pass_fail

প্রশ্নঃ পাস নাকি ফেল তা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখ।

অ্যালগরিদমঃ

  

ধাপ-১: শুরু করি।

ধাপ-২: marks এর মান ইনপুট নেই।

ধাপ-৩: যদি marks>32 হয়, তাহলে ধাপ-৪ এ যাই, নয়তো ধাপ-৫ এ যাই।

ধাপ-৪: passed প্রিন্ট করি। ধাপ-৬ এ যাই।

ধাপ-৫: failed প্রিন্ট করি।

ধাপ-৬: শেষ করি।

ফ্লোচার্টঃ

পাস নাকি ফেল তা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখঃ

Pass Fail Checker
#include<stdio.h>

int main()
{
    int marks;
    printf("Enter your marks: ");
    scanf("%d",&marks);
    if(marks>32)
    {
        printf("Passed");
    }
    else
    {
         printf("failed");
    }
   return 0;
}
Enter your marks: