unor – Copy

NOR গেট এর সাহায্যে মৌলিক গেটসহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন বা তৈরি করা যায় তাই NOR একটি সার্বজনীন গেট। NOR গেট এর সাহায্য সকল মৌলিক গেট বাস্তবায়ন নিম্নরূপ।

 

NOR গেট এর সাহায্য NOT গেট বাস্তবায়নঃ


আমরা জানি, NOR গেটের সবকয়টি ইনপুট একই হলে আউটপুট কমপ্লিমেন্ট বা তাদের ঠিক বিপরীত হয়। অর্থাৎ এক্ষেত্রে NOR গেট NOT গেটের মত আচরণ করে।

সত্যক সারণী
Input Output
x
0 1
1 0

NOR গেট এর সাহায্য OR গেট বাস্তবায়নঃ

যেহেতু NOR গেটের বিপরীত OR গেট, সেহেতু NOR গেটের আউটপুটকে কমপ্লিমেট করলে পুনরায় OR গেটের আউটপুট পাওয়া যায়। দুইটি NOR গেটকে নিম্মোক্ত চিত্রের মত সাজালে বর্তনীটি OR গেটের মত আউটপুট প্রদান করে। এক্ষেত্রে ২য় ধাপের গেটটি NOT গেটের মত আচরণ করে।

সত্যক সারণী
Inputs Outputs
x y x+y
0 0 0
0 1 1
1 0 1
1 1 1

NOR গেট এর সাহায্য AND গেট বাস্তবায়নঃ

NOR গেটের মাধ্যমে সকল ইনপুট কমপ্লিমেন্ট করে নিম্নোক্ত উপায়ে NOR গেটে ইনপুট করলে বর্তনীটি AND গেটের মত আউটপুট প্রদান করে।

x.y image
সত্যক সারণী
Inputs Outputs
x y x.y
0 0 0
0 1 0
1 0 0
1 1 1

শুধু NOR গেটের মাধ্যমে XOR ও XNOR গেটও বাস্তবায়ন করা যায়। যেহেতু NOR গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব সুতরাং NOR একটি সার্বজনীন গেট।