page-19

page: 5

অধ্যায়ঃ ৬

নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)

১৩৬. এক্সেস ডেটাবেজের ফিল্ডে Data Type হিসেবে তারিখ/সময় সিলেক্ট করলে কী হবে? (অনুধাবন)

[ক] টেক্সট মুছে ফেলা যাবে

[খ] টেক্সট এডিট করা যাবে

[গ] গাণিতিক হিসাবের কাজ করা যাবে

☑ কোনো ব্যক্তির বয়স বের করা যাবে

 

১৩৭. এক্সেস ডেটাবেজের ফিল্ডে Data Type হিসেবে টেক্সট সিলেক্ট করলে কী হবে? (অনুধাবন)

[ক] টেক্সট মুছে ফেলা যাবে

[খ] টেক্সট এডিট করা যাবে না

[গ] গাণিতিক হিসাবের কাজ করা যাবে

☑ যোগ/বিয়োগ করা যাবে না

 

১৩৮. ফিল্ডের আকার নির্ধারণের কাজে কোন বোতাম সিলেক্ট করতে হবে? (জ্ঞান)

☑ Field Size [খ] Field Type

[গ] Data Size [ঘ] Data Field

 

১৩৯. View ড্রপ ডাউন মেনুর কোন কমান্ড সিলেক্ট করলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে? (জ্ঞান)

[ক] New field ☑ Design View

[গ] Creat view [ঘ] Start View

 

১৪০. ফিল্ড সাইজ প্রয়োজনের তুলনায় কেমন হওয়া ভালো? (অনুধাবন)

[ক] বেশ বড় [খ] খুব ছোট

☑ একটু বড় [ঘ] একটু ছোট

 

১৪১. ডেটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না কোন ক্ষেত্রে? (অনুধাবন)

[ক] ফিল্ড সাইজ ছোট হলে

[খ] ফিল্ড সাইজ বড় হলে

[গ] ফিল্ড সাইজ একটু বড় ছোট হলে

☑ ফিল্ড সাইজ একটু বড় হলে

 

১৪২. এক্সেস ডেটাবেজে ডেটা ইনপুট করার জন্য কোন উইন্ডো ব্যবহার করা হয়? (প্রয়োগ)

[ক] Field Size [খ] Design View

☑ Data Sheet View [ঘ] Data Field View

 

১৪৩. ফিল্ড উইন্ডোতে কী টাইপ করা হয়? (জ্ঞান)

[ক] Text [খ] Currency

☑ SL. No. [ঘ] Data Type

 

১৪৪. কোন ডেটার সাহায্যে গাণিতিক কাজ করা যাবে না? (জ্ঞান)

☑ বর্ণভিত্তিক ফিল্ড [খ] চি‎হ্ন ভিত্তিক ফিল্ড

[গ] সংকেত ভিত্তিক ফিল্ড [ঘ] সংখ্যাভিত্তিক ফিল্ড

 

১৪৫. ডেটা টাইপ সিলেক্ট করার সাথে কোন অংশে আরও কিছু বিষয় নির্ধারণ করে দিতে হয়? (জ্ঞান)

[ক] ফিল্ড [খ] রেকর্ড

[গ] সারি ☑ ফিল্ড প্রোপার্টিজ

 

১৪৬. কোন উইন্ডোতে ডেটা এন্ট্রি করতে হয়? (জ্ঞান)

[ক] Field [খ] Record

[গ] Data Table ☑ Table View

 

১৪৭. ফিল্ডের নাম টাইপ করা শেষ হলে সেভ করার জন্য কোন আইকন ক্লিক করতে হয়? (জ্ঞান)

☑ ভিউ [খ] হোম [গ] টুলস [ঘ] মেনু

 

১৪৮. কোথায় টেবিলের প্রথম ফিল্ডটি সিলেক্টেড থাকবে? (জ্ঞান)

☑ ডেটাশিট ভিউয়ে [খ] Table-1 ভিউয়ে

[গ] Text ভিউয়ে [ঘ] এক্সেস ভিউয়ে

 

১৪৯. ডেটাবেজে কীবোর্ডের কোন বোতামটিতে চাপ দিলে কার্সর পরবর্তী ফিল্ডে চলে যায়? (জ্ঞান)

[ক] Shift [খ] Enter

☑ Tab [ঘ] Space

 

১৫০. ডেটাবেজে কেনো কিছু সেভ করার জন্য কীবোর্ড কমান্ড কী? (জ্ঞান)

[ক] Ctrl+Shift [খ] Ctrl+Enter

[গ] Ctrl+Tab ☑ Ctrl+S

১৫১. ডেটাবেজে কাজ করার সময় কিছুক্ষণ পর পর ডেটাশিটটি কী করতে হবে? (জ্ঞান)

[ক] পর্যবেক্ষণ [খ] অনুকরণ

[গ] সংযোজন ☑ সংরক্ষণ

 

১৫২. ডেটাবেজে ফন্টের আকৃতি পরিবর্তন করলে কী হবে? (অনুধাবন)

☑ সম্পূর্ণ অক্ষরের আকার আকৃতি পরিবর্তন হবে

[খ] একটি অক্ষরের আকৃতি পরিবর্তন হবে

[গ] দুইটি অক্ষরের আকৃতি পরিবর্তন হবে

[ঘ] একটি ঘরের অক্ষরের আকৃতি পরিবর্তন হবে

 

১৫৩. এক্সেস ডেটাবেজের বানান সংশোধনের জন্য কী করতে হবে? (অনুধাবন)

[ক] টেক্সটের ফরমেট নির্ধারণ করতে হবে

[খ] সংশোধন করার ঘরে ট্যাব বোতাম চাপতে হবে

[গ] সংশোধন করার ঘরে Ctrl+S প্রেস করতে হবে

☑ সংশোধন করার ঘরে ক্লিক করে সিলেক্ট করতে হবে

 

১৫৪. এক্সেস ডেটাবেজে বন্ধ করা ফাইলটি ওপেন করার প্রথম ধাপ কোনটি? (অনুধাবন)

[ক] ফাইলটি সিলেক্ট করা

[খ] ফাইলটির ফরমেট নির্ধারণ করতে হবে

☑ ফাইলটি যে ফোল্ডারে বিদ্যমান সেখানে যাওয়া

[ঘ] ফোল্ডারটি যে ফাইলে বিদ্যমান সেখানে যাওয়া

 

১৫৫. এক্সেস ডেটাবেজে কোনো ফাইল ওপেন করার জন্য কী করতে হবে? (অনুধাবন)

[ক] ফাইলটির ফরমেট নির্ধারণ করতে হবে

[খ] টেক্সটের ফরমেট নির্ধারণ করতে হবে

[গ] ফাইলের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে

☑ মেনু বার-এ ওপেন বোতাম ক্লিক করতে হবে

 

১৫৬. ডেটাবেজ টেবিলে নতুন ফিল্ড যোগ করার জন্য কী করতে হবে? (অনুধাবন)

[ক] File আইকনে ক্লিক করতে হবে

☑ View আইকনে ক্লিক করতে হবে

[গ] Tab বোতামে প্রেস করতে হবে

[ঘ] Open বোতামে ক্লিক করতে হবে

১৫৭. ডেটাবেজ টেবিলে নতুন ফিল্ড যোগ করার জন্য View আইকনে ক্লিক করার পরবর্তী ধাপ কোনটি? (অনুধাবন)

[ক] File আইকনে ক্লিক করা

[খ] Tab বোতামে প্রেস করা

☑ Design View আইকনে ক্লিক করা

[ঘ] Open View বোতামে ক্লিক করা

 

১৫৮. কোন উইন্ডোতে বর্তমান ফিল্ডগুলোর নাম দেখা যাবে? (জ্ঞান)

☑ Design View [খ] Field view

[গ] Start View [ঘ] Close view

 

১৫৯. Design মেনুতে ক্লিক করলে কী উন্মোচিত হবে? (জ্ঞান)

[ক] মেনুর নাম ☑ মেনুর রিবন

[গ] মেনুর চার্ট [ঘ] মেনুর সংখ্যা

১৬০. রিবনের কোথায় ক্লিক করলে ইনসার্সন পয়েন্টার বিশিষ্ট ঘরের উপরে একটি শূন্য ফিল্ড যুক্ত হবে? (জ্ঞান)

[ক] Insert Point [খ] View Point

☑ Insert Rows [ঘ] View Rows

 

১৬১. ভিউ ড্রপ ডাউন তালিকা থেকে Datasheet View কমান্ড সিলেক্ট করলে কী করার জন্য বার্তা আসবে? (জ্ঞান)

[ক] Close ☑ Save [গ] Delete [ঘ] Home

 

১৬২. সেভ করার জন্য বার্তা বক্সের কোথায় ক্লিক করতে হবে? (জ্ঞান)

[ক] No বোতামে [খ] Reset বোতামে

[গ] Restart বোতামে ☑ Yes বোতামে

 

১৬৩. ফিল্ডের উপর ইনসার্সন পয়েন্টার স্থাপন করলে পয়েন্টটি কিসে রূপান্তরিত হবে? (জ্ঞান)

☑ নিম্নমুখী তীরে [খ] ঊর্ধ্বমুখী তীরে

[গ] বামমুখী তীরে [ঘ] ডানমুখী তীরে

 

১৬৪. বাতিলের কমান্ড কার্যকর হওয়ার আগে কী ধরনের বার্তা আসবে? (জ্ঞান)

[ক] বিচরণ মূল্য [খ] ভাইরাস সম্পর্কিত

[গ] ডিলেট সম্পর্কিত ☑ সতর্কতাসূচক

 

১৬৫. অপ্রয়োজনীয় ফিল্ড বাতিল করার জন্য ফিল্ড সিলেক্ট করার পর কোনটিতে ক্লিক করতে হবে? (জ্ঞান)

[ক] Shift [খ] Alt

☑ Delete [ঘ] Undo

 

১৬৬. কোনো সারিকে সিলেক্ট করতে হলে তার কোন পাশে ইনসার্সন পয়েন্টার রাখতে হয়? (জ্ঞান)

[ক] উপরে [খ] নিচে

☑ বামে [ঘ] ডানে

 

১৬৭. কিসের ভিত্তিতে ডেটাবেজকে বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায়? (জ্ঞান)

☑ ফিল্ড [খ] সারি

[গ] টেবিল [ঘ] সেল

 

১৬৮. নিচের কোনটি আরোহী পদ্ধতি? (অনুধাবন)

[ক] ১০..৯..৮ ☑ ১..২..৩..৪

[গ] Z…Y…X [ঘ] #∴@…%…*

 

১৬৯. মাইক্রোসফট এক্সেস উইন্ডোর-

i. উপরের বাম কোণায় থাকে Blank Database আইকন

ii. নিচের বাম কোণায় থাকে Start বাটন

iii. নিচের ডান কোণায় থাকে All Programs বাটন

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

☑ i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৭০. টেবিল সেভ করার জন্য-

i. Design View সিলেক্ট করতে হবে

ii. ডায়ালগ বক্সে একটি নাম টাইপ করতেই হবে

iii. ডায়ালগ বক্সের OK বোতামে ক্লিক করতে হবে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii ☑ i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৭১. ড্রপ ডাউন তীরে ক্লিক করলে যে প্রকারের ডেটার তালিকা দেখা যাবে-

i. Text & Number

ii. Currency

iii. Date/Time

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৭২. মিজান ডেটাবেজে কিছু ডেটা সংরক্ষণ করবে। ডেটা টেবিল তৈরির পর তাকে ডেটা এন্ট্রি করতে হবে-

i. ডেটাশিট ভিউতে

ii. ফিল্ড ভিউতে

iii. Table 1 ভিউতে

 

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)

[ক] i ও ii ☑ i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৭৩. গাণিতিক কাজ করা যায়-

i. নম্বর ডেটার মাধ্যমে

ii. বর্ণভিত্তিক ডেটার সাহায্যে

iii. তারিখ/সময় ডেটার সাহায্যে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii ☑ i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৭৪. Field Size-এর ডান পাশের ঘরে নির্ধারণ করতে হয়-

i. ফিল্ডের আকার

ii. ফিল্ডের অন্যান্য বৈশিষ্ট্য

iii. রেকর্ডের বৈশিষ্ট্য

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

☑ i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৭৫. ফিল্ডের ক্ষেত্রে-

i. ফিল্ডের নিজস্ব মান থাকে

ii. ফিল্ড সাইজ প্রয়োজনের তুলনায় বড় হওয়া ভাল

iii. অপ্রয়োজনে ফিল্ডের সাইজ বড় করা ঠিক নয়

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii