ex_3

কোড কি? 

 

উত্তরঃ মানুষের ব্যবহৃত বর্ণ, অঙ্ক, সংখ্যা প্রভৃতি যে সকল অদ্বিতীয় বাইনারী সংকেত দ্বারা প্রকাশ করা হয় তাকে কোড বলা হয়। 

 

নিউমেরিক কোডঃ

যেসব পদ্ধতিতে শুধুমাত্র সংখ্যাকে বাইনারীতে রূপান্তর করা যায় তাদের নিউমেরিক কোড বলে । যেমনঃ বিসিডি, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড।  

আলফানিউমেরিক কোডঃ

যেসব পদ্ধতিতে সংখ্যাসহ বর্ণ, যতিচিহ্ন, গানিতিক চিহ্ন ইত্যাদি বাইনারীতে রূপান্তর করা যায় তাদের আলফানিউমেরিক কোড বলে । যেমনঃ ASCII, EBCDIC ও UNICODE। 

BCD কোড কাকে বলে? 

উত্তরঃ ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে তার সমতুল্য ৪ বিটের বাইনারি মান দ্বারা প্রকাশ করলে প্রাপ্ত বাইনারী বিন্যাসটিকে BCD কোড বলে।

অক্টাল কোড কাকে বলে?

উত্তরঃ  কোন সংখ্যার প্রতিটি অঙ্ককে ৩ বিটের মাধ্যমে বাইনারীতে প্রকাশ করলে যে কোড  তৈরী হয় তাকে অক্টাল কোড বলে।

হেক্সাডেসিমাল কোড কাকে বলে?

উত্তরঃ  কোন সংখ্যার প্রতিটি অঙ্ককে ৪ বিটের মাধ্যমে বাইনারীতে প্রকাশ করলে যে কোড  তৈরী হয় তাকে হেক্সাডেসিমাল কোড বলে।



নৈবিত্তিক চর্চা

1. 
EBCDIC কোড এর বিট সংখ্যা কয়টি?

2. 
ইউনিকোড কত বিটের?

3. 
নিচের কোনটি 16 বিটের কোড?

4. 
অ্যাসকি সংকেতমালায় মােট সংকেত সংখ্যা-

5. 
সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় –

 i ASCII দ্বারা
ii. EBCDIC দ্বারা
iii. Unicode দ্বারা

নিচের কোনটি সঠিক?

6. 
(78)10 এর BCD মান কত?

7. 
কোনটি ৪ বিটের কোড?

i. ASCII Code
ii. EBCDIC Code
iii. BCD Code

নিচের কোনটি সঠিক?

8. 
ইউনিকোডে মােট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভূক্ত করা যায়?

9. 
BCD কোড কত বিটের?

10. 
বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?

11. 
কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে?

12. 
আলফানিউমেরিকডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত

<span style="font-weight: 400">i. ASCII code</span><span style="font-weight: 400"><br /></span><span style="font-weight: 400">ii. EBCDIC code</span><span style="font-weight: 400"><br /></span><span style="font-weight: 400">iii. Unicode</span><br /> <p><span style="font-weight: 400">নিচের কোনটি সঠিক?</span></p>

13. 
বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়?

14. 
ASCII-8 কোডে সংখ্যাসূচক বিট কতটি?