page: 1
অধ্যায়ঃ ২
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
১. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
কম্পিউটার স্লো হয়ে যায়
[খ] কম্পিউটারের গতি বেড়ে যায়
[গ] এন্টিভাইরাস কাজ করে না
[ঘ] ইন্টারনেটে প্রবেশ করা যায় না
২. সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
[ক] Setup Autorun
[গ] Read me [ঘ] Restart
৩. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?
তথ্য [খ] উপাত্ত
[গ] কম্পিউটার [ঘ] ইন্টারনেট
৪. সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে-
i. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা
ii. এন্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা
iii. এডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আরও লক্ষ করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে।
৫. কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে?
[ক] অপারেটিং সিস্টেম সফটওয়্যার
ভাইরাস সফটওয়্যার
[গ] ইউটিলিটি সফটওয়্যার
[ঘ] এন্টিভাইরাস সফটওয়্যার
৬. এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে-
i. অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে
ii. রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে
iii. মেমোরি কম দেখাতে পারে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
অতিরিক্ত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার বা প্রসেসর ও সফটওয়্যারনির্ভর যন্ত্র কী? (জ্ঞান)
[ক] আধুনিক যন্ত্র [খ] গুরুত্বপূর্ণ যন্ত্র
মূল যন্ত্র [ঘ] গৌনযন্ত্র
২. নতুন একটি কম্পিউটার তা ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবলেট যাই হোক না কেন সেটি কীভাবে কাজ করে? (জ্ঞান)
[ক] স্বল্পগতিতে [খ] ধীরগতিতে
[গ] মন্থরগতিতে দ্রুতগতিতে
৩. নবম শ্রেণিতে ওঠার পর মিতুকে তার বাবা একটি ল্যাপটপ কিনে দিল। কিছুদিন ব্যবহার করার পর মিতুর ল্যাপটপে কোন পরিবর্তনটি দেখা যাবে? (প্রয়োগ)
ক্রমশ গতি কমে যাচ্ছে
[খ] ক্রমশ গতি বৃদ্ধি পাচ্ছে
[গ] ক্রমশ কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে
[ঘ] ক্রমশ অকার্যকর হয়ে পড়ছে
৪. যন্ত্র কখন ধীর হয়ে যায়? (জ্ঞান)
পুরনো হলে [খ] মেরামত করলে
[গ] নষ্ট হলে [ঘ] ফেলে রাখলে
৫. বেশিরভাগ মানুষেরই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে কেমন লাগে? (অনুধাবন)
[ক] ভালো লাগে ভালো লাগে না
[গ] বিরক্তি জন্মে [ঘ] অস্বস্তি লাগে
৬. আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? (অনুধাবন)
[ক] মেরামত রক্ষণাবেক্ষণ
[গ] নতুন সংযোজন [ঘ] এন্টিভাইরাস ব্যবহার
৭. বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? (জ্ঞান)
উইনডোজ [খ] লিনাক্স
[গ] ইউনিক্স [ঘ] ম্যাক ওএস
৮. সায়েম তার কম্পিউটারকে সচল এবং পূর্ণমাত্রায় কর্মক্ষম রাখতে চায়। এজন্য তাকে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] নতুন র্যাম সংযোজন
সঠিকভাবে রক্ষণাবেক্ষণ
[গ] নতুন সফটওয়্যার সংযোজন
[ঘ] কম্পিউটারে বিশেষ জ্ঞানার্জন
৯. কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? (অনুধাবন)
রেজিস্ট্রি ক্লিনআপ [খ] ফক্সপ্রো
[গ] লোটাস [ঘ] ওয়ার্ড পারফেক্ট
১০. টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কী করে? (জ্ঞান)
[ক] দ্রুত ধীর
[গ] স্বাভাবিক [ঘ] রুদ্ধ
১১. প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশকিছু কী ফাইল তৈরি হয়? (জ্ঞান)
[ক] পার্মানেন্ট ফাইল টেম্পোরারি ফাইল
[গ] ওপেন ফাইল [ঘ] সফট ফাইল
১২. টেম্পোরারি ফাইলগুলো আমাদের কী করা উচিত? (অনুধাবন)
[ক] রেখে দেওয়া মুছে দেওয়া
[গ] সংরক্ষণ করা [ঘ] সংশোধন
১৩. টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে রাখে? (জ্ঞান)
হার্ডডিস্কের [খ] ফ্লপি ডিস্কের
[গ] মেমোরির [ঘ] ফ্ল্যাশ ড্রাইভের
১৪. জিকু প্রতি দিন কম্পিউটার বন্ধ করার আগে হার্ডডিস্ক থেকে টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলে। এর ফলে কী হয়? (প্রয়োগ)
[ক] কম্পিউটারের কাজের গতি কমে যায়
কম্পিউউটারের কাজের গতি বেড়ে যায়
[গ] কম্পিউটার ভাইরাসমুক্ত থাকে
[ঘ] কম্পিউটার স্প্যাইওয়্যারমুক্ত থাকে
১৫. ইদানীং কী ছাড়া আইসিটি যন্ত্রপাতির ব্যবহার কল্পনা করা যায় না? (জ্ঞান)
[ক] এন্টিভাইরাস ব্যবহার করা
[খ] টেম্পোরারি ফাইল মুছে ফেলা
ইন্টারনেট ব্যবহার করা
[ঘ] ডিক্স ক্লিনআপ ব্যবহার করা
১৬. ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? (জ্ঞান)
[ক] ড্রপবক্সে [খ] ডেটা সেন্টারে
[গ] পিএইচপিতে ক্যাশ মেমোরিতে
১৭. প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কী করা একান্ত প্রয়োজন? (জ্ঞান)
পরিষ্কার করা [খ] পরিবর্তন করা
[গ] ডিসকানেক্ট করা [ঘ] কানেক্ট করা
১৮. এন্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করা কিরূপ কাজ? (অনুধাবন)
[ক] নিরাপদ [খ] ঝুঁকিমুক্ত
[গ] অনৈতিক মারাত্মক ঝুঁকিপূর্ণ
১৯. এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি মালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়্যার কীভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়? (জ্ঞান)
বিনামূল্যে [খ] অনেক টাকা দিয়ে
[গ] অল্প ডলার দিয়ে [ঘ] অনেক ইউরো দিয়ে
২০. কোনটি ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ? (জ্ঞান)
[ক] দামি এন্টিভাইরাস হালনাগাদ এন্টিভাইরাস
[গ] নতুন এন্টিভাইরাস [ঘ] পাইরেটেড এন্টিভাইরাস
২১. কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে- (অনুধাবন)
i. গান শোনা যায়
ii. ছবি দেখা যায়
iii. ই-মেইল করা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র- (অনুধাবন)
i. আইসি নির্ভর
ii. প্রসেসর নির্ভর
iii. সফটওয়্যার নির্ভর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
ii ও iii [ঘ] i, ii ও iii
২৩. নতুন অবস্থায় দ্রুত গতিতে কাজ করে- (অনুধাবন)
i. ডেস্কটপ কম্পিউটার
ii. ল্যাপটপ
iii. ট্যাবলেট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২৪. আইসিটি যন্ত্র বা কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে- (অনুধাবন)
i. সচল রাখার জন্য
ii. নতুন রাখার জন্য
iii. কার্যক্ষম রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
২৫. নীল মাঝে মাঝে তার কম্পিউটারে রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করে। এতে তার কম্পিউটারটি- (প্রয়োগ)
i. সচল থাকে
ii. গতিশীল থাকে
iii. ভাইরাসমুক্ত থাকে
নিচের কোনটি সঠিক?
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
২৬. কম্পিউটার ব্যবহারে যে টেম্পোরারি ফাইল তৈরি হয় তা মুছে না দিলে- (অনুধাবন)
i. হার্ডডিস্কের অনেকটা জায়গা দখল করে রাখে
ii. কম্পিউটারের গতিকে ধীর করে দেয়
iii. কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল নষ্ট করে দেয়
নিচের কোনটি সঠিক?
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
২৭. ইন্টারনেট ব্যবহারের ফলে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয়- (অনুধাবন)
i. কুকিজ
ii. ম্যালওয়্যার
iii. টেম্পোরারি ফাইল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
২৮. বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা ঝুঁকিপূর্ণ- (অনুধাবন)
i. এন্টিভাইরাস ছাড়া
ii. এন্টি স্পাইওয়্যার ছাড়া
iii. এন্টি ম্যালওয়ার ছাড়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২৯. এনামুল তার কম্পিউটার দিয়ে নির্বিঘেœ কাজ করতে চায়। এজন্য সে তার কম্পিউটারে ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারে- (প্রয়োগ)
i. এন্টিভাইরাস
ii. এন্টি ম্যালওয়্যার
iii. এন্টি স্পাইওয়্যার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৩০. আরিফুল ইসলামকে অনেক দ্রুত গতিতে কম্পিউটারে কাজ করতে হয়। তিনি তার কম্পিউটারের গতি বজায় রাখার জন্য ব্যবহার করতে পারবেন- (প্রয়োগ)
i. ডিস্ক ক্লিনআপ
ii. রেজিস্ট্রি ক্লিনআপ
iii. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii