SSC exam chap-1

1. 
অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?

2. 
অ্যাডা লাভলেসের বাবার নাম কী?

3. 
চার্লস ব্যাবেজ এর জীবনকাল কোনটি?

4. 
মানুষ কীভাবে প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে?

5. 
বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে সবচেয়ে দ্রুত স্থান করে নিচ্ছে?

6. 
একুশ শতকের সম্পদ কী?

7. 
একুশ শতকে এসে-

i. সম্পদের ধারণা পুরোপুরি পাল্টে গেছে
ii. মানুষের চিন্তাভাবনার জগৎ পাল্টে গেছে
iii. পৃথিবী জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

8. 
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

9. 
একুশ শতকে কারা পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে?

10. 
জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নিতে কোনটি প্রয়োজন?

11. 
রাকিব নবম শ্রেণিতে পড়ে। তার পাঠ্যসূচির কোন বিষয়টি তাকে একুশ শতকের দক্ষ নাগরিক হতে প্রাথমিক দিকনির্দেশনা দিবে?

12. 
একুশ শতকের পৃথিবী কোনটির ওপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে?

13. 
আধুনিক কম্পিউটারের জনক কে?

14. 
Globalization ও Internationalization ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি কী?

15. 
সুমন সেন্টমার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।

সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?

16. 
যে বিষয়গুলো ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান রয়েছে-

i. Globalization
ii. Internationalization
iii. Critical Thinking

নিচের কোনটি সঠিক?

17. 
পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য কিসের ওপর নির্ভর করতে হতো?

18. 
লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?

19. 
তথ্য প্রযুক্তির এই বইটি কোন শতকের দক্ষ নাগরিক হওয়ার প্রাথমিক দিক নির্দেশনা দিবে?

20. 
চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?

21. 
কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?

22. 
শাওন একুশ শতকের একজন সাধারণ কিশোর। বর্তমানে টিকে থাকার জন্য তাকে কী জানতে হবে?

23. 
কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

24. 
১৮৪২ সালে ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার তৈরিকৃত ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

25. 
সাধারণ মানুষকে বর্তমান পৃথিবীর সম্পদ হিসেবে মেনে নেয়ার কারণ-