sub sup

ওয়েব পেজে কোন লেখাকে স্বাভাবিক লেখার উপরে কিংবা নিচে প্রদর্শনের প্রয়োজন হয়। উপরের লেখাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। যেমনঃ x2, এখানে x এর উপরে 2 পাওয়ার হিসেবে আছে যা একটি সুপারস্ক্রিপ্ট লেখা। কোন লেখাকে সুপারস্ক্রিপ্ট হিসেবে দেখাতে হলে উক্ত লেখাকে <sup> </sup> ট্যাগের মধ্যে লিখতে হয়। এখানে ‘sup’ মূলত Superscript এর প্রথম তিনটি বর্ণ। 

কোন স্বাভাবিক লেখার নিচের লেখাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। যেমনঃ x2, এখানে x এর নিচে 2 বেজ হিসেবে আছে যা একটি সাবস্ক্রিপ্ট লেখা। কোন লেখাকে সাবস্ক্রিপ্ট হিসেবে দেখাতে হলে উক্ত লেখাকে <sub> </sub> ট্যাগের মধ্যে লিখতে হয়। এখানে ‘sub’ মূলত Subscript এর প্রথম তিনটি বর্ণ। 

<sup> ও <sub> ট্যাগের ব্যবহার নিচে ictoons -এর html viewer এ দেখানো হলো। 

[ নিজের মত এডিট করে তার ফলাফল দেখে শিখে নাও আরো ভালোভাবে। ]

ictoons HTML Editor
Html
Output

নিজে করে দেখোঃ

fn-1 = x ( y+ zn-1 + zn