SSC Question paper

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (SSC)
অধ্যায়- ১-৫
1. 
আমরা নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করি-

2. 
রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তাঁর ল্যাপটপে বসে ঠিক করছেন অতিথিদের তাঁর কোম্পানি সম্পর্কে কী কী দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।

3. 
অপ্রয়োজনীয় সফটওয়্যার কীভাবে ডিলিট করতে হবে?

4. 
বর্তমান সময়ে ব্যাপকভাবে প্রচলিত শব্দ হচ্ছে-

5. 
চার্লস ব্যাবেজ ছিলেন একজন-

6. 
ডিজিটাল কনটেন্ট সম্প্রচারিত হতে পারে-

7. 
আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?

8. 
নিবন্ধ কী ধরনের কনটেন্ট?

9. 
ওয়ার্ড প্রসেসরের কোন অপশনটি document সংরক্ষণে ব্যবহৃত হয়?

10. 
বেশিরভাগ মানুষেরই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে কেমন লাগে?

11. 
ইন্টারনেটের ভিডিও শেয়ারিং সাইট কোনটি?

12. 
আমরা এখন কোন যুগে বসবাস করছি?

13. 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে লেখালেখি ও হিসাবের জন্য আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলোকে কী বলে?

14. 
কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কী বলে?

15. 
ওয়ার্ড 2007-এর অফিস বাটনটি কোথায় থাকে?

16. 
মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে?

17. 
এনালগ যুগের পুরনো মিডিয়াগুলো এ যুগে কীভাবে ব্যবহৃত হচ্ছে?

18. 
মাল্টিমিডিয়া মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে-

19. 
বাংলাদেশের অধিবাসী জুয়েল গত চার বছর ধরে কম্পিউটার শিক্ষায় উচ্চতর ডিগ্রি লাভের জন্য জার্মানিতে পড়াশোনা করছে। তার ছোট ভাই জিয়ান গত বছর ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করতে সিঙ্গাপুর গেছে। তারা দুজনেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার জবে নিয়োজিত আছে।

20. 
সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?

21. 
চার্লস ব্যাবেজের তৈরিকৃত গণনাযন্ত্রটির নাম কী?

22. 
জাবেদ বারান্দায় বসে রং তুলি দিয়ে ছবি আঁকছে। তার আঁকা ছবিটি কোন ধরনের কনটেন্ট?

23. 
বহু মিডিয়াকে আমরা ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া বলছি-

24. 
কোনো একটি কর্মকাণ্ডে কয়টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে?

25. 
আইসিটি যন্ত্র বা কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে- (অনুধাবন) i. সচল রাখার জন্য ii. নতুন রাখার জন্য iii. কার্যক্ষম রাখার জন্য নিচের কোনটি সঠিক?