text formatting

ওয়েব পেজের লেখা বা text -কে সঠিক আকারে (size) , রুপে ও দৃষ্টিনন্দন করে উপস্থাপন করার পদ্ধতিই টেক্সট ফরমেটিং। CSS ব্যবহার না করেই শুধুমাত্র ট্যাগ ব্যবহার করেই আমরা টেক্সট ফরমেটিং করতে পারি। 

নিচের ছকে কিছু গুরুত্বপূর্ণ ফরমেটিং ট্যাগ ও তাদের কাজ বর্ণনা করা হলোঃ 

ট্যাগের নাম বর্ণনা
<b> লেখাকে বোল্ড করতে ব্যবহৃত হয়
<i> লেখাকে ইটালিক করতে ব্যবহৃত হয়
<u> লেখায় আন্ডারলাইন করতে ব্যবহৃত হয়
<sub> সাবস্ক্রিপ্ট টেক্সট দেখাতে ব্যবহৃত হয়
<sup> সুপারস্ক্রিপ্ট টেক্সট দেখাতে ব্যবহৃত হয়

<b> , <i> ও <u> ট্যাগের ব্যবহার নিচের ictoons  -এর html  viewer -এ দেখানো হলো।

[নিজেদের মত Edit করে তার আউটপুটও দেখে নিতে পারো যা তোমাদের ভালোভাবে বুঝতে সহায়ক হবে। ]

ictoons HTML Editor
Html
Output