1.
লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
2.
কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
4.
সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-
i. স্বল্পসময়ে সরকারি সেবা পাওয়া যাবে
ii. সরকারি সেবার মান উন্নত হবে
iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
5.
সুমন সেন্টমার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।
স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
6.
সুমন সেন্টমার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।
সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
7.
একুশ শতকে এসে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে?
9.
বর্তমান সময়ে পৃথিবীর সম্পদ কী?
10.
কোন নতুন ধারণাটি সারা পৃথিবীর মানুষের চিন্তা-ভাবনার জগৎটাকে পাল্টে দিয়েছে?
11.
একুশ শতকের পৃথিবী কোনটির ওপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে?
12.
Globalization ও Internationalization ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি কী?
13.
কোনটির কারণে দেশের সীমানা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে?
14.
নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি?
15.
পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য কিসের ওপর নির্ভর করতে হতো?
16.
মানুষ কীভাবে প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে?
17.
কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়?
18.
একুশ শতকে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?
19.
একুশ শতকে কারা পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে?
20.
জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নিতে কোনটি প্রয়োজন?
21.
বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে সবচেয়ে দ্রুত স্থান করে নিচ্ছে?
22.
শাওন একুশ শতকের একজন সাধারণ কিশোর। বর্তমানে টিকে থাকার জন্য তাকে কী জানতে হবে?
23.
সংগৃহীত তথ্য বিশ্লেষণ, সংযোজন ও মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে হলে প্রথমে কী শিখতে হবে?
24.
একুশ শতকে চ্যালেঞ্জের মোকাবিলায় কোন ধরনের দক্ষতা অর্জন করা অপরিহার্য?
25.
রাকিব নবম শ্রেণিতে পড়ে। তার পাঠ্যসূচির কোন বিষয়টি তাকে একুশ শতকের দক্ষ নাগরিক হতে প্রাথমিক দিকনির্দেশনা দিবে?
26.
শিক্ষার্থীদের একুশ শতকের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি কিরূপ ভূমিকা রাখবে?
27.
তথ্য প্রযুক্তির এই বইটি কোন শতকের দক্ষ নাগরিক হওয়ার প্রাথমিক দিক নির্দেশনা দিবে?
28.
একুশ শতকে এসে-
i. সম্পদের ধারণা পুরোপুরি পাল্টে গেছে
ii. মানুষের চিন্তাভাবনার জগৎ পাল্টে গেছে
iii. পৃথিবী জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
29.
সাধারণ মানুষকে বর্তমান পৃথিবীর সম্পদ হিসেবে মেনে নেয়ার কারণ-
i. মানুষই জ্ঞান সৃষ্টি করতে পারে
ii. মানুষই জ্ঞান ধারণ করতে পারে
iii. মানুষই জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
30.
যে বিষয়গুলো ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান রয়েছে-
i. Globalization
ii. Internationalization
iii. Critical Thinking
নিচের কোনটি সঠিক?
31.
তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন ও মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে হলে-
i. আইসিটির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে
ii. আইসিটির ব্যবহার শিখতে হবে
iii. আইসিটি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে হবে
নিচের কোনটি সঠিক?
32.
নতুন তথ্য সৃষ্টির ক্ষেত্রে-
i. তথ্য সংগ্রহ করতে হয়
ii. তথ্য বিশ্লেষণ করতে হয়
iii. তথ্য মূল্যায়ন করতে হয়
নিচের কোনটি সঠিক?
33.
জাবেদ খুব দ্রুত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নিজেকে পারদর্শী করে তুলছে। এই দক্ষতা তাকে সাহায্য করবে-
i. একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায়
ii. একুশ শতকের দক্ষ নাগরিক হতে
iii. জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে
নিচের কোনটি সঠিক?
34.
বাংলাদেশের অধিবাসী জুয়েল গত চার বছর ধরে কম্পিউটার শিক্ষায় উচ্চতর ডিগ্রি লাভের জন্য জার্মানিতে পড়াশোনা করছে। তার ছোট ভাই জিয়ান গত বছর ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করতে সিঙ্গাপুর গেছে। তারা দুজনেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার জবে নিয়োজিত আছে।
জুয়েল ও জিয়ানের বর্তমান অবস্থান কিসের উদাহরণ?
35.
বাংলাদেশের অধিবাসী জুয়েল গত চার বছর ধরে কম্পিউটার শিক্ষায় উচ্চতর ডিগ্রি লাভের জন্য জার্মানিতে পড়াশোনা করছে। তার ছোট ভাই জিয়ান গত বছর ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করতে সিঙ্গাপুর গেছে। তারা দুজনেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার জবে নিয়োজিত আছে।
জুয়েল ও জিয়ানের ক্ষেত্রে যে তথ্যগুলো প্রযোজ্য-
i. তারা আইসিটির প্রাথমিক বিষয়গুলো জানে
ii. তারা একুশ শতকের দক্ষ নাগরিক
iii. তারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম
নিচের কোনটি সঠিক?
36.
আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় কার হাতে?
37.
চার্লস ব্যাবেজ এর জীবনকাল কোনটি?
38.
চার্লস ব্যাবেজ জাতিতে কী ছিলেন?
39.
আধুনিক কম্পিউটারের জনক কে?
40.
ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক কে?
41.
ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন কী করতে পারে?
42.
অ্যাডা লাভলেসের বাবার নাম কী?
43.
অ্যাডা লাভলেসের জীবনকাল কোনটি?
44.
চার্লস ব্যাবেজ ছিলেন একজন-
45.
ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?
46.
Analytical Engine গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন?
47.
চার্লস ব্যাবেজের তৈরিকৃত গণনাযন্ত্রটির নাম কী?
48.
ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন-এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?
49.
চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?
50.
কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?
51.
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
52.
১৮৪২ সালে ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার তৈরিকৃত ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?
53.
অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?
54.
কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?
55.
কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?
56.
অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?
57.
কোন ব্যক্তি ব্যাবেজের এনলিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য ‘প্রোগ্রামিং’ এর ধারণা সামনে নিয়ে আসেন?