page: 3
অধ্যায়ঃ ৩
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
৭১. আইবুক কাদের তৈরি? (জ্ঞান)
[ক] ভার্চুয়াল কম্পিউটার্সের ওপেন কম্পিউটার্সের
[গ] গুগল কম্পিউটার্সের [ঘ] ইনটেল কম্পিউটার্সের
৭২. নয়ন ওপেন কম্পিউটারের তৈরি একটি আইবুক পড়তে চায়। এজন্য তাকে কোনটি ব্যবহার করতে হবে? (প্রয়োগ)
আইপ্যাড [খ] রোবট
[খ] স্মার্টফোন [ঘ] অ্যাপল কম্পিউটার
৭৩. নিচের কোনটি ম্যাক কম্পিউটারে ভালভাবে পড়া যায়? (জ্ঞান)
[ক] পিডিএফ-বুক [খ] ই-পাব
আইবুক [ঘ] চৌকস ই-বুক
৭৪. কোনো ই-বুক অ্যাপস আকারে প্রকাশিত হওয়াকে কী বলে? (জ্ঞান)
ই-বুকের অ্যাপস [খ] ই-পাব
[গ] আইবুক [ঘ] চৌকস ই-বুক
৭৫. কোন সফটওয়্যার ব্যবহার করে ই-বুক পড়া যায়? (জ্ঞান)
[ক] ই-মেইল [খ] গুগল
[গ] অপেরা মিনি ই-বুক রিডার
৭৬. ম্যাক কম্পিউটারে কোনটি ভালোভাবে পড়া যায়? (জ্ঞান)
[ক] স্মার্ট ই-বুক [খ] ই-বুক
আই বুক [ঘ] ই-পাব
৭৭. কোনটি অডিও কনটেন্ট? (অনুধাবন)
[ক] কার্টুন [খ] ইনফো গ্রাফিক্স
[গ] শ্বেতপাত্র ব্রডকাস্ট
৭৮. কোন ফরম্যাটে সবচেয়ে বেশি মুদ্রিত ই-বুক পাওয়া যায়? (অনুধাবন)
pdf [খ] ppt
[গ] doc [ঘ] wav
৭৯. কোন ডিভাইসে আইবুক ভালোভাবে পড়া যায়? (জ্ঞান)
[ক] কিন্ডল আইপ্যাড
[গ] সারফেস ট্যাব [ঘ] গ্যালাক্সি ট্যাব
৮০. মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ-
i. ই-বুক
ii. ই-বই
iii. ইলেকট্রনিক বুক
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৮১. ই-বুক ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় বলে এতে জুড়ে দেয়া যায়-
i. শব্দ
ii. ছবি
iii. অ্যানিমেশন
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৮২. লিনা NCTB এর ওয়েবসাইট থেকে একটি ই-বুক নামিয়ে পড়তে চায়। এক্ষেত্রে সে ব্যবহার করতে পারবে –
i. কম্পিউটার
ii. স্মার্টফোন
iii. ই-বুক রিডার
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৮৩. ই-বুকের প্রকারভেদ হলো-
i. মুদ্রিত ই-বুক
ii. চৌকস ই-বুক
iii. ই-বুক অ্যাপস
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
ii ও iii [ঘ] i, ii ও iii
৮৪. ই-বুক প্রকাশিত হতে পারে-
i. ই-পাব ফরম্যাটে
ii. এইচটিএমএল ফরম্যাটে
iii. পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৮৫. পিডিএফ ফরম্যাটে প্রকাশিত বইগুলো-
i. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি
ii. কেবল আইবুক রিডারে পড়া যায়
iii. সম্পূর্ণরূপে বা অধ্যায় হিসেবে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৮৬. এইচটিএমএল-এ প্রকাশিত বইগুলোকে-
i. বই-এর ওয়েবসাইট বলা যায়
ii. কেবল অনলাইনে পড়া যায়
iii. ত্রিমাত্রিক ছবি দ্বারা সমৃদ্ধ করা যায়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৮৭. ই-পাব ফরম্যাটে প্রকাশিত বইগুলোতে-
i. ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে
ii. পাঠক তার নিজের নোট লিখতে পারে
iii. পাঠক অজানা শব্দের অর্থ জানার সুবিধা পায়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii ii ও iii [ঘ] i, ii ও iii
৮৮. চৌকস ই-বুকে যুক্ত থাকে-
i. অডিও
ii. ভিডিও
iii. অ্যানিমেশন
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৮৯. চৌকস ই-বুকের বৈশিষ্ট্য হলো-
i. এইচটিএমএল ফরম্যাটে প্রকাশিত হয়
ii. কনটেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ
iii. ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
ii ও iii [ঘ] i, ii ও iii
৯০. চৌকস ই-বুকে থাকে-
i. কুইজের ব্যবস্থা
ii. কুইজের উত্তর করার ব্যবস্থা
iii. কুইজের উত্তর যাচাই করার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৯১. ওপেন কম্পিউটার্সের তৈরি ই-বুক পড়া যায়-
i. আইবুকে
ii. আইপ্যাডে
iii. ম্যাক কম্পিউটারে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
ii ও iii [ঘ] i, ii ও iii
৯২. ই-বুকের অ্যাপসের বৈশিষ্ট্য হলো-
i. ই-বুক নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়
ii. অ্যাপস ডাউনলোড করে কম্পিউটারে পড়া যায়
iii. এটি এইচটিএমএল আকারেও প্রকাশিত হতে পারে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৯৩. কপিরাইটের আওতায় প্রকাশিত হয়-
i. মুদ্রিত বই
ii. অডিও
iii. ই-বুক
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৯৪. কোনো কোনো ক্ষেত্রে ই-বুকগুলো-
i. নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করা হয়
ii. পড়ার জন্য নির্দিষ্ট হার্ডওয়্যার প্রয়োজন হয়
iii. নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৯৫. স্মার্ট ই-বুকে-
i. অ্যানিমেশন সংযুক্ত থাকে
ii. কুইজে অংশগ্রহণের সুযোগ থাকে
iii. নিজস্ব মতামত জানানোর সুযোগ থাকে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও :
বাবলু তার বাবার কাছ থেকে বিশেষ এক ধরনের ই-বুক সম্পর্কে জানতে পারে। বইগুলো মুদ্রিত বইয়ের মতোই তবে কিছু বাড়তি সুবিধাযুক্ত। বইগুলোর কোনোটি কেবল আইবুক রিডারে পড়া যায়।
৯৬. বাবুল যে ই-বুক সম্পর্কে জেনেছে সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? (প্রয়োগ)
[ক] পিডিএফ [খ] এইচটিএমএল
ই-পাব [ঘ] ই-ট্যাব
৯৭. উক্ত ই-বুকের ক্ষেত্রে প্রযোজ্য-
i. নিজের নোট লেখা যায়
ii. শব্দের অর্থ জানা যায়
iii. কুইজে অংশ নেয়া যায়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও :
জহির তার ছোট ভাইকে ই-বুক রিডার কিনে দিতে চায়। ইন্টারনেট থেকে সে বিভিন্ন প্রকার ই-বুক সম্পর্কে জানল। সবকিছু দেখে জহিরের কাছে স্মার্ট ই-বুক সবচেয়ে বেশি সুবিধার মনে হলো।
৯৮. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি জহির কোন ফরম্যাটে পড়তে পারবে? (অনুধাবন)
[ক] html [খ] doc
pdf [ঘ] pub
৯৯. উদ্দীপকে উল্লিখিত ই-বুক-
i. মাল্টিমিডিয়া কনটেন্টবিশিষ্ট
ii. অনলাইনে পড়া যায়
iii. অনলাইনে পড়া যায় না
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
১০০. কোন প্রযুক্তিটি সারা পৃথিবীতে বড় একটা পরিবর্তন এনেছে? (জ্ঞান)
[ক] রেডিও [খ] রোবট
ইন্টারনেট [ঘ] ল্যাপটপ