প্রোগ্রাম কি?

আমরা যদি কম্পিউটার ব্যবহার করে একটি কাজ করতে চাই তবে কম্পিউটারকে নির্দেশ দিতে হয়। কারন কম্পিউটারের নিজ থেকে কাজ করার কোনো ক্ষমতা নেই। কম্পিউটার যে কাজগুলো করে তাকে সাধারণত কম্পিউটার এর ভাষায় বলা হয় task। আর এই কাজগুলো করনোর জন্য যে নির্দেশ দেয়া হয় তাকে বলা হয় instruction।

কম্পিউটারকে নির্দেশ বা  instruction দেয়ার পরেই সে কোন নির্দিষ্ট কাজ করা শুরু করে। 

কম্পিউটার ব্যবহার করে যখন আমরা কোনো সমস্যা সমাধান করবো তখন সেই সমস্যার উপর নির্ভর করে আমাদের এক বা একাধিক নির্দেশ বা instruction দেওয়ার প্রয়োজন হয়। একটি সমস্যা সমাধানের জন্য আমাদের এই নির্দেশ বা instruction এর সমন্বয়ে তৈরী হয় ঐ সমস্যা সমাধানের প্রোগ্রাম(program)।

 

যে ব্যাক্তি এই নির্দেশের সমন্বয় করে একটি প্রোগ্রাম(program) তৈরি করেন বা লিখেন তাকে বলা হয় প্রোগ্রামার(programmer)। এবং একজন প্রোগ্রামারের একটি প্রোগ্রাম তৈরি করার এই প্রক্রিয়াকে বলা হয় প্রোগ্রামিং (programming)। 

 

লেখালেখির এই কাজটি তাহলে কোন ভাষায় করা হয়? একটি প্রোগ্রাম লিখার জন্য আমরা যে ভাষার ব্যবহার করি তাকে আমরা বলি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ(programming language) বা প্রোগ্রামের ভাষা। এই প্রোগ্রামের ভাষা সম্পর্কে আমরা জানবো পরবর্তী অংশে।

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ 

 

প্রশ্নঃ প্রোগ্রাম কি?

উত্তরঃ কোন নির্দিষ্ট সমস্যা-সমাধানের জন্য ধারাবাহিকভাবে লিখিত নির্দেশাবলীর সমষ্টিকে প্রোগ্রাম বলে।

 

প্রশ্নঃ প্রোগ্রামার কে?

উত্তরঃ  যে ব্যক্তি কোন নির্দিষ্ট সমস্যা-সমাধানের জন্য ধারাবাহিকভাবে নির্দেশাবলীর সমন্বয়ে প্রোগ্রাম লিখেন তাকে প্রোগ্রামার বলে। এককথায় প্রোগ্রাম লেখককে প্রোগ্রামার বলা হয়। 

 

প্রশ্নঃ প্রোগ্রামিং কি?

উত্তরঃ কোন নির্দিষ্ট সমস্যা-সমাধানের জন্য ধারাবাহিকভাবে নির্দেশ দেওয়ার প্রক্রিয়াকে প্রোগ্রামিং বলে।অর্থাৎ, একটি প্রোগ্রাম তৈরির প্রক্রিয়াকে বলা হয় প্রোগ্রামিং (programming)।