piramid

প্রশ্নঃ পিরামিড প্যাটার্ন তৈরির সি প্রোগ্রাম লিখ।

অথবা,

নিচের প্যাটার্ন তৈরি করার সি প্রোগ্রাম লিখ।

        *
***
*****
*******
*********

পিরামিড প্যাটার্ন তৈরির সি প্রোগ্রামঃ

নিচের প্রোগামটিতে তুমি কতটি row বা সারি দিয়ে পিরামিড তৈরি করতে চাচ্ছো তা ইনপুট হিসেবে নিবে ও সেই অনুসারে আউটপুট প্রিন্ট করে দেখাবে। যেমন তুমি যদি ইনপুট 5 দাও তাহলে উপরের ছবির মত আউটপুট পাবে।



Star Pattern Triangle
#include<stdio.h>
int main()
{
    int row, col, n;
    printf("Enter the num of row: ");
    scanf("%d",&n);
    for(row=1; row<=n; row++)
    {
        for(col=1;col<=n-row; col++)
        {
            printf(" ");
        }
        for(col=1;col<=2*row-1; col++)
        {
            printf("*");
        }
        printf("\n");
    }
    return 0;
}
Enter the num of row: