page-18

page: 4

অধ্যায়ঃ ৬

নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)

১০১. ডেটাবেজের অন্তর্গত রিপোর্টে পছন্দমতো সংযোজন করা যায়-

i. গ্রাফ

ii. চার্ট

iii. ছবি

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১০২. ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে তৈরি করা যায়-

i. মেইলিং লেবেল

ii. টেবিল

iii. রিপোর্ট

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii ☑ i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১০৩. কুয়েরিতে বিভিন্ন শর্তারোপ করে ডেটাবেজ থেকে-

i. রিপোর্ট তৈরি করা যায়

ii. রেকর্ডসমূহকে আলাদা করা যায়

iii. ডেটা টেবিল তৈরি করা যায়

 

নিচের কোনটি সঠিক? (অনুসন্ধান)

[ক] i ও ii [খ] i ও iii

☑ ii ও iii [ঘ] i, ii ও iii

 

১০৪. ডেটাবেজ দুই বা ততোধিক টেবিলে নির্দিষ্ট ফিল্ডের ওপর ভিত্তি করে-

i. রিলেশন তৈরি করা যায়

ii. ডেটা আদান-প্রদান করা যায়

iii. রিপোর্ট তৈরি করা যায়

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

☑ i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১০৫. Macro তৈরির মাধ্যমে Single Action- এ রূপান্তর করলে-

i. সময় সাশ্রয় হয়

ii. যতবার ইচ্ছা ব্যবহার করা যায়

iii. বারবার করার ঝামেলা থেকে রেহাই হয়

 

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১০৬. ফিল্ডের উপর ইন্ডেক্স করা হলে অর্ডার অনুসারে সজ্জিত হয়-

i. ভেল্যু

ii. চার্ট

iii. রেকর্ড রেফারেন্স

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii ☑ i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১০৭. ডেটাবেজে কোনো ফিল্ডের উপর ইন্ডেক্স করা হলো-

i. মূল ফাইলের কোনোরূপ পরিবর্তন হয় না

ii. ফিল্ডের এ্যাড্রেস বিভিন্নভাবে সাজানো যায়

iii. রেকর্ডসমূহ বিভিন্নভাবে সাজানো যায়

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii ☑ i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১০৮. ডেটাবেজে ম্যাক্রো ব্যবহার করার ফলে-

i. একই কাজ বারবার করার প্রয়োজন হয় না

ii. মূল ফাইলের কোনোরূপ পরিবর্তন হয় না

iii. সময়ের সাশ্রয় হয়

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii ☑ i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১০৯. আফজাল হোসেন তার প্রতিষ্ঠানে ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করেন। উক্ত প্রোগ্রামের মাধ্যমে তিনি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারেন-

i. বার্ষিক রিপোর্ট

ii. উৎপাদন ও বিক্রয়

iii. প্রাপ্য ও প্রদেয় হিসাব

 

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)

[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১১০. ইনপুট ভেলিডেশন হলো-

i. ফিল্ডে আরোপিত শর্ত

ii. ডেটা এন্ট্রির সীমা নির্ধারক

iii. কুয়েরিতে শর্ত আরোপ করা

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

☑ i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

নিচের অনুচ্ছেদটি পড়ে ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও :

তামান্না হকের গার্মেন্টস কারখানায় ১০০০ জন শ্রমিক কাজ করে। তাদের মধ্যে ৮০০ জন সাধারণ এবং ২০০ জন বিশেষ শ্রমিক। সাধারণ শ্রমিকদের ৮০০ জনের বেতন ২০০০-৬০০০ এর মধ্যে।

 

১১১. সাধারণ একজন শ্রমিককে এন্ট্রি করার সময় কোনটি প্রয়োজন? (প্রয়োগ)

[ক] ইন্ডেক্স [খ] কুয়েরি

☑ ইনপুট ভেলিডেশন [ঘ] ম্যাক্রো

 

১১২. উপরিউক্ত এন্ট্রির জন্য প্রযোজ্য-

i. >=২০০০

ii. <=৬০০০

iii. >=৬০০০

 

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)

☑ i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১১৩. কম্পিউটারে ডেটাবেজের কাজ করা হয় প্রধানত কিসের সাহায্যে? (জ্ঞান)

☑ মাইক্রোসফট এক্সেস সফটওয়্যার

[খ] মাইক্রোসফট ডিবেজ সফটওয়্যার

[গ] মাইক্রোসফট ওরাকল সফটওয়্যার

[ঘ] মাইক্রোসফট ফিল্ড সফটওয়্যার

 

১১৪. মাইক্রোসফট কর্পোরেশনের জনপ্রিয় সফটওয়্যার কোনটি? (জ্ঞান)

[ক] ওরাকল [খ] ফক্সপ্রো

[গ] ডিবেজ ☑ এক্সেস

 

১১৫. এক্সেস প্রোগ্রামের সাহায্যে ডেটাবেজের কাজ করার জন্য কম্পিউটারে কী ইনস্টল করা থাকতে হবে? (জ্ঞান)

[ক] মাইক্রোসফট অফিস ডিবেজ [খ] মাইক্রোসফট অফিস ফিল্ড

☑ মাইক্রোসফট অফিস এক্সেস [ঘ] মাইক্রোসফট অফিস ওরাকল

১১৬. কম্পিউটারে পর্দার নিচের দিকে কোন বোতাম অবস্থিত? (জ্ঞান)

☑ Start [খ] End

[গ] All Program [ঘ] Menu

 

১১৭. শিমুল তার কম্পিউটারে মাইক্রোসফট এক্সেস প্রোগ্রাম চালু করবে। এই কাজটি করার সঠিক পদ্ধতি কোনটি? (প্রয়োগ)

☑ Start → All Program → Microsoft Office → Microsoft Office Access

[খ] Start → Microsoft Office → All Program → Microsoft Office Access

[গ] All Program → Start → Microsoft Office → Microsoft Office Access

[ঘ] Start → All Program → Microsoft office access → Microsoft Office

 

১১৮. কোথায় ক্লিক করলে Microsoft Office এর প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যাবে? (জ্ঞান)

☑ Microsoft office [খ] All Programs

[গ] Microsoft office Access [ঘ] File name

 

১১৯. ডায়ালগ বক্সের কোথায় ক্লিক করলে একটি শূন্য ডেটাবেজ উইন্ডো আসবে? (জ্ঞান)

[ক] New [খ] Start

☑ Create [ঘ] Close

 

১২০. ডেটাবেজ এক্সেস এর উইন্ডোতে উপরের বামদিকে কী অবস্থিত? (জ্ঞান)

[ক] Blank Row আইকন ☑ Blank Database আইকন

[গ] Blank Table আইকন [ঘ] Blank cell আইকন

 

১২১. মাইক্রোসফট এক্সেস ডেটাবেজের নাম উইন্ডোর কোথায় প্রদর্শন করে? (জ্ঞান)

[ক] Menu বার-এ [খ] Tool বার-এ

[গ] Address বার-এ ☑ Title বার-এ

 

১২২. জিয়া তার কম্পিউটারে ডেটাবেজ-এর কাজ করবে। এজন্য তাকে তার কম্পিউটারে কোন সফটওয়্যারটি ইনস্টল করতে হবে? (প্রয়োগ)

[ক] মজিলা ফায়ারফক্স [খ] মাইক্রোসফট ওয়ার্ড

☑ মাইক্রোসফট অফিস এক্সেস [ঘ] ক্রোম

 

১২৩. পর্দার নিচে বাম কোণে (Start) বাটনে ক্লিক করলে কী আসবে? (জ্ঞান)

[ক] মাইক্রোসফট এক্সেস ☑ একটি মেনু

[গ] একটি ফাইল [ঘ] একটি ফোল্ডার

 

১২৪. কোনটিতে ক্লিক করলে মাইক্রোসফট অফিস এর প্রোগ্রামগুলোর তালিকা পাওয়া যায়? (জ্ঞান)

[ক] All programs [খ] Start

☑ Microsoft Office [ঘ] Shut down

 

১২৫. ডেটাবেজ ফাইল তৈরির জন্য কোনটিতে ক্লিক করতে হয়? (জ্ঞান)

[ক] Open ☑ Blank database

[গ] Start [ঘ] Microsoft Office

 

১২৬. ডেটাবেজ ফাইলের নাম দেয়ার জন্য কোন ঘরে নাম টাইপ করতে হয়? (জ্ঞান)

[ক] Blank Database [খ] All programs

☑ File name [ঘ] Microsoft Office

 

১২৭. কোন উইন্ডো থেকে টেবিল তৈরির কাজ শুরু করতে হবে? (জ্ঞান)

☑ Practice ১ [খ] Practice ২

[গ] Practice ৩ [ঘ] Practice ৪

 

১২৮. ডেটাবেজে View ড্রপডাউন থেকে Design View সিলেক্ট করলে কোন বক্সটি আসবে? (জ্ঞান)

[ক] Delete ডায়ালগ বক্স ☑ Save As ডায়ালগ বক্স

[গ] Create ডায়ালগ বক্স [ঘ] Update ডায়ালগ বক্স

 

১২৯. ডেটাবেজে Table সেভ করার জন্য Save As ডায়ালগ বক্সের কোন বোতাম ক্লিক করতে হবে? (জ্ঞান)

☑ Ok [খ] Save As

[গ] Create [ঘ] Update

 

১৩০. Field name ঘরে ক্রমিক নম্বর টাইপ করে কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে কার্সর কোন ঘরে চলে আসবে? (জ্ঞান)

[ক] Data entry [খ] Data View

☑ Data type [ঘ] Data Text

 

১৩১. ডায়ালগ বক্সের টেবিল নেম ঘরে কী নাম আসবে? (জ্ঞান)

☑ Table 1 [খ] Table ২

[গ] Table ৩ [ঘ] New Table

 

১৩২. Data type ঘরে কোনটি সিলেক্ট করলে Asক বা হিসাবের কাজ করা যাবে? (জ্ঞান)

[ক] Text ☑ Number

[গ] Currency [ঘ] Date/time

 

১৩৩. বয়স বের করা বা বয়স সংক্রান্ত কাজ করার জন্য কোন ধরনের

ফিল্ড করতে হবে? (জ্ঞান)

[ক] Text [খ] Number

[গ] Currency ☑ Date/time

 

১৩৪. ডেটাবেজে ব্যবহৃত text, date/time ইত্যাদি কী? (অনুধাবন)

☑ Data Type [খ] Data Length

[গ] Data Field Size [ঘ] Data Format

 

১৩৫. এক্সেস ডেটাবেজের ফিল্ডে Data Type হিসেবে নম্বর সিলেক্ট করলে কী হবে? (অনুধাবন)

[ক] টেক্সট মুছে ফেলা যাবে

[খ] টেক্সট এডিট করা যাবে

☑ হিসাবের কাজ করা যাবে

[ঘ] টেক্সটের ফরমেট নির্ধারণ করা যাবে