ordered list type

ক্রমিক তালিকা (Ordered List) – এর সকল আইটেমগুলোর সামনে প্রথাগতভাবে ক্রম হিসেবে ইংরেজি সংখ্যা (1,2,3…) প্রদর্শন করে। তবে আমরা রোমান সংখ্যা (i,ii,ii…) কিংবা বর্ণক্রম (a,b,c…) হিসেবেও প্রদর্শন করতে পারি।

‘type’ অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এইসব চিহ্ন প্রদর্শন করতে পারবো। ‘type’ অ্যাট্রিবিউট এর ভ্যালু ‘1’ , ‘i’ এবং ‘a’ লিখলে যথাক্রমে ইংরেজি সংখ্যা, রোমান সংখ্যা ও ইংরেজি বর্ণক্রম ক্রমানুসারে প্রদর্শন করবে।

বড় হাতের অক্ষর বা Capital letter -এ প্রদর্শন করতে হলে type অ্যাট্রিবিউটের ভ্যালু  Capital letter -এ লিখতে হয়। যেমনঃ type = “I” ; type = “A”

ক্রমিক তালিকায় ‘type’ অ্যাট্রিবিউট –এর ব্যবহার নিচের ictoons  -এর html  viewer -এ দেখানো হলো।

[নিজেদের মত Edit করে তার আউটপুটও দেখে নিতে পারো যা তোমাদের ভালোভাবে বুঝতে সহায়ক হবে। ]

ictoons HTML Editor
Html
Output