জ্ঞান)
9.
মাল্টিমিডিয়ার প্রয়োগ-
i. বর্ণ বা টেক্সট-এর প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে
ii.মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে
iii. হিসাবের কাজকে সহজ করেছে
নিচের কোনটি সঠিক?
10.
কোথায় অ্যানিমেশন একটি প্রিয় বিষয়? (প্রয়োগ)
11.
কোন শতকে বাংলাদেশে মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যাপকভাবে তৈরি হবে বলে আশা করা হচ্ছে? (জ্ঞান)
12.
মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তায় ধারণ বা পরিচালন করা যায়?
13.
বিভিন্ন কাজ করার জন্য শুরুতে কম্পিউটারে কয়টি মিডিয়া ব্যবহার করতে হতো? (জ্ঞান)
14.
বর্তমান সময়ে ব্যাপকভাবে প্রচলিত শব্দ হচ্ছে-
i. প্রোগ্রামিং
ii. মাল্টিমিডিয়া
iii. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
নিচের কোনটি সঠিক?
15.
বর্তমানে কোন ক্ষেত্রে কম্পিউটার যন্ত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে? (অনুধাবন)
16.
রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তাঁর ল্যাপটপে বসে ঠিক করছেন অতিথিদের তাঁর কোম্পানি সম্পর্কে কী কী দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।
রকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে-
i.অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যাবে
ii. শব্দ ও ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে
iii. কোম্পানির আয়-ব্যয়ের হিসাব করা যাবে
নিচের কোনটি সঠিক?
17.
নিচের কোনটি গ্রাফিক্সের একটি রূপ? (জ্ঞান)
18.
কোনটি কখনই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না? (জ্ঞান)
19.
ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি?
20.
মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি? (জ্ঞান)
21.
রিংকু তার ছোট বোন মিতুকে মাল্টিমিডিয়ার একটি উদাহরণ দিতে চায়। এক্ষেত্রে সে কোন মাধ্যমটির নাম উল্লেখ করতে পারে?
22.
কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা বোঝায় তার উপাদান কয়টি? (জ্ঞান)
23.
মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?
24.
সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? (জ্ঞান)
25.
বিশ্বজুড়ে ভিডিও এনালগ থেকে কিসে রূপান্তরিত হচ্ছে? (জ্ঞান)