NOR গেট এর সাহায্যে মৌলিক গেটসহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন বা তৈরি করা যায় তাই NOR একটি সার্বজনীন গেট। NOR গেট এর সাহায্যে সকল মৌলিক গেটের বাস্তবায়ন নিম্নরূপঃ
আমরা জানি, NOR গেটের সবকয়টি ইনপুট একই হলে আউটপুট কমপ্লিমেন্ট বা তাদের ঠিক বিপরীত হয়। অর্থাৎ এক্ষেত্রে NOR গেট NOT গেটের মত আচরণ করে।
[ বিঃদ্রঃ সিম্যুলেশন করে দেখতে ‘X’ বাটনটি প্রেস করো। ]
Input | Output |
---|---|
x | x̄ |
0 | 1 |
1 | 0 |
যেহেতু NOR গেট OR গেটের বিপরীত আউটপুট প্রদান করে, সেহেতু NOR গেটের আউটপুটকে কমপ্লিমেট করলে পুনরায় OR গেটের আউটপুট পাওয়া যায়। দুইটি NOR গেটকে নিম্মোক্ত চিত্রের মত সাজালে বর্তনীটি OR গেটের মত আউটপুট প্রদান করে। এক্ষেত্রে ২য় ধাপের গেটটি NOT গেটের মত আচরণ করে।
[ বিঃদ্রঃ সিম্যুলেশন করে দেখতে ‘X’ ও ‘Y’ বাটন দুটি প্রেস করো। ]
Inputs | Outputs | |
---|---|---|
x | y | x+y |
0 | 0 | 0 |
0 | 1 | 1 |
1 | 0 | 1 |
1 | 1 | 1 |
NOR গেটের মাধ্যমে সকল ইনপুট কমপ্লিমেন্ট করে নিম্নোক্ত উপায়ে অপর একটি NOR গেটে ইনপুট করলে বর্তনীটি AND গেটের মত আউটপুট প্রদান করে।
[ বিঃদ্রঃ সিম্যুলেশন করে দেখতে ‘X’ ও ‘Y’ বাটন দুটি প্রেস করো। ]
Inputs | Outputs | |
---|---|---|
x | y | x.y |
0 | 0 | 0 |
0 | 1 | 0 |
1 | 0 | 0 |
1 | 1 | 1 |
শুধুমাত্র NOR গেটের ব্যবহারের মাধ্যমে XOR ও XNOR গেটও বাস্তবায়ন করা যায়। যেহেতু NOR গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব সুতরাং NOR একটি সার্বজনীন গেট।