page: 2
অধ্যায়ঃ ৩
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
৩৬. ডিজিটাল কনটেন্ট হতে পারে-
i. লিখিত তথ্য
ii. ছবি
iii. ভিডিও
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৩৭. ডিজিটাল কনটেন্টের শ্রেণিবিভাগ হলো-
i. টেক্সট বা লিখিত কনটেন্ট
ii. ভিডিও ও এনিমেশন
iii. শব্দ বা অডিও
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৩৮. লিখিত কনটেন্ট-এর উদাহরণ হলো-
i. পণ্য বা সেবার তালিকা
ii. ই-বুক সংবাদপত্র
iii. হাতে আঁকা ছবি
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩৯. আয়েশা খাতুন দশম শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পড়ান। লিখিত কনটেন্টের উদাহরণ দিতে তিনি ছাত্রছাত্রীদের দেখাতে পারেন-
i. নিবন্ধ
ii. এনিমেটেড ছবি
iii. পণ্য বা সেবার তালিকা
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৪০. ছবি কনটেন্ট এর অন্তর্ভুক্ত-
i. কার্টুন
ii. ইনফো-গ্রাফিক্স
iii. এনিমেটেড ছবি
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৪১. শিক্ষক জাবেদ বাড়ির কাজ হিসেবে ছবি কনটেন্ট প্রস্তুত করে নিয়ে আসতে বলেছে। এক্ষেত্রে জাবেদ ব্যবহার করতে পারবে-
i. হাতে আঁকা ছবি
ii. ক্যামেরায় তোলা ছবি
iii. কম্পিউটারে সৃষ্ট ছবি
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৪২. ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত বিভিন্ন ধরনের ছবি হলো-
i. ক্যামেরায় তোলা ছবি
ii. হাতে আঁকা ছবি
iii. ইনফো-গ্রাফিক্স
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৪৩. দিন দিন ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে-
i. মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকায়
ii. ইউটিউব এর মতো ভিডিও শেয়ারিং সাইটের কারণে
iii. কম্পিউটারে ভিডিও তৈরির সুযোগ সৃষ্টির কারণে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৪৪. অডিও কনটেন্টের অন্তর্ভুক্ত হলো-
i. ওয়েবিনারো
ii. ইনফো-গ্রাফিক্স
iii. অডিও ফাইল
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
আরিয়ানদের আইসিটি ক্লাসে আজ ডিজিটাল কনটেন্ট বিষয়টি পড়ানো হয়েছে। সময় স্বল্পতার কারণে শিক্ষক টেক্সট কনটেন্টের আলোচনা দিয়েই ক্লাস শেষ করেছেন।
৪৫. আরিয়ানদের পাঠ্য বিষয়টিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২ [খ] ৩ ৪ [ঘ] ৫
৪৬. উক্ত বিষয়টির যে শ্রেণিবিভাগ শিক্ষক আলোচনা করেছেন তার উপযুক্ত উদাহরণ হলো-
i. শ্বেতপত্র
ii. ব্লগ পোস্ট
iii. ওয়েবিনারো
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
ইকবাল সাহেব একজন স্কুল শিক্ষক। তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা মূল্যায়ন করে নম্বর সমূহ প্রধান শিক্ষকের ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দেন। প্রধান শিক্ষক ই-মেইলটি প্রিন্ট করিয়ে নোটিশ বোর্ডে টানিয়ে দেন।
৪৭. ইকবাল সাহেব কোন ধরনের কনটেন্ট নিয়ে কাজ করেছেন? (প্রয়োগ)
টেক্সট [খ] অডিও
[গ] ভিডিও [ঘ] এনিমেশন
৪৮. উক্ত কনটেন্টটি প্রধান শিক্ষক সংরক্ষণ করে রাখতে পারবেন-
i. ডিজিটাল পদ্ধতিতে
ii. ভিডিও শেয়ারিং সাইটে
iii. কম্পিউটারের ফাইল আকারে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৪৯. শিক্ষিকার পরবর্তী আলোচনায় ব্যবহৃত মাধ্যম কোনটি? (প্রয়োগ)
[ক] এনালগ মাধ্যম ডিজিটাল মাধ্যম
[গ] সংকর মাধ্যম [ঘ] গণমাধ্যম
৫০. উক্ত মাধ্যমের উপাদান-
i. বর্ণ
ii. শব্দ
iii. চিত্র
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৫১. ই-বুক এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] ইলেকট্রিক বুক ইলেকট্রনিক বুক
[গ] ইন্টারনেট বুক [ঘ] ইমার্জেন্সি বুক
৫২. ই-বুক কী? (জ্ঞান)
[ক] মুদ্রিত বইয়ের ইলেকট্রন রূপ
মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ
[গ] মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রিডার
[ঘ] মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক অডিও
৫৩. ই-বুকে অ্যানিমেশন জুড়ে যায় কেন? (অনুধাবন)
[ক] এটি মুদ্রিত আকারে প্রকাশিত হয় বলে
[খ] এটি বই আকারে প্রকাশিত হয় বলে
[গ] এটি ছবি আকারে প্রকাশিত হয় বলে
এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় বলে
৫৪. ই-বুকের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
এতে অ্যানিমেশন যোগ করা যায়
[খ] এটি মুদ্রিত আকারেও পাওয়া যায়
[গ] এটি ই-পাব ফরমেটে প্রকাশ করা যায় না
[ঘ] এটি যেকোনো ইলেকট্রনিক ডিভাইসে পড়া যায়
৫৫. লাবনী ওয়েবসাইট থেকে একটি ই-বুক নামিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। এজন্য তার কোনটি লাগবে? (প্রয়োগ)
ক মাল্টিমিডিয়া প্লেয়ার [খ] লেজার সেন্সর
ই-বুক রিডার [ঘ] বার কোড রিডার
৫৬. কোনটি ই-বুক রিডার? (জ্ঞান)
ক প্যান্ডা কিন্ডল
[গ] ব্রেইন [ঘ] নরটন
৫৭. কিন্ডল কোন কোম্পানির তৈরি? (জ্ঞান)
[ক] ফেসবুক [খ] ইয়াহু
[গ] গুগল অ্যামাজন
৫৮. প্রচলিত রিডারের মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়? (জ্ঞান)
[ক] ফ্লাস [খ] ফায়ার ফক্স
কিন্ডল [ঘ] অ্যাডব রিডার
৫৯. সাধারণত ই-বুককে কয়ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
[ক] ২ [খ] ৩ [গ] ৪ ৫
৬০. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি ই-বুকগুলো কোন ফরমেটে প্রকাশিত হয়? (জ্ঞান)
পিডিএফ [খ] ই-পাব
[গ] এইচটিএমএল [ঘ] এক্সএমএল
৬১. পিডিএফ এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] পোর্টেবল ডকুমেন্ট ফর্মুলা [খ] পোর্টেবল ডিভাইস ফরম্যাট
পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট [ঘ] প্যারালাল ডকুমেন্ট ফরম্যাট
৬২. যে ই-বইগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? (জ্ঞান)
[ক] পিডিএফ এইচটিএমএল
[গ] ই-পাব [ঘ] এইচসিএমসি
৬৩. যে ই-বইগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] পোর্টেবল ডকুমেন্ট [খ] পোর্টেবল ডিভাইস
[গ] পিডিএফ ফাইল বই এর ওয়েবসাইট
৬৪. সাইফুল একটি ই-বুক পড়ছে যা মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছু বাড়তি সুবিধাযুক্ত। এই বইটি কোন ফরম্যাটে প্রকাশিত হয়েছে? (প্রয়োগ)
[ক] পিডিএফ ই-পাব
[গ] এক্সএলএস [ঘ] পিপিটি
৬৫. EPUB এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] Electric Publication
Electronic Publication
[গ] Electronic Policy
[ঘ] Emergency Publication
৬৬. যে ই-বুকে কনটেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়? (জ্ঞান)
[ক] পিডিএফ [খ] এইচটিএমএল
ই-পাব [ঘ] এমসিটিএল
৬৭. স্মার্ট ই-বুককে কী বলা হয়? (জ্ঞান)
[ক] পিডিএফ [খ] ই-পাব
[গ] ডেটাবেজ চৌকস ই-বুক
৬৮. কোন ধরনের ই-বুকের কনটেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ? (জ্ঞান)
[ক] পিডিএফ ফরম্যাটের ই-বুক
[খ] এইটিএমএল ফরম্যাটের ই-বুক
[গ] ই-বুকের অ্যাপস
চৌকস ই-বুক
৬৯. চৌকস ই-বুকের বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] পিডিএফ ফরম্যাটে প্রকাশিত
[খ] এইচটিএমএল ফরম্যাটে প্রকাশিত
[গ] মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি
কুইজ ও ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে
৭০. কুইজ থাকে কোন ধরনের ই-বুকে? (জ্ঞান)
চৌকস ই-বুকে [খ] ই-বুকের অ্যাপসে
[গ] ই-পাব ফরম্যাটের ই-বুকে [ঘ] পিডিএফ ফরম্যাটের ই-বুকে