page-4

page: 2

অধ্যায়ঃ ২

নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)

৩১. হার্ডডিস্কের জায়গা খালি করে কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে- (অনুধাবন)

i. ডিস্ক ক্লিনআপ

ii. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার

iii. ডিস্ক কাসপারেস্কি

 

নিচের কোনটি সঠিক?

☑ i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

৩২. ডিস্ক ক্লিন আপ প্রোগ্রামটি- (অনুধাবন)

i. অপারেটিং সিস্টেমের সাথে যুুক্ত থাকে

ii. হার্ডডিস্কের জায়গা খালি করতে পারে

iii. কম্পিউটারের গতি বজায় রাখতে পারে

 

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও :

 

রায়হান লক্ষ করল, তার কম্পিউটারটি আস্তে আস্তে ধীরগতির হয়ে যাচ্ছে। সে কাজ করতে গিয়ে মহা বিরক্ত। সে তার বাবাকে আরেকটি কম্পিউটার কিনে দিতে বলল। রায়হানের বাবা রায়হানকে কম্পিউটারের গতি বজায় রাখার সঠিক উপায়গুলো শিখিয়ে দিলেন।

 

৩৩. রায়হানের কম্পিউটারে এরূপ সমস্যা সৃষ্টি হওয়ার কারণ কোনটি? (প্রয়োগ)

[ক] এন্টিভাইরাস [খ] স্পাইওয়্যার

[গ] ম্যালওয়্যার ☑ টেম্পোরারি ফাইল

 

৩৪. উক্ত সমস্যা সমাধানে যে ব্যবস্থাগুলো অধিক কার্যকর- (উচ্চতর দক্ষতা)

i. ডিস্ক ক্লিনআপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করা

ii. সফটওয়্যারের সাহায্যে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া

iii. ইন্টারনেটের মাধ্যমে হালনাগাদ এন্টিভাইরাস ব্যবহার করা

 

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

৩৫. আইসিটি যন্ত্র কিসের মাধ্যমে পরিচালিত হয়? (জ্ঞান)

☑ সফটওয়্যার [খ] হার্ডওয়্যার

[গ] মডেম [ঘ] ফ্লপি ডিস্ক

 

৩৬. আইসিটি যন্ত্রে সফটওয়্যার ইনস্টল করার যথার্থ কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)

[ক] যন্ত্রগুলোকে আকর্ষণীয় করে তোলা

☑ যন্ত্রগুলোকে কর্মক্ষম করে তোলা

[গ] যন্ত্রগুলোকে বিক্রয়যোগ্য করে তোলা

[ঘ] যন্ত্রগুলোকে সংরক্ষণযোগ্য করে তোলা

 

৩৭. অপারেটিং সফটওয়্যার ও অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার কাদের দিয়ে ইনস্টল করা হয়? (জ্ঞান)

[ক] বন্ধুদের [খ] বড়দের

☑ বিশেষজ্ঞদের [ঘ] বিক্রেতাদের

 

৩৮. আমরা কীভাবে বিভিন্ন আইসিটি যন্ত্র নিজেদের প্রয়োজনমতো ব্যবহার করতে পারি? (অনুধাবন)

[ক] প্রয়োজনীয় সফটওয়্যার কপি করে

[খ] প্রয়োজনীয় সফটওয়্যার সংরক্ষণ করে

☑ প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে

[ঘ] প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে

 

৩৯. অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কিরূপ? (জ্ঞান)

[ক] সহজ ☑ জটিল

[গ] অত্যন্ত সহজ [ঘ] অপেক্ষাকৃত জটিল

 

৪০. অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার জন্য কোনটির প্রয়োজন হয়? (অনুধাবন)

[ক] অর্থের [খ] শ্রমিকের

[গ] শক্তির ☑ দক্ষতার

 

৪১. আইসিটি যন্ত্র কিসের ভিত্তিতে সফটওয়্যার ইনস্টল করা হয়? (জ্ঞান)

[ক] প্রস্তুতকারীর প্রস্তুতের উদ্দেশ্যের

[খ] প্রস্তুতকারীর সংরক্ষণের উদ্দেশ্যের

[গ] ব্যবহারকারীর সংরক্ষণের উদ্দেশ্যের

☑ ব্যবহারকারীর ব্যবহারের উদ্দেশ্যের

 

৪২. মিরন তার কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করতে চায়। সফটওয়্যারটি ইনস্টল করার পূর্বে তাকে কোন বিষয়ে নিশ্চিত হতে হবে? (প্রয়োগ)

[ক] সফটওয়্যারটি হালনাগাদ আছে কিনা

[খ] সফটওয়্যারটি সে ব্যবহার করতে পারবে কিনা

☑ সফটওয়্যারটি তার কম্পিউটারের হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা

[ঘ] সফটওয়্যারটি তার কম্পিউটারের হার্ডওয়্যারের কোম্পানির কিনা

 

৪৩. কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন ফাইলটি পড়ে নিতে হবে? (জ্ঞান)

☑ read me [খ] run me

[গ] install me [ঘ] call me

 

৪৪. অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)

[ক] ফ্লপি ডিস্ক ☑ অপারেটিং সিস্টেম

[গ] মেমোরি [ঘ] সিডি

 

 

৪৫. কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালে কোন প্রোগ্রামটি চালু হয়ে যায়? (জ্ঞান)

[ক] Read me ☑ Auto run

[গ] Import [ঘ] Export

 

৪৬. রমিজউর তার কম্পিউটারে একটি নতুন সফটওয়্যার ইনস্টল করল। ইনস্টলকৃত সফটওয়্যারটির ব্যবহার শুরু করার জন্য তাকে এখন কী করতে হবে? (প্রয়োগ)

[ক] Read me ফাইলটি পড়তে হবে

[খ] Auto run প্রোগ্রাম চালু করতে হবে

☑ কম্পিউটার restart করতে হবে

[ঘ] সফটওয়্যারটি delete করতে হবে

 

 

৪৭. শিখা তার কম্পিউটারে একটি নতুন সফটওয়্যার ইনস্টল করতে চায়। এজন্য প্রথমে তাকে কী করতে হবে? (প্রয়োগ)

☑ সেটআপ ফাইলে ডাবল ক্লিক [খ] নাম দিয়ে ফাইল সেভ

[গ] restart বাটনে ডাবল ক্লিক [ঘ] Run Command চালু

 

 

৪৮. বেশিরভাগ ব্যবহারকারী অপ্রয়োজনীয় সফটওয়্যারটি কী করে? (জ্ঞান)

☑ তার যন্ত্রে রেখে দেয় [খ] তার যন্ত্র থেকে ফেলে দেয়

[গ] তার পেন ড্রাইভে রেখে দেয় [ঘ] তার মেইল বক্সে রেখে দেয়

 

 

৪৯. অপ্রয়োজনীয় সফটওয়্যার কম্পিউটারে রেখে দিলে কী হয়? (অনুধাবন)

[ক] কাজের গতি বৃদ্ধি পায়

[খ] ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়

☑ হার্ডডিস্কের জায়গা নষ্ট হয়

[ঘ] হার্ডডিস্কের ব্যবহার বৃদ্ধি পায়

 

 

৫০. বুদ্ধিমানের কাজ কোনটি? (অনুধাবন)

[ক] অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে ফেলা

☑ অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলা

[গ] অপ্রয়োজনীয় সফটওয়্যার সেটআপ দেওয়া

[ঘ] অপ্রয়োজনীয় সফটওয়্যার সিলেক্ট করা

 

 

৫১. সফটওয়্যার আনইনস্টল করতে কোনটি সাহায্য করে? (জ্ঞান)

☑ অপারেটিং সিস্টেম [খ] অ্যাপ্লিকেশন সফটওয়্যার

[গ] এন্টিভাইরাস সফটওয়্যার [ঘ] বিশেষায়িত সফটওয়্যার

 

 

৫২. প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন কিরূপ? (জ্ঞান)

☑ একই [খ] আলাদা

[গ] কিছুটা ভিন্ন [ঘ] সম্পূর্ণ ভিন্ন

 

 

৫৩. এন্ড্রয়েড চালিত যন্ত্র থেকে সফটওয়্যার আনইনস্টল করার কাজটি কিরূপ? (জ্ঞান)

[ক] সহজ [খ] কঠিন

☑ খুব সহজ [ঘ] খুব কঠিন

 

 

৫৪. অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র নিচের কোনটি দ্বারা পরিচালিত? (জ্ঞান)

[ক] পায়ে আঙুলের স্পর্শ দ্বারা ☑ হাতের আঙুলের স্পর্শ দ্বারা

[গ] আলপিনের স্পর্শ দ্বারা [ঘ] বিশেষ কলমের স্পর্শ দ্বারা

 

 

৫৫. রিংকুর স্মার্টফোনটি টাচ স্কিনযুক্ত। নির্দিষ্ট কোনো সফটওয়্যার আনইনস্টল করার জন্য তাকে কোথা থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে? (প্রয়োগ)

☑ সেটিং [খ] অফিস সাইট

[গ] ফাইল ম্যানেজার [ঘ] গ্যালারি

 

 

৫৬. সফটওয়্যার আনইনস্টল করতে হলে প্রথম নিচের কোন বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে? (জ্ঞান)

[ক] Shut down ☑ Start

[গ] Restart [ঘ] Log off

 

 

৫৭. ফাইল বড় হলে আনইনস্টল হতে কিরূপ সময় লাগবে? (জ্ঞান)

☑ একটু বেশি সময় লাগবে [খ] একটু কম সময় লাগবে

[গ] একই সময় লাগবে [ঘ] খুব কম সময় লাগবে

 

 

৫৮. কোনো সফটওয়্যার আনইনস্টল করার পর কম্পিউটার কী করতে হয়? (জ্ঞান)

[ক] Shut down [খ] Start

[গ] Log off ☑ Restart

 

 

৫৯. আইসিটি যন্ত্র থেকে কোনো সফটওয়্যার আনইনস্টল করার ক্ষেত্রে কোন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ? (উচ্চতর দক্ষতা)

☑ সফটওয়্যারটি আনইনস্টলের ব্যাপারে নিশ্চিত হওয়া

[খ] নির্দিষ্ট সময়ে সফটওয়্যারটি আনইনস্টল করা

[গ] সফটওয়্যারটি কপি করে অন্যত্র সংরক্ষণ করা

[ঘ] সফটওয়্যারটির হার্ডকপি নিজের সংরক্ষণে থাকা

 

 

৬০. নিচের কোনটি আনইনস্টল করার সময় সতর্ক থাকতে হবে? (জ্ঞান)

[ক] হার্ডওয়্যার ☑ সফটওয়্যার

[গ] মেমোরি [ঘ] পেনড্রাইভ