unordered list

ওয়েব পেজের কোন কন্টেন্টকে তালিকা বা লিস্ট(List) আকারে সাজানো যায়। ক্রম বিহীন (Unordered) কোন লিস্ট তৈরি করতে <ul> ট্যাগ ব্যবহার করা হয়। <ul> ট্যাগের ‘u’ এবং ‘l’  বর্ণদুটি  যথাক্রমে ‘unordered’ এবং ‘List’ শব্দদুটিকে নির্দেশ করে। 

কোন তালিকায় অন্তর্ভুক্ত বিষয়বস্তুগুলোই হলো সেই তালিকার আইটেম (items) । প্রতিটি আইটেমকে <li> ট্যাগের ভেতরে লেখা হয়। <li> ট্যাগের ‘l’ ও ‘i’ বর্ণদুটি যথাক্রমে ও ‘List’ ও ‘Item’ শব্দদুটিকে নির্দেশ করে। ক্রম বিহীন তালিকায় এইসব লিস্ট আইটেমগুলোর শুরুতে <ul> ও  একদম শেষে </ul>  লেখা হয়। 

ক্রম বিহীন তালিকা (Unordered List) -এর ব্যবহার নিচের ictoons  -এর html  viewer -এ দেখানো হলো।

[নিজেদের মত Edit করে তার আউটপুটও দেখে নিতে পারো যা তোমাদের ভালোভাবে বুঝতে সহায়ক হবে। ]

ictoons HTML Editor
Html
Output