page-22

page: 8

অধ্যায়ঃ ৬

নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)

২৫১. তথ্য খোঁজার সাথে সম্পর্কিত কোনটি? (জ্ঞান)

[ক] Record [খ] Macro

[গ] Report ☑ Query

 

২৫২. তথ্য উপস্থাপনের সাথে সম্পর্কিত নিচের কোনটি? (জ্ঞান)

[ক] Form [খ] Table

[গ] Query ☑ Report

 

২৫৩. কুয়েরি পদ্ধতিতে সংরক্ষিত তথ্য মুদ্রণের জন্য কীভাবে সংরক্ষণ করতে হয়? (প্রয়োগ)

[ক] ফর্ম আকারে ☑ কুয়েরি আকারে

[গ] টেবিল আকারে [ঘ] গ্রিডলাইন যুক্ত করে

 

২৫৪. কুয়েরি পদ্ধতিতে আহরিত তথ্য মুদ্রিত আকারে সরবরাহের জন্য কীসে রূপান্তরিত করে নিতে হয়? (প্রয়োগ)

[ক] কুয়েরিতে [খ] রেকর্ড আকারে

☑ রিপোর্ট আকারে [ঘ] মডিউল আকারে

 

২৫৫. তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়- (জ্ঞান)

[ক] কুয়েরিতে [খ] টেবিলে

[গ] Design View তে ☑ রিপোর্টে

 

২৫৬. Query Design আইকনটি কোন মেনুর অধীনে রয়েছে? (জ্ঞান)

[ক] Design [খ] Query

[গ] Home ☑ Create

 

২৫৭. কুয়েরি পদ্ধতিতে তথ্য অনুসন্ধান করতে কোন মেনুতে যেতে হবে? (প্রয়োগ)

[ক] Design মেনুতে ☑ Create মেনুতে

[গ] Filter মেনুতে [ঘ] Home মেনুতে

 

২৫৮. ডেটাবেজে Query উইন্ডো কয়টি অংশে বিভক্ত? (জ্ঞান)

[ক] ১টি ☑ ২টি

[গ] ৩টি [ঘ] ৪টি

 

২৫৯. Query উইন্ডোর কোন অংশে ডেটা টেবিলের ফিল্ডগুলো পূর্ণ তালিকা প্রদর্শিত হয়? (জ্ঞান)

☑ Field List এ [খ] Field

[গ] Table [ঘ] Criteria

 

২৬০. কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণের ছক প্রদর্শনে কোন আইকনে ক্লিক করতে হয়? (প্রয়োগ)

[ক] Add [খ] Query

☑ Query Design [ঘ] Field List

 

২৬১. কোন টেবিল ফিল্ডকে কুয়েরি আহরণ ছকের ফিল্ড ঘরে আনতে যা করতে হবে- (প্রয়োগ)

[ক] কুয়েরিকে রিপোর্ট আকারে প্রকাশ করতে হবে

☑ ফিল্ডের নাম এর উপর ডাবল ক্লিক করতে হবে

[গ] ফিল্ড নাম পরিবর্তন করতে হবে

[ঘ] Add বোতামে চাপ দিতে হবে

 

২৬২. যে Data টেবিলের উপর কুয়েরি সম্পন্ন হবে তার নাম কোথায় থাকে বা কোন অংশে থাকে? (জ্ঞান)

[ক] Field [খ] Show

☑ Table [ঘ] Criteria

 

২৬৩. প্রদত্ত শর্ত অনুযায়ী কুয়েরি রেকর্ড প্রদর্শনে রিবনের কোন আইকনে Click করতে হবে? (প্রয়োগ)

[ক] Query Design [খ] Start

☑ Run [ঘ] Ok

 

২৬৪. রিবনের Run আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত? (জ্ঞান)

[ক] Create [খ] Datasheet view

[গ] Home ☑ Design

 

২৬৫. কীভাবে কুয়েরি ফাইলকে সক্রিয় করা যায়? (উচ্চতর দক্ষতা)

[ক] Create মেনুতে Click করে

[খ] কুয়েরিতে Criteria যোগ করে

☑ ফাইলের নামের উপর ক্লিক করে

[ঘ] কুয়েরি ফাইলকে রিপোর্টে রূপান্তর করে

 

২৬৬. কোন কুয়েরি ফাইলের মুদ্রণ কপি তৈরি করা যায়? (জ্ঞান)

[ক] নিষ্ক্রিয় ☑ সক্রিয়

[গ] রিলেশনযুক্ত [ঘ] সংরক্ষিত

 

২৬৭. লিখন একটি ডেটাবেজে কাজ করছে। ৩০ বছরের বেশি বয়সের ব্যক্তিদের রেকর্ড প্রদর্শিত করতে তাকে কোন শর্তটি ব্যবহার করতে হবে? (প্রয়োগ)

☑ < ৩০ [খ] ৩০>

[গ] > = ৩০ [ঘ] >=৩০

 

২৬৮. মালিকা একটি ডেটাবেজে ৬০ বছরসহ ৬০ বছরের কম বয়সী ব্যক্তিদের রেকর্ড প্রদর্শন করতে চায়। এজন্য তাকে কোন শর্তটি যুক্ত করতে হবে। (জ্ঞান)

[ক] >= ৬০ [খ] =>৬০

☑ <= ৬০ [ঘ] >৬০

 

 

২৬৯. শর্ত আরোপ করার পর কোনটিতে ক্লিক করলে শর্তানুযায়ী রেকর্ড প্রদর্শিত হবে? (জ্ঞান)

[ক] Ok ☑ Run

[গ] Apply [ঘ] Undo

 

২৭০. কুয়েরি পদ্ধতিতে শর্তারোপ করলে টেবিলের উপর কী লেখা থাকে? (জ্ঞান)

[ক] Query Disign ☑ Query ১

[গ] Show table [ঘ] Display

 

২৭১. কোনটির মাধ্যমে তথ্য সরবরাহ ও বিতরণ করা হয়? (জ্ঞান)

[ক] কুয়েরি ☑ রিপোর্ট

[গ] মডিউল [ঘ] ম্যাক্রো

 

২৭২. কোনটির ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হয়? (জ্ঞান)

[ক] মডিউল ☑ কুয়েরি

[গ] ম্যাক্রো [ঘ] ফর্ম

 

২৭৩. Create মেনুর কোন আইকনটি ক্লিক করলে রিপোর্ট তৈরির উইন্ডো আসবে? (অনুধাবন)

☑ Report [খ] Data [গ] View [ঘ] Start

 

২৭৪. কোন কমান্ড সিলেক্ট করলে রিপোর্টের মুদ্রিত অবস্থা প্রদর্শিত হবে? (জ্ঞান)

[ক] Run [খ] Preview

☑ Print preview [ঘ] Margin

 

২৭৫. রিপোর্ট পৃষ্ঠার মার্জিন ঠিক করার জন্য কোন আইকনে ক্লিক করতে হয়? (জ্ঞান)

[ক] Size [খ] Protrait

☑ Margins [ঘ] Landscape

 

২৭৬. নির্দিষ্ট নামে Save করা রিপোর্ট কোনটির তালিকাভুক্ত হবে? (জ্ঞান)

[ক] হোম [খ] ফাইল মেনু

☑ ডেটাবেজ উইন্ডো [ঘ] টেবিল

 

২৭৭. রেকর্ডগুলোর উপরে নিচের লেখা বা লাইনকে কী বলে? (জ্ঞান)

[ক] Hardline [খ] Fontline

☑ Gridlines [ঘ] Underline

 

২৭৮. সাধারণত তথ্য বিতরণে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)

[ক] কুয়েরি [খ] মডিউল

☑ রিপোর্ট [ঘ] রেকর্ড

 

২৭৯. রিপোর্ট হলো- (অনুধাবন)

[ক] তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া

[খ] তথ্য বিন্যাসের পদ্ধতি

☑ কোনো ডেটাবেজের উপাত্তসমূহের আউটপুট

[ঘ] রেকর্ডের সবগুলো ফিল্ডকে প্রদর্শন করার পদ্ধতি

 

২৮০. ডেটাবেজের জন্য রিপোর্ট তৈরি করতে কোন মেনুতে যেতে হবে? (প্রয়োগ)

[ক] View ☑ Create

[গ] Design [ঘ] Home

 

২৮১. রিপোর্ট তৈরির উইন্ডোতে কোন ফিল্ডগুলো সন্নিবেশিত থাকবে (প্রয়োগ)

[ক] ডেটা টাইপ

[খ] ম্যাক্রো ফাইলের ফিল্ডসমূহ

☑ কুয়েরি ফাইলের ফিল্ডগুলো

[ঘ] Criteria

 

২৮২. রিপোর্টের মুদ্রিত অবস্থান প্রদর্শনে কোন কমান্ড ব্যবহৃত হয়? (অনুধাবন)

[ক] Print ☑ Print Preview

[গ] View [ঘ] Design View

 

২৮৩. রিপোর্টকে লেআউট ভিউয়ে ফিরিয়ে আনতে কোন আইকনে Click করতে হবে? (প্রয়োগ)

[ক] Print Preiview [খ] Datasheet View

☑ Close Print Preview [ঘ] Preview

 

২৮৪. রিপোর্ট সম্পাদনা শেষে কোন আইকন ব্যবহারে তা সংরক্ষণ করতে হবে? (প্রয়োগ)

[ক] Close [খ] Ok

☑ Save [ঘ] Complete

 

২৮৫. রিপোর্ট লম্বালম্বিভাবে প্রিন্ট করতে হলে কোন আইকনে Click করতে হবে? (প্রয়োগ)

☑ Portrait [খ] Preview

[গ] Landscape [ঘ] Layout