compound gates

যৌগিক গেট(Compound Gates) 

একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয় তাকে যৌগিক গেট বলে। যেমন- AND Gate +NOT Gate = NAND Gate,  OR Gate + NOT Gate = NOR Gate। 

যৌগিক গেইটকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন-

 

১। সার্বজনীন গেট (NOR ও NAND)

২। বিশেষ গেট (X-OR ও X-NOR)

 

সার্বজনীন গেট(Universal Gates)

যে গেট এর সাহায্যে মৌলিক গেটসহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন বা তৈরি করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট ২টি। যথাঃ 

 

১। ন্যাণ্ড গেট (NAND Gate)

২।  নর গেট (NOR Gate)

 

ন্যাণ্ড গেট (NAND Gate)

একটি AND গেট ও একটি NOT গেট এর সমন্বয়ে NAND গেট তৈরি হয়। সুতরাং NAND Gate এর আউটপুট হবে AND Gate এর ঠিক বিপরীত। এতে যেকোন একটি ইনপুট ০ হলেই আউটপুট ১ পাওয়া যায়। কেবলমাত্র সমস্ত ইনপুটের মান ১ হলেই আউটপুট এর মান ০ পাওয়া যায়।

 
সত্যক সারণী
Inputs Outputs
x y x.y
0 0 1
0 1 1
1 0 1
1 1 0

নর গেট (NOR Gate)

একটি OR গেট ও একটি NOT গেট এর সমন্বয়ে NOR গেট তৈরি হয়। সুতরাং NOR Gate এর আউটপুট হবে OR Gate এর ঠিক বিপরীত। এতে যেকোন একটি ইনপুট ১ হলেই আউটপুট ০ পাওয়া যায়। কেবলমাত্র সমস্ত ইনপুটের মান ০ হলেই আউটপুট এর মান ১ পাওয়া যায়।

সত্যক সারণী
Inputs Outputs
x y x+y
0 0 1
0 1 0
1 0 0
1 1 0