খবরের কাগজের Heading বা শিরোনামের মত ওয়েব পেজেও বিভিন্ন সাইজের হেডিং ব্যবহারের প্রয়োজন পড়ে। হেডিং -এর ফন্ট সাইজ অপেক্ষাকৃত বড় ও বোল্ড হয়ে থাকে। হেডিং ট্যাগ হিসেবে <h1> থেকে <h6> মোট ৬টি ট্যাগ আছে।
<h1> সবথেকে বড় এবং ক্রমান্বয়ে ছোট হতে হতে <h6> সবথেকে ছোট ফন্টের হেডিং লিখতে ব্যবহৃত হয়। <h1> থেকে <h6> এর ব্যবহার নিচের ictoons -এর Html Viewer -এ দেখানো হলো।
[ নিজের মত এডিট করে তার ফলাফল দেখে শিখে নাও আরো ভালোভাবে। ]