সংজ্ঞাঃ যে সমবায় বর্তনীর মাধ্যমে ক্লক ইনপুট পালসের সংখ্যা গননা করা হয় তাকে কাউন্টার বলে।
রিপল আপ কাউন্টারঃ রিপল অর্থ ঢেউ। যে কাউন্টার উর্ধক্রম (ছোট থেকে বড়) হিসেবে গননা করে তাকে রিপল আপ কাউন্টার বলে।
১. কাউন্টারের প্রতিটি বিটের জন্য একটি flip-flop লাগবে।
২. flip-flop এর একটি ইনপুট T এর মান সবসময় 1 হবে এবং অপরটি একটি clk ইনপুট যা negative transition এর জন্য কাজ করে।
৩. প্রতিটি flip-flop এর আউটপুট, Q পরবর্তী flip-flop এর clk ইনপুটের সাথে সংযুক্ত থাকে।
৪. প্রাথমিক অবস্থায় সকাল আউটপুট Q এর মান 0 থাকে।
৫. clk এর negative transition ( ক্লক পালসের মান ০ থেকে ১ হলে) এর জন্য উক্ত flip-flop সচল হয়।
৬. কোন flip-flop সচল হলেই তার আউটপুট Q এর মান toggle ( আউটপুটের মান উলটে যায়) হয়।
৭. সকল আউটপুট Q এর মান 1 থাকলে পরবর্তী clk পালসে কাউন্টার Reset হয় অর্থাৎ সকল আউটপুট পুনরায় 0 হয়।
Q2 | Q1 | Q0 | Decimal | |
---|---|---|---|---|
0 | 0 | 0 | 0 | |
0 | 0 | 1 | 1 | |
0 | 1 | 0 | 2 | |
0 | 1 | 1 | 3 | |
1 | 0 | 0 | 4 | |
1 | 0 | 1 | 5 | |
1 | 1 | 0 | 6 | |
1 | 1 | 1 | 7 |