HSC MCQ QUIZ 3.1

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (HSC)

 

অধ্যায়- ৩ (প্রথম অংশ)

পূর্ণমানঃ ৩০
সময়ঃ ২০ মিনিট
1. 
(10)16 এর পূর্বের মান কোনটি?

2. 
ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

3. 
‘Q’ নির্বাচনী পরীক্ষায় ICT বিষয়ে (100)8 নম্বর পেয়েছে।

উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত?

4. 
সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

5. 
ASCII-8 কোডে সংখ্যাসূচক বিট কতটি?

6. 
(-42)10 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-

i. প্রকৃত মান গঠন
ii. ১-এর পরিপূরক গঠন
iii. ২-এর পরিপূরক গঠন

নিচের কোনটি সঠিক?

7. 
ক্লাশে শিক্ষক (1011.11)2 ও (1101.10)2 এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী (11011.11)2 লিখল। সে কত বেশি লিখল?

8. 
বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়?

9. 
ইউনিকোড কত বিটের?

10. 
(37.125)10 এর বাইনারি মান কত?

11. 
সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?

12. 
বাইনারি যোগে 1+ 0+1 =?

13. 
(29)10 সংখ্যাটির বাইনারি মান কত?

14. 
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান

নির্ণয় করার জন্য দরকার—
i. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান
ii. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান
iii. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি

নিচের কোনটি সঠিক?

15. 
শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল । ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং 1101 বলল

উদ্দীপকে উল্লিখিত সংখ্যার সাথে (1001)2 এর যোগফল কত?

16. 
বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে দশমিকে কত?

17. 
2BAD.8C কোন ধরনের সংখ্যা?

18. 
মেমােরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?

19. 
প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?

20. 
ইউনিকোডে মােট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভূক্ত করা যায়?

21. 
প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের?

22. 
(A)16 + (10)2 + (7)8 এর মান হতে পারে-

i. (13)16
ii. (23)8
iii. (10011)2

নিচের কোনটি সঠিক?

23. 
সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে-

i. দশমিক সংখ্যার ভিত্তি 10
ii. অকটাল সংখ্যার ভিত্তি ৪
iii. হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি 16

নিচের কোনটি সঠিক?

24. 
নিচের কোনটি 16 বিটের কোড?

25. 
MSB-এর পূর্ণরূপ হচ্ছে-

26. 
(100)2 এবং (AA)16 এর যোগফল কত?

27. 
10 এর সমকক্ষ বাইনারি কোনটি?

28. 
762 সংখ্যাটি হতে পারে-

i. দশমিক
ii. অকটাল
iii. হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?

29. 
EFF এর পরের সংখ্যাটি কত?

30. 
দশমিক সংখ্যা 12 এর 2’s complement কত?