কোড কি?
উত্তরঃ মানুষের ব্যবহৃত বর্ণ, অঙ্ক, সংখ্যা প্রভৃতি যে সকল অদ্বিতীয় বাইনারী সংকেত দ্বারা প্রকাশ করা হয় তাকে কোড বলা হয়।
নিউমেরিক কোডঃ
যেসব পদ্ধতিতে শুধুমাত্র সংখ্যাকে বাইনারীতে রূপান্তর করা যায় তাদের নিউমেরিক কোড বলে । যেমনঃ বিসিডি, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড।
আলফানিউমেরিক কোডঃ
যেসব পদ্ধতিতে সংখ্যাসহ বর্ণ, যতিচিহ্ন, গানিতিক চিহ্ন ইত্যাদি বাইনারীতে রূপান্তর করা যায় তাদের আলফানিউমেরিক কোড বলে । যেমনঃ ASCII, EBCDIC ও UNICODE।
BCD কোড কাকে বলে?
উত্তরঃ ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে তার সমতুল্য ৪ বিটের বাইনারি মান দ্বারা প্রকাশ করলে প্রাপ্ত বাইনারী বিন্যাসটিকে BCD কোড বলে।
অক্টাল কোড কাকে বলে?
উত্তরঃ কোন সংখ্যার প্রতিটি অঙ্ককে ৩ বিটের মাধ্যমে বাইনারীতে প্রকাশ করলে যে কোড তৈরী হয় তাকে অক্টাল কোড বলে।
হেক্সাডেসিমাল কোড কাকে বলে?
উত্তরঃ কোন সংখ্যার প্রতিটি অঙ্ককে ৪ বিটের মাধ্যমে বাইনারীতে প্রকাশ করলে যে কোড তৈরী হয় তাকে হেক্সাডেসিমাল কোড বলে।
Time's up