basic gates

মৌলিক গেট

যে সকল গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা হয় সে সকল গেটকে মৌলিক গেট বলে।

মৌলিক গেট ৩টি। যথাঃ

 

১। নট গেট (NOT Gate)

২। অ্যান্ড গেট (AND Gate)

৩। অর গেট (OR Gate)

নট গেট (NOT Gate)

NOT Gate পূরক অর্থাৎ বিপরীত মান আউটপুট হিসেবে প্রদান করে। এতে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। NOT Gate-এ ইনপুট ১ দিলে আউটপুট হিসেবে ০ পাওয়া যায়, অপরদিকে ইনপুট ০ দিলে আউটপুট ১ পাওয়া যায়।

 

[ বিঃদ্রঃ NOT Gate সিম্যুলেশন করে দেখতে ‘X’ বাটন প্রেস করো। ]

সত্যক সারণী
Input Output
x
0 1
1 0

অ্যান্ড গেট (AND Gate)

 

AND Gate যৌক্তিক গুণফলকে আউটপুট হিসেবে প্রদান করে। এতে দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। যেহেতু AND Gate গুণ করে থাকে তাই যেকোন একটি ইনপুট ০ হলেই আউটপুট ০ পাওয়া যায়। কেবলমাত্র সমস্ত ইনপুটের মান ১ হলেই আউটপুট এর মান ১ পাওয়া যায়।

 

[ বিঃদ্রঃ AND Gate সিম্যুলেশন করে দেখতে ‘X’ ও ‘Y’ বাটন দুটি প্রেস করো। ] 

সত্যক সারণী
Inputs Outputs
x y x.y
0 0 0
0 1 0
1 0 0
1 1 1

অর গেট (OR Gate)

OR Gate যৌক্তিক যোগফলকে আউটপুট হিসেবে প্রদান করে। এতে দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। যেহেতু OR Gate যোগ করে থাকে তাই যেকোন একটি ইনপুট ১ হলেই আউটপুট ১ পাওয়া যায়। কেবলমাত্র সমস্ত ইনপুটের মান ০ হলেই আউটপুট এর মান ০ পাওয়া যায়।

 

[ বিঃদ্রঃ OR Gate সিম্যুলেশন করে দেখতে ‘X’ ও ‘Y’ বাটন দুটি প্রেস করো। ] 

সত্যক সারণী
Inputs Outputs
x y x+y
0 0 0
0 1 1
1 0 1
1 1 1