page: 2
অধ্যায়ঃ ১
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
৩১. সাধারণ মানুষকে বর্তমান পৃথিবীর সম্পদ হিসেবে মেনে নেয়ার কারণ-
i. মানুষই জ্ঞান সৃষ্টি করতে পারে
ii. মানুষই জ্ঞান ধারণ করতে পারে
iii. মানুষই জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৩২. যে বিষয়গুলো ত্বরান্বিত হওয়ার পেছনের কারণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান রয়েছে-
i. Globalization
ii. Internationalization
iii. Critical Thinking
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩৩. তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন ও মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে হলে-
i. আইসিটির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে
ii. আইসিটির ব্যবহার শিখতে হবে
iii. আইসিটি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে হবে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৩৪. নতুন তথ্য সৃষ্টির ক্ষেত্রে-
i. তথ্য সংগ্রহ করতে হয়
ii. তথ্য বিশ্লেষণ করতে হয়
iii. তথ্য মূল্যায়ন করতে হয়
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৩৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শেখা প্রয়োজন-
i. তথ্য সংগ্রহের জন্য
ii. তথ্য সংযোজনের জন্য
iii. তথ্য মূল্যায়নের জন্য
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৩৬. জাবেদ খুব দ্রুত তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নিজেকে পারদর্শী করে তুলছে। এই দক্ষতা তাকে সাহায্য করবে-
i. একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায়
ii. একুশ শতকের দক্ষ নাগরিক হতে
iii. জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের অধিবাসী জুয়েল গত চার বছর ধরে কম্পিউটার শিক্ষায় উচ্চতর ডিগ্রি লাভের জন্য জার্মানিতে পড়াশোনা করছে। তার ছোট ভাই জিয়ান গত বছর ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করতে সিঙ্গাপুর গেছে। তারা দুজনেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সার জবে নিয়োজিত আছে।
৩৭. জুয়েল ও জিয়ানের বর্তমান অবস্থান কিসের উদাহরণ? (প্রয়োগ)
[ক] বিশ্বায়ন [খ] প্রত্যাবর্তন
আন্তর্জাতিকতা [ঘ] গেøাবালভিলেজ
৩৮. জুয়েল ও জিয়ানের ক্ষেত্রে যে তথ্যগুলো প্রযোজ্য-
i. তারা আইসিটির প্রাথমিক বিষয়গুলো জানে
ii. তারা একুশ শতকের দক্ষ নাগরিক
iii. তারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৩৯. আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় কার হাতে? (জ্ঞান)
[ক] স্টিভ [খ] মার্ক জাকারবার্গ
চার্লস ব্যাবেজ [ঘ] অ্যাডা লাভলেস
৪০. চার্লস ব্যাবেজ এর জীবনকাল কোনটি? (জ্ঞান)
১৭৯১-১৮৭১ [খ] ১৮১৫-১৮৫২
[গ] ১৮৩১-১৮৭৯ [ঘ] ১৮৭৯-১৯৫৫
৪১. চার্লস ব্যাবেজ জাতিতে কী ছিলেন? (জ্ঞান)
[ক] ফারসি ইংরেজ
[গ] সুইডিশ [ঘ] রাশিয়ান
৪২. আধুনিক কম্পিউটারের জনক কে? (জ্ঞান)
চার্লস ব্যাবেজ [খ] লর্ড বায়রন
[গ] অ্যাডা লাভলেস [ঘ] জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
৪৩. ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক কে? (জ্ঞান)
[ক] লর্ড বায়রন [খ] অ্যাডা লাভলেস
☑ চার্লস ব্যাবেজ [ঘ] ম্যাক্সওয়েল
৪৪. ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন কী করতে পারে? (জ্ঞান)
[ক] তাপ উৎপাদন [খ] তথ্যসংগ্রহ
[গ] তথ্য বিশ্লেষণ ☑ গণনার কাজ
৪৫. অ্যাডা লাভলেসের বাবার নাম কী? (জ্ঞান)
[ক] লর্ড ব্যাবেজ [খ] গুগলিয়েলমো
☑ লর্ড বায়রন [ঘ] টমলিনসন
৪৬. অ্যাডা লাভলেসের জীবনকাল কোনটি? (জ্ঞান)
[ক] ১৭৯১-১৮৭১ [খ] ১৮০৯-১৮৫০
☑ ১৮১৫-১৮৫২ [ঘ] ১৮৩১-১৮৬৯
৪৭. চার্লস ব্যাবেজ ছিলেন একজন- (জ্ঞান)
☑ প্রকৌশলী এবং গণিতবিদ [খ] চিত্রকর
[গ] গবেষক [ঘ] শিক্ষক
৪৮. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে? (জ্ঞান)
[ক] অ্যাডা লাভলেস [খ] জন কেরি
[গ] মার্ক জাকারবার্গ ☑ চার্লস ব্যাবেজ
৪৯. Analytical Engine গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন? (জ্ঞান)
[ক] মার্ক জাকারবার্গ ☑ চার্লস ব্যাবেজ
[গ] বিল গেটস [ঘ] স্টিভ জজনিয়াক
৫০. চার্লস ব্যাবেজের তৈরিকৃত গণনাযন্ত্রটির নাম কী? (জ্ঞান)
[ক] Microelectronics
[খ] Calculator and Calculation
☑ Difference Engine and Analytical Engine
[ঘ] Radio
৫১. ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন-এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে? (প্রয়োগ)
[ক] গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে
☑ যান্ত্রিকভাবে গণনা করতে পারে
[গ] কম্পিউটারের মতো কাজ করে
[ঘ] চৌম্বকীয় বলের মত
৫২. চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? (জ্ঞান)
☑ লন্ডনের বিজ্ঞান যাদুঘরে [খ] ইটালিতে
[গ] জার্মানিতে [ঘ] রাশিয়াতে
৫৩. কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] ১৭৯১ [খ] ১৮৭১
[গ] ১৮৮০ ☑ ১৯৯১
৫৪. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? (জ্ঞান)
[ক] স্টিভ জবস [খ] চার্লস ব্যাবেজ
☑ অ্যাডা লাভলেস [ঘ] লর্ড বায়রন
৫৫. ১৮৪২ সালে ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার তৈরিকৃত ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? (জ্ঞান)
[ক] এম আইটিএসএ ☑ তুরিন বিশ্ববিদ্যালয়ে
[গ] কেমব্রিজ বিশ্ববিদ্যালয় [ঘ] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
৫৬. অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? (জ্ঞান)
[ক] ৫০ [খ] ৬০
☑ ১০০ [ঘ] ১১০
৫৭. কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? (জ্ঞান)
[ক] ১৮৭৪ [খ] ১৮৭৯
[গ] ১৯৩৭ ☑ ১৯৫৩
৫৮. কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন? (জ্ঞান)
[ক] চার্লস ব্যাবেজ [খ] বিল গেইটস
☑ অ্যাডা লাভলেস [ঘ] লর্ড বায়রন
৫৯. অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন? (অনুধাবন)
[ক] কম্পিউটার [খ] ইংরেজি
☑ বিজ্ঞান ও গণিত [ঘ] সাহিত্য
৬০. কোন ব্যক্তি ব্যাবেজের এনলিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য ‘প্রোগ্রামিং’ এর ধারণা সামনে নিয়ে আসেন? (জ্ঞান)
[ক] মার্ক জুকারবার্গ [খ] স্টিভ জবস
[গ] টিম বানার্স লি ☑ অ্যাডা লাভলেস