কোন লিস্টের উপাদান (item) হিসেবে যদি লিস্টই থাকে তখন আমরা একে নেস্টেড লিস্ট (Nested List) বলি। অর্থাৎ নেস্টেড লিস্ট হলো এমন একটি লিস্ট যার ভেতরেও লিস্ট থাকে।
কোন লিস্টের item হিসেবে ক্রম, ক্রমবিহীন কিংবা উভয় প্রকার লিস্টই থাকতে পারে।