page: 9
অধ্যায়ঃ ৬
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
২৮৬. রিপোর্ট আড়াআড়ি পাতা বরাবর প্রিন্ট করতে কোন অপশনটি নির্বাচন করতে হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] Portrait Landscape
[গ] Layout [ঘ] Margins
২৮৭. রিপোর্ট মুদ্রণ শুরু করার জন্য কোন আইকনে Click করতে হবে? (প্রয়োগ)
[ক] Preview Print
[গ] Print Preview [ঘ] Publish
২৮৮. গ্রিডলাইন কী? (জ্ঞান)
[ক] অক্ষরের উপর বা নিচের লাইন
রেকর্ডসমূহের উপরে বা নিচের রেখা বা লাইন
[গ] রেকর্ড রাখার ক্যানভাস
[ঘ] rular
২৮৯. ডেটাবেজে রেকর্ডসমূহের উপরে বা নিচের রেখা বা লাইনকে কী বলে? (জ্ঞান)
[ক] রুলার (rular) গ্রিডলাইন (Gridline)
[গ] Baseline [ঘ] Underline
২৯০. Layout View অপশনটি ডেটাবেজ প্রোগ্রামের কোন ট্যাবে পাওয়া যায়? (জ্ঞান)
Report [খ] Create
[গ] Design [ঘ] Fomrs
২৯১. ডেটাবেজে রিপোর্টকে লেআউট ভিউয়ে রূপান্তরিত করতে কোন অপশনে Click করতে হবে? (প্রয়োগ)
[ক] Report Layout view
[গ] Orientation [ঘ] Portrait
২৯২. Access প্রোগ্রামে কী ধরনের গ্রিডলাইন নমুনা রয়েছে? (অনুধাবন)
Horizontal [খ] Portrait
[গ] Landscape [ঘ] Layout
২৯৩. নিচের কোনটির গ্রিডলাইন নমুনা? (জ্ঞান)
[ক] Diamond [খ] Voltage
Cross Hatch [ঘ] Arpanct
২৯৪. গ্রিডলাইন মোটা চিকন করার নমুনা কোথায় পাওয়া যাবে? (অনুধাবন)
[ক] Style ড্রপ ডাউনে [খ] Colour ড্রপ ডাউনে
Width ড্রপ ডাউনে [ঘ] Height ড্রপ ডাউনে
২৯৫. গ্রিডলাইনের ধরন পরিবর্তন করার জন্য টুলবক্সের কোন ড্রপডাউনে Click করতে হবে? (প্রয়োগ)
[ক] Width [খ] Palette
Style [ঘ] Gridlines
২৯৬. গ্রিডলাইনের রং পরিবর্তন করার জন্য টুলবক্সের কোন ড্রপডাউনে Click করতে হবে? (প্রয়োগ)
[ক] Palette Color
[গ] Style [ঘ] Width
২৯৭. রিপোর্ট থেকে গ্রিডলাইন তুলে ফেলার জন্য কোন অপশনটি নির্বাচন করতে হবে? (প্রয়োগ)
[ক] All [খ] Cross Hatch
[গ] Delete None
২৯৮. গ্রিডলাইনের সিলেকশন বাতিল করতে হলে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] Orientation পরিবর্তন করতে হবে
[খ] গ্রিডলাইনের ধরন পরিবর্তন করতে হবে
গ্রিডলাইনের উপরে মার্জিন লেখার বাইরে Click করতে হবে
[ঘ] গ্রিডলাইন ফৎধম করে বাতিল করতে হবে
২৯৯. ফিল্ডের কোথায় এমনিতেই গ্রিডলাইন থাকে? (জ্ঞান)
নিচে [খ] উপরে
[গ] বামে [ঘ] ডানে
৩০০. Gridelines ছকের নিচে কোন তীরে ক্লিক করলে গ্রিডলাইন নমুনা প্রদর্শিত হবে? (জ্ঞান)
[ক] উচ্চমুখী নিম্নমুখী
[গ] ভেতরের দিকে [ঘ] বাইরের দিকের
৩০১. কোন ড্রপ ডাউন তীরে ক্লিক করলে লেখা মোটা চিকন করার নমুনা প্রদর্শিত হবে? (জ্ঞান)
[ক] Horizontal [খ] Vertical
[গ] Color Width
৩০২. গ্রিডলাইনের ধরন পরিবর্তন করার জন্য টুল বক্সে কোন ড্রপ ডাউন তীরে ক্লিক করতে হবে? (জ্ঞান)
[ক] Width [খ] Color
Style [ঘ] None
৩০৩. গ্রিডলাইনের রং পরিবর্তনের জন্য কোনটিতে ক্লিক করতে হয়? (জ্ঞান)
Color ড্রপ-ডাউন [খ] Style ড্রপ-ডাউন
[গ] Width ড্রপ-ডাউন [ঘ] Show table
৩০৪. গ্রিড লাইন তুলে ফেলার জন্য কোনটিতে ক্লিক করতে হয়? (জ্ঞান)
Color ড্রপ-ডাউন [খ] Width ড্রপ-ডাউন
[গ] Style ড্রপ-ডাউন [ঘ] None
৩০৫. কুয়েরিকে কিসে রূপান্তরিত করা হলে আরও আকর্ষণীয় হয়? (জ্ঞান)
[ক] ম্যাক্রো [খ] কুয়েরি
[গ] মডিউল রিপোর্ট
৩০৬. গ্রিডলাইন তুলে ফেলার জন্য কোনটিতে ক্লিক করতে হয়? (প্রয়োগ)
Show table [খ] Style
[গ] Color [ঘ] Width
৩০৭. Criteria সারির টাইপ করা নামগুলো পাশে স্বয়ংক্রিয়ভাবে কী যুক্ত হয়? (অনুধাবন)
[ক] Comma [খ] Colon
Speech [ঘ] Semicolon
৩০৮. তথ্য সরবরাহ ও বিতরণ করা হয় কোনটির মাধ্যমে? (জ্ঞান)
[ক] ম্যাক্রো রিপোর্ট
[গ] মডিউল [ঘ] কুয়েরি
৩০৯. প্রদর্শিত তথ্য কুয়েরি আকারে সংরক্ষণ করতে হয়-
i. শর্তযুক্ত তথ্য আহরণ করার জন্য
ii. শর্তযুক্ত তথ্য সংরক্ষণ করার জন্য
iii. শর্তযুক্ত তথ্য মুদ্রণ নেয়ার জন্য
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
ii ও iii [ঘ] i, ii ও iii
৩১০. কুয়েরি ফাইলটি সক্রিয় থাকা অবস্থায় মুদ্রণ নিয়ে-
i. মুদ্রিত কুয়েরি সংরক্ষণ করে রাখা যায়
ii. মুদ্রিত কুয়েরি সরবরাহ করা যায়
iii. মুদ্রিত কুয়েরি বিতরণ করা যায়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৩১১. মাহফুজুর রহমান কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণ করার জন্য ডেটাবেজ উইন্ডো থেকে Table১ সিলেক্ট করেছে। এখন Create মেনুর রিবনে Query Design আইকনে ক্লিক করলে-
i. তথ্য আহরণের ছক আসবে
ii. Show Table ডায়ালগ বক্স আসবে
iii. Report তৈরির উইন্ডো আসবে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩১২. কুয়েরিতে নির্দিষ্ট বয়স সীমার মধ্যকার ব্যক্তিদের রেকর্ড আহরণের জন্য-
i. ফিল্ডের নিচে শর্তযুক্ত করতে হয়
ii. < ৩০ টাইপ করলে ৩০ বছরের বেশি ব্যক্তিদের রেকর্ড আসবে
iii. < ৬০ টাইপ করলে ৬০ বছরের কম বয়সী ব্যক্তিদের রেকর্ড আসেব
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩১৩. কুয়েরি ফাইল সংরক্ষণের ক্ষেত্রে-
i. সক্রিয় অবস্থায় মুদ্রণ করতে হয়
ii. ফাইলের উপর ডাবল ক্লিক করলে ফাইলটি সক্রিয় হয়
iii. রিপোর্ট আকারে সংরক্ষিত হয়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
☑ i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩১৪. রিপোর্ট-
i. তথ্য সরবরাহ ও বিতরণে সাহায্য করে
ii. কুয়েরি ফাইলের ভিত্তিতে তৈরি হয়
iii. ডেটাবেজ ফাইলের ভিত্তিতে তৈরি হয়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii
৩১৫. কুয়েরি ফিল্ডের পাশাপাশি মাপ বাড়াতে বা কমাতে-
i. ফিল্ডের নামের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে
ii. ফিল্ডের নাম পরিবর্তন করতে হবে
iii. ফিল্ডের বাম ও ডান বাহুতে ক্লিক ও ড্রাগ করতে হবে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii ☑ i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩১৬. রিপোর্টের কাগজ, পৃষ্ঠার মার্জিন ইত্যাদি মাপজোখ করতে-
i. Potrait আইকন ক্লিক করতে হয়
ii. Landscape আইকন ক্লিক করতে হয়
iii. Margins আইকন ক্লিক করতে হয়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii
৩১৭. রিপোর্ট প্রিন্ট করার জন্য-
i. Print Preview তে রিপোর্টটির মুদ্রিত অবস্থা দেখতে হবে
ii. কম্পিউটারের সাথে প্রিন্টার থাকতে হবে
iii. রিপোর্টটি সংরক্ষণ করতে হবে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
☑ i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩১৮. বিভিন্ন প্রকার গ্রিডলাইনের মধ্যে রয়েছে-
i. Bottom
ii. Horizontal
iii. Cross Hatch
নিচের কোনটি সঠিক? (অনধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii ☑ i, ii ও iii
৩১৯. গ্রিডলাইন সিলেকশন থাকা অবস্থায় যেসব কাজ করা যায়-
i. গ্রিডলাইন মোটা চিকন করা
ii. গ্রিডলাইনে রং আরোপ করা
iii. গ্রিডলাইনে ছবি যুক্ত করা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
☑ i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২০ ও ৩২১ নং প্রশ্নের উত্তর দাও :
আরিফুল ইসলাম রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ভোটার তালিকার হালনাগাদকরণের জন্য তাকে তারাগঞ্জ উপজেলার একটি ডেটাবেজ দেওয়া হলো। এই উপজেলার মোট ৭টি গ্রামের দায়িত্ব তার ওপর ন্যস্ত।
৩২০. আরিফুল ইসলাম তার দায়িত্বে থাকা গ্রামগুলোর তথ্য সংরক্ষণ ও মুদ্রনের জন্য কোনটির সাহায্য নিবে? (প্রয়োগ)
[ক] রিপোর্ট ☑ কুয়েরি
[গ] মডিউল [ঘ] ফর্ম
৩২১. উক্ত পদ্ধতিতে কাজটি করার জন্য-
i. Criteria ঘরে উল্লিখিত গ্রামগুলোর নাম টাইপ করতে হবে
ii. Run আইকন ক্লিক করতে হবে
iii. ডায়ালগ বক্সে কুয়েরি-১ টাইপ করতে হবে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
☑ i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩২২. ডেটাবেজে হেডিং বা শিরোনাম-
i. প্রতি কলামে একটি করে থাকে
ii. দেখে কলামের তথ্যের ধরণ বোঝা যায়
iii. ফিল্ড নামে পরিচিত
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii
৩২৩. রোকন তার অফিসের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করার জন্য একটি ডেটাবেজ তৈরি করল। তার ডেটাবেজ থাকতে পারে-
i. ডেটাবেজ ফাইল
ii. রিপোর্ট ফাইল
iii. ম্যাক্সো ফাইল
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii
৩২৪. মাইক্রোসফট এক্সেস-
i. ডেটাবেজের কাজে ব্যবহৃত হয়
ii. মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি
iii. একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
☑ i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩২৫. তথ্যের পরিমাণ বেশি হলে ডেটাবেজ ফাইলে একবারে কাজ করা অসম্ভব-
i. তথ্য সন্নিবেশিত করা
ii. ভুল সংশোধন করা
iii. অন্যান্য সম্পাদনার কাজ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii
৩২৬. শর্তযুক্ত তথ্য কুয়েরি পদ্ধতিতে-
i. আহরণ করা যায়
ii. প্রদর্শন করা যায়
iii. মুদ্রণ করা যায়
নিচের কোনটি সঠিক? (অনুধাŸন)
☑ i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩২৭. রিপোর্ট তৈরি করা যায়-
i. কুয়েরি ফাইলের ভিত্তিতে
ii. ডেটাবেজের ভিত্তিতে
iii. ফিল্ডের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
☑ i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২৮ ও ৩২৯ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব নোমান ফিরোজপুর উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। তিনি তার বিদ্যালয়ের দশম শ্রেণির সকল ছাত্রছাত্রীদের তথ্য নিয়ে একটি ডেটাবেজ টেবিল তৈরি করার সিদ্ধান্ত নিলেন।
৩২৮. কাজটি করার জন্য জনাব নোমানকে Design View থেকে সিলেক্টেড টেবিলের কী নির্ধারণ করতে হবে? (প্রয়োগ)
[ক] সারি [খ] কলাম
[গ] শিরোনাম ☑ ফিল্ড
৩২৯. উক্ত টেবিলে শিক্ষার্থীদের ডেটা এন্ট্রি করার জন্য তাকে-
i. প্রয়োজনীয় ডেটা টাইপ সিলেক্ট করতে হবে
ii. ফিল্ডের আকার নির্ধারণ করতে হবে
iii. টেবিলটি সেভ করতে হবে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii