unordered list type

ক্রমবিহীন তালিকা (Unordered List) – এর সকল আইটেমগুলোর সামনে প্রথাগতভাবে চাকতি (Disc) বা  বুলেট পয়েন্ট ‘ ⬤ ‘ প্রদর্শন করে। তবে আমরা এই চিহ্নটির পরিবর্তে ব্যবহৃত বৃত্তাকার(Circle) ‘ ‘ ও বর্গাকার(Square) ‘ ◼️ ‘  চিহ্ন প্রদর্শন করতে পারি।

‘type’ অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এইসব চিহ্ন প্রদর্শন করতে পারবো। ‘type’ অ্যাট্রিবিউট এর ভ্যালু ‘disc’ , ‘cycle’ এবং ‘square’ লিখলে যথাক্রমে চাকতি, বৃত্তাকার ও বর্গাকার চিহ্ন প্রদর্শন করবে।

ক্রম বিহীন তালিকায় ‘type’ অ্যাট্রিবিউট –এর ব্যবহার নিচের ictoons  -এর html  viewer -এ দেখানো হলো।

[নিজেদের মত Edit করে তার আউটপুটও দেখে নিতে পারো যা তোমাদের ভালোভাবে বুঝতে সহায়ক হবে। ]

ictoons HTML Editor
Html
Output