Code Comparison

বিসিডি ও বাইনারী সংখ্যার পার্থক্যঃ
পার্থক্যের বিষয় BCD কোড বাইনারী সংখ্যাপদ্ধতি
সংজ্ঞা ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে তার সমতুল্য ৪ বিটের বাইনারি মান দ্বারা প্রকাশ করলে প্রাপ্ত বাইনারী বিন্যাসটিকে BCD কোড বলে। কেবলমাত্র ০ এবং ১ দিয়ে প্রকাশ করা সংখ্যাকে বাইনারী সংখ্যা বলে।
সংখ্যা প্রদ্ধতি কিনা? কোন সংখ্যা পদ্ধতি নয় ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
বোধগম্যতা তুলনামূলক সহজ তুলনামূলক কঠিন
প্রকাশে বিটের পরিমান বেশি বিটের প্রয়োজন কম বিটের প্রয়োজন
উদাহরণ (৮৬)১০ = ১০০০০১১০ (৮৬)১০ = ১০১০১১০
বিসিডি, অ্যাসকি, ইবিসিডিআইসি ও ইউনিকোডের পার্থক্যঃ
পার্থক্যের বিষয় BCD কোড ASCII কোড EBCDICUNICODE
পূর্নরূপ Binary Coded Decimal American Standard code for information interchange Extended Binary Coded Decimal Interchange Code Universal Code
ব্যবহৃত বিট ১৬
মোট চিহ্ন ১৬ টি ১২৮ টি ২৫৬টি ৬৫৫৩৬টি
মেমোরি ব্যবহার তুলনামূলক কম কম তুলনামূলক বেশি সবচেয়ে বেশি