কোন প্রোগ্রামিং সমস্যা সমাধানের জন্য ধারাবাহিক ধাপসমূহকে চিত্রের মাধ্যমে প্রকাশের পদ্ধতিকে ফ্লোচার্ট বলে।
“অ্যালগোরিদম এর চিত্রায়িত রূপই হচ্ছে ফ্লোচার্ট।”
১। সমস্যা সমাধানের ধাপগুলো চিত্র আকারে উপস্থাপন করে।
২। প্রতিটি ধাপ বিশেষ প্রতীকের মাধ্যমে চিহ্নিত হয়।
৩। এতে ডিসিশন, ইনপুট, আউটপুট, প্রক্রিয়া ইত্যাদি স্পষ্টভাবে দেখা যায়।
৪। প্রোগ্রাম তৈরির আগে অ্যালগরিদম বুঝতে সাহায্য করে।
১। জটিল সমস্যা সহজ করে বোঝাতে।
২। প্রোগ্রাম লেখার আগে প্ল্যানিং করতে।
৩। ত্রুটি খুঁজে বের করতে সহজ হয়।
৪। দলে কাজ করলে সবাই একইভাবে কাজ বুঝতে পারে