cr_span

টেবিলের কোন একটি সেল এর ব্যপ্তি একাধিক কলাম বা সারি নিয়ে হতে পারে। সেক্ষেত্রে নিম্নোক্ত attribute দুইটি ব্যবহার করবো।

১) colspan : একাধিক কলাম যুক্ত করে কোন সেলের ব্যাপ্তি বাড়াতে colsapan ব্যবহার করবো। কোন সেল কতগুলো কলামের যায়গা দখল করবে তা colspan অ্যাট্রিবিউট এর ভ্যালু দ্বারা নির্ধারিত হয়।

২) rowspan : একাধিক সারি যুক্ত করে কোন সেলের ব্যাপ্তি বাড়াতে rowspan ব্যবহার করবো। কোন সেল কতগুলো সারির যায়গা দখল করবে তা rowspan অ্যাট্রিবিউট এর ভ্যালু দ্বারা নির্ধারিত হয়।

[নিজেদের মত Edit করে তার আউটপুটও দেখে নিতে পারো যা তোমাদের ভালোভাবে বুঝতে সহায়ক হবে। ]

ictoons HTML Editor
Html
Output