HSC MCQ BANK 3

1. 
প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?

2. 
শূন্যের ব্যবহার কোথায় প্রথম শুরু হয়েছিল?

3. 
সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?

4. 
সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

5. 
ভিত্তির উপর নির্ভর করে প্রচলিত সংখ্যা পদ্ধতি কত প্রকার?

6. 
বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত?

7. 
ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

8. 
সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে-

i. দশমিক সংখ্যার ভিত্তি 10
ii. অকটাল সংখ্যার ভিত্তি ৪
iii. হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি 16

নিচের কোনটি সঠিক?

9. 
762 সংখ্যাটি হতে পারে-

i. দশমিক
ii. অকটাল
iii. হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?

10. 
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান

নির্ণয় করার জন্য দরকার—
i. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান
ii. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান
iii. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি

নিচের কোনটি সঠিক?

11. 
10 এর সমকক্ষ বাইনারি কোনটি?

12. 
হেক্সাডেসিমেল পদ্ধতির ভিত্তি বা বেজ কত?

13. 
2BAD.8C কোন ধরনের সংখ্যা?

14. 
(11011110.1)2 এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?

15. 
(1110.11)2 এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?

16. 
(11011.110111)2 এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?

17. 
(100101.101011)2 এর হেক্সাডেসিমেল মান কত?

18. 
(BFE)16 এর সমতুল্য অকটাল মান কত?

19. 
MSB-এর পূর্ণরূপ হচ্ছে-

20. 
বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে দশমিকে কত?

21. 
(29)10 সংখ্যাটির বাইনারি মান কত?

22. 
(37.125)10 এর বাইনারি মান কত?

23. 
(1010)২ এর সমতুল্য মান-

i. (10)10
ii. (12)8
iii. (14)16

নিচের কোনটি সঠিক?

24. 
111 সংখ্যাটি হতে পারে –

i. বাইনারি
ii. অকটাল
iii. ডেসিমেল।

নিচের কোনটি সঠিক?

25. 
মি. আতিক কামালকে বলল, “তোমার বয়স কত” কামাল বলল যে তার বয়স (101101)2

কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলো-

26. 
মি. আতিক কামালকে বলল, “তোমার বয়স কত” কামাল বলল যে তার বয়স (101101)2

দশ বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে?

27. 
কম্পিউটার শিক্ষক জনাব সফিক স্যার বোর্ডে একটি (77)8 সংখ্যা লিখলেন।

 উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটির দশমিক সংখ্যা হলো-

28. 
কম্পিউটার শিক্ষক জনাব সফিক স্যার বোর্ডে একটি (77)8 সংখ্যা লিখলেন।

উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি?

29. 
(110110)2 এর সমকক্ষ মান-

i, (66)8
ii. (54)10
iii. (36)16

নিচের কোনটি সঠিক?

30. 
বাইনারি যোগে 1+ 0+1 =?

31. 
(A + B +C)16 এর সমতুল্য মান কোনটি?

32. 
ক্লাশে শিক্ষক (1011.11)2 ও (1101.10)2 এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী (11011.11)2 লিখল। সে কত বেশি লিখল?

33. 
(100)2 এবং (AA)16 এর যোগফল কত?

34. 
(A)16 + (10)2 + (7)8 এর মান হতে পারে-

i. (13)16
ii. (23)8
iii. (10011)2

নিচের কোনটি সঠিক?

35. 
EFF এর পরের সংখ্যাটি কত?

36. 
4, 8, C অনুক্রমটির পরের মান কত?

37. 
অকটাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি?

38. 
‘Q’ নির্বাচনী পরীক্ষায় ICT বিষয়ে (100)8 নম্বর পেয়েছে।

উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা হলো—

39. 
‘Q’ নির্বাচনী পরীক্ষায় ICT বিষয়ে (100)8 নম্বর পেয়েছে।

উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত?

40. 
(17)8 এর পরের সংখ্যা কোনটি?

41. 
(10)16 এর পূর্বের মান কোনটি?

42. 
শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল । ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং 1101 বলল

উদ্দীপকে উল্লিখিত সংখ্যার সাথে (1001)2 এর যোগফল কত?

43. 
শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল । ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং 1101 বলল

উদ্দীপকের রোল নং এর সমকক্ষ সংখ্যা হলো-

i. (13)10
ii. (11)16
iii. (15)8

নিচের কোনটি সঠিক?

44. 
শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল । ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং 1101 বলল

 মি. সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় সে বলল বাইনারিতে তার বয়স 10010। তার এই সংখ্যার সাথে (1011)2 যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে?

45. 
(1F)16 এর সাথে যোগ করলে কত হবে?

46. 
দশমিক সংখ্যা 12 এর 2’s complement কত?

47. 
-5 এর 2 এর পরিপূরক মান কত?

48. 
(-42)10 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-

i. প্রকৃত মান গঠন
ii. ১-এর পরিপূরক গঠন
iii. ২-এর পরিপূরক গঠন

নিচের কোনটি সঠিক?

49. 
মেমােরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?

50. 
প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের?

51. 
অ্যাসকি সংকেতমালায় মােট সংকেত সংখ্যা-

52. 
কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে?

53. 
BCD কোড কত বিটের?

54. 
(78)10 এর BCD মান কত?

55. 
(72)10 এর BCD কোড কোনটি?

56. 
ASCII-8 কোডে সংখ্যাসূচক বিট কতটি?

57. 
EBCDIC কোড এর বিট সংখ্যা কয়টি?

58. 
কোনটি ৪ বিটের কোড?

i. ASCII Code
ii. EBCDIC Code
iii. BCD Code

নিচের কোনটি সঠিক?

59. 
আলফানিউমেরিকডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত

i. ASCII code
ii. EBCDIC code
iii. Unicode

নিচের কোনটি সঠিক?

60. 
ইউনিকোড কত বিটের?

61. 
নিচের কোনটি 16 বিটের কোড?

62. 
সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় –

 i ASCII দ্বারা
ii. EBCDIC দ্বারা
iii. Unicode দ্বারা

নিচের কোনটি সঠিক?

63. 
ইউনিকোডে মােট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভূক্ত করা যায়?

64. 
বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?

65. 
বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়?

দ্বিতীয় অংশ

1. 
কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন?

2. 

সিগন্যালটির সাংখ্যিক মান কত?

3. 
A ফলাফল হতে পারে যখন

  1. A + A + A
    ii. A.A
    iii, A ⊕A

নিচের কোনটি সঠিক?

4. 

5. 
কোনটি মৌলিক উপপাদ্য?

6. 
বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্য কোনটি?

7. 
A+ BC= (A+B) (A+C) উপপাদ্যটি হলো—

8. 
A + BC= কত?

9. 
ডি-মরগ্যানের উপপাদ্য অনুযায়ী পাই-

10. 
ডি-মরগ্যান এর উপপাদ্য কোনটি?

11. 

12. 

এর সরলীকৃত মান কত?

13. 
নিচের কোনটি মৌলিক গেইট?

14. 
কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?

15. 
নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?

16. 

বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মােট কয়টি মৌলিক গেইট প্রয়োজন?

17. 
যদি তিন ইনপুট OR গেইটের আউটপুট ০ (শূন্য) করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে?

18. 
AND এবং NOT গেইট মিলে কোন গেইট হয়?

19. 
সর্বজনীন গেইট কোনটি?

20. 
তিনটি ইনপুট বিশিষ্ট NOR গেইটের ক্ষেত্রে আউটপুট 1 হবে-

21. 
NOR গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

22. 

উভয় ইনপুট ১ হলে আউটপুট 0 হয় কোন গেইটে?
i. NAND

ii. NOR
iii. XNOR

নিচের কোনটি সঠিক?

23. 

NOR এর আউটপুট ০ (শূন্য) হবে যখন -
i.যেকোনো একটি আউটপুট 0 (শূন্য)

ii. সবগুলো ইনপুট 
iii. যেকোনো একটি ইনপুট1

নিচের কোনটি সঠিক?

24. 
NOR গেইটের আউটপুট কোন গেইটের আউটপুটের বিপরীত?

25. 

মৌলিক গেইটগুলো বাস্তবায়ন করা যায় –কোন গেইট দিয়ে
i.NAND

ii. NOR
iii. XOR

নিচের কোনটি সঠিক?

26. 

কোন গেইটের সকল ইনপুট 0 হলে আউটপুট ১ হবে?
i.NAND

ii. NOR
iii. X-NOR

নিচের কোনটি সঠিক?

27. 
কোন গেইটে দুটো ইনপুটের একই মানের জন্য আউটপুট ১ এবং ইনপুট দুটো ভিন্ন মানের জন্য আউটপুট হবে?

28. 

XOR গেইট তৈরিতে ব্যবহৃত হয়-
i. OR Gate

ii. AND Gate
iii. NOT Gate

নিচের কোনটি সঠিক?

29. 
a = 1, b = 0 এর জন্য a + b = ?

30. 
কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?

31. 
যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে?

32. 
. 16 লাইন Encoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?

33. 
কোন সার্কিটে সর্বোচ্চ ‘ষােলটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায়?

34. 
কোন বর্তনী B বর্ণকে ASCII-তে রূপান্তর করে?

35. 
16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?

36. 
এনকোডারের সাহায্যে যেকোনো আলফানিউমেরিক বর্ণকে কোন কোডে পরিণত করা যায়?

37. 

এনকোডারের ইনপুট হচ্ছে –
i. অকটাল সংখ্যা

ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা

নিচের কোনটি সঠিক?

38. 
কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে?

39. 
কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে?

40. 
ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে

41. 
পাঁচটি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?

42. 
নিচের প্রশ্নের উত্তর দাও : A ও B দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে।

 A বর্তনীটি হলো-

43. 
নিচের প্রশ্নের উত্তর দাও : A ও B দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে।

A বর্তনীটি কোথায় যুক্ত থাকে?