page: 3
অধ্যায়ঃ ৬
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
৬০. 60. SL. Name, Age, Date of Birth, Village, Union নামের প্রত্যেকটি কলামকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] সারি [খ] রেকর্ড
ফিল্ড [ঘ] ডেটা
৬১. উপরের ডেটাবেজটিতে ফিল্ড ও রেকর্ডের সংখ্যা কত? (প্রয়োগ)
[ক] ৩টি ফিল্ড ও ৬টি রেকর্ড
৬টি ফিল্ড ও ৪টি রেকর্ড
[গ] ৪টি ফিল্ড ও ৬টি রেকর্ড
[ঘ] ৪টি ফিল্ড ও ৩ টি রেকর্ড
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
লিয়াকত হোসেন একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে তার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করলেন। তিনি তথ্যগুলো বিভিন্নভাবে এবং বিভিন্ন উপায়ে যেকোনো সময় তার তথ্যভাণ্ডার থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারেন।
৬২. শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণে লিয়াকত হোসেন কোন সফটওয়্যারটি ব্যবহার করেছেন? (প্রয়োগ)
ওরাকল [খ] এক্সেল
[গ] ব্রেইন [ঘ] পান্ডা
৬৩. লিয়াকত হোসেন উক্ত সফটওয়্যার ব্যবহার করার ফলে-
i. সংগৃহীত তথ্যগুলো সুরক্ষিত থাকবে
ii. যেকোনো তথ্য অতি সহজে খুঁজে পাবে
iii. সিদ্ধান্ত নিতে সুবিধা হবে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৬৪. ডেটাবেজে কীভাবে অজস্র ডেটা সুসংগঠিত করে রাখা যায়? (অনুধাবন)
টেবিল তৈরি করে [খ] লাইন তৈরি করে
[গ] চিহ্ন স্মারক দিয়ে [ঘ] সংখ্যা দিয়ে
৬৫. কিসের মাধ্যমে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কাজটির প্রয়োজনীয় তথ্য সহজে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়? (জ্ঞান)
[ক] ওয়াড প্রসেসর [খ] স্প্রেডশিট এনালাইসিস
ডেটাবেজ [ঘ] এডোবি ফটোশপ
৬৬. কোথায় সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে যেকোনো তথ্য খুব সহজে এবং দ্রুত বের করা যায়? (জ্ঞান)
[ক] ওয়ার্ড প্রসেসিং-এ [খ] স্প্রেডশিট এনালাইসিস
[গ] এডোবি ফটোশপ ডেটাবেজ
৬৭. ডেটাবেজের অসংখ্য রেকর্ড থেকে প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে কী তৈরি করা যায়? (জ্ঞান)
[ক] ফিল্ড লেবেল [খ] ইনভেন্টরি লেবেল
মেইলিং লেবেল [ঘ] ডিবেজ লেবেল
৬৮. ডেটাবেজ থেকে প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে কী তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] ছবি [খ] শব্দ
রিপোর্ট [ঘ] প্রেজেন্টেশন
৬৯. ডেটাবেজ প্রোগ্রামে ভুল ডেটা যাতে এন্ট্রি করা না যায় সেজন্য কী ব্যবস্থা করা হয়? (অনুধাবন)
[ক] রেকর্ড শর্তারোপ করা হয় [খ] কুয়েরি করা হয়
[গ] রিপোর্ট তৈরি করা হয় ফিল্ডে শর্তারোপ করা যায়
৭০. ফিল্ডে শর্তারোপ করে ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করাকে কী বলে? (জ্ঞান)
[ক] রিপোর্ট সংরক্ষিতকরণ ইনপুট ভেলিডেশন
[গ] আউটপুট ভেলিডেশন [ঘ] কলাম সংযোজন
৭১. তৌফিকুল ইসলাম একটি ডেটাবেজ তৈরি করলেন। তিনি তার ডেটাবেজের কোথায় বিভিন্ন শর্ত আরোপ করে রেকর্ডসমূহ আলাদা করে টেবিল তৈরি করতে পারেন? (প্রয়োগ)
[ক] ফর্ম [খ] ম্যাক্সো
[গ] মডিউল কুয়েরি
৭২. কিসের ওপর ভিত্তি করে ডেটাবেজের দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়? (জ্ঞান)
[ক] রেকর্ড [খ] টেবিল
[গ] সেল ফিল্ড
৭৩. ডেটাবেজে ইন্ডেক্স ব্যবহার করা হয় কেন? (অনুধাবন)
[ক] রেকর্ড সংযোজনের জন্য [খ] টেবিল তৈরি করার জন্য
তথ্য অনুসন্ধানের জন্য [ঘ] ইনপুট ভেলিডেশনের জন্য
৭৪. ডেটাবেজ থেকে তথ্য খোঁজার জন্য কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] রেকর্ড [খ] টেবিল
[গ] ম্যাক্রো ইন্ডেক্স
৭৫. ডেটাবেজে কোনো ফিল্ডের ওপর ইন্ডেক্স করলে কী হয়? (অনুধাবন)
[ক] টেবিল তৈরি হয়
[খ] ইনপুট ভেলিডেশন হয়
[গ] ডেটাবেজ রেকর্ড সংযোজিত হয়
ফিল্ডের ভেল্যু অর্ডার অনুসারে সজ্জিত হয়
৭৬. জিয়ান একটি ডেটাবেজ থেকে কিছু প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করবে। এ জন্য তাকে কোনটি ব্যবহার করতে হবে? (প্রয়োগ)
[ক] ফর্ম [খ] রিপোর্ট
[গ] মডিউল ইন্ডেক্স
৭৭. কী দেখে বই থেকে কোনো বিষয় সহজে খুঁজে বের করা যায়? (জ্ঞান)
[ক] ডিবেজ [খ] ওরাকল
সূচি [ঘ] রেকর্ড
৭৮. ডেটাবেজ ফাইলের কোনো রূপ পরিবর্তন না করে রেকর্ডসমূহ বিভিন্নভাবে সাজাতে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] সর্টিং [খ] রেকর্ড
ইন্ডেক্স [ঘ] ম্যাক্রো
৮০. কোনো ডেটা টেবিলের ফিল্ডে ২০০ বা এর বড় সংখ্যা এন্ট্রি করতে হলে কোন শর্তটি জুড়ে দিতে হবে? (প্রয়োগ)
[ক] =>২০০ >=২০০
[গ] <=২০০ [ঘ] ২০০=>
৮১. কোনো ডেটা টেবিলের ফিল্ডে যদি সর্বনিম্ন ২০০০ থেকে সর্বোচ্চ ১১৫০০ টাকা বেতন এন্ট্রি করা হয় তবে ইনপুট ভেলিডেশনে কোন শর্তটি জুড়ে দিতে হবে? (প্রয়োগ)
[ক] =>২০০ and<=১১৫০০ [খ] >=২০০০ and>=১১৫০০
>=২০০০ and<=১১৫০০ [ঘ] <= ২০০০ and<=১১৫০০
৮২. কোনটির ফলে যেকোনো তথ্য একবার আপডেট করলে অন্য সকল ফাইলে অবস্থিত একই তথ্য আপডেট হয়? (অনুধাবন)
[ক] রিলেশন [খ] ইনডেক্স
লিংক [ঘ] ভেলিডেশন
৮৩. ডেটাবেজে কোনটির ভিত্তিতে দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়? (অনুধাবন)
ফিল্ড [খ] টেবিল
[গ] রেকর্ড [ঘ] ফাইল
৮৪. কিসের জন্য রিলেশন তৈরি করা হয়? (প্রয়োগ)
[ক] তথ্য সংগ্রহ [খ] তথ্য সংরক্ষণ
তথ্য বিনিময় [ঘ] তথ্য বিশ্লেষণ
৮৫. ডেটাবেজে কোন উপায়ে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা হয়? (অনুধাবন)
টেবিল তৈরি করে [খ] কুয়েরি তৈরি করে
[গ] মডিউল তৈরি করে [ঘ] রিপোর্ট তৈরি করে
৮৬. Database প্রোগ্রামে Ascending আইকন কোন মেনুতে থাকে? (জ্ঞান)
Home [খ] Datasheet
[গ] View [ঘ] Tools
৮৭. Data বিন্যস্তকরণের ফলে কোনটির অবস্থানের পরিবর্তন হবে? (অনুধাবন)
[ক] Database [খ] Macro
[গ] Table Record
৮৮. Home মেনুর Ascending আইকনে Click করলে ডেটাসমূহ কীভাবে বিন্যস্ত হবে? (অনুধাবন)
[ক] বড় থেকে ছোট ক্রমের দিকে
[খ] ১ …. ১০ …. ৫০ অনুসারে
ছোট থেকে বড় ক্রমের দিকে
[ঘ] Even থেকে odd নাম্বার এর দিকে
৮৯. ডেটাবেজে Descending আইকন কোন মেনুর অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] File Home
[গ] Insert [ঘ] Design
৯০. Descending আইকনে ক্লিক করা হলে ডেটাসমূহ কীভাবে বিন্যস্ত হবে? (অনুধাবন)
বড় থেকে ছোট ক্রমের দিকে [খ] ছোট থেকে মাঝারি ক্রমের দিকে
[গ] আরোহী পদ্ধতিতে [ঘ] বড় থেকে মাঝারি ক্রমের দিকে
৯১. Data বিন্যস্তকরণের ফলে কোনো Database এর রেকর্ডের কোনটির পরিবর্তন হয়? (জ্ঞান)
[ক] ফিল্ডের নাম [খ] রেকর্ডের নাম
রেকর্ডের অবস্থান [ঘ] রেকর্ডের অন্তর্ভুক্ত তথ্যসমূহ
৯২. ক্রমিক নম্বর, বয়স প্রভৃতি ফিল্ডের ডাটা বিন্যাসকরণকে কী বলে? (জ্ঞান)
[ক] অবরোহী বিন্যাস [খ] আরোহী বিন্যাস
সংখ্যাক্রমিক বিন্যাস [ঘ] বর্ণানুক্রমিক বিন্যাস
৯৩. নাম, ঠিকানা প্রভৃতি ফিল্ডের ডাটা বিন্যাসকরণকে কী বলে? (জ্ঞান)
[ক] সংখ্যানুক্রমিক বিন্যাস [খ] Descending বিন্যাস
[গ] Ascending বিন্যাস বর্ণানুক্রমিক বিন্যাস
৯৪. তথ্যের বিন্যাস প্রদানের পর পুনরায় পূর্বের অবস্থায় বা বিন্যাসে ফিরিয়ে আনতে কোন কমান্ড ব্যবহার করতে হয়? (প্রয়োগ)
[ক] reset [খ] restart
[গ] refresh undo
৯৫. কোনটি তৈরি করে একই কাজ বারবার করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়? (জ্ঞান)
[ক] লিংক ম্যাক্রো
[গ] ইনডেক্স [ঘ] মডিউল
৯৬. মাইক্রোসফট এক্সেস ডেটাবেজের নাম উইন্ডোর কোন বারে প্রদর্শিত হয়? (প্রয়োগ)
[ক] Menu [খ] Scroll
Title [ঘ] Tool
৯৭. শূন্য ডেটাবেজ উইন্ডোজ আসে কোনটিতে ক্লিক করলে? (প্রয়োগ)
Create [খ] File name
[গ] Folder [ঘ] Cancel
৯৮. ডেটাবেজ ফাইলের নামকরণের জন্য কোন ঘরে নাম টাইপ করতে হয়? (জ্ঞান)
[ক] All Program File name
[গ] Create [ঘ] Edit
৯৯. ডেটাবেজ সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায় প্রতিষ্ঠানের-
i. ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম
ii. প্রাপ্য ও প্রদেয় হিসাব
iii. বার্ষিক রিপোর্ট
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
১০০. ডেটাবেজের মাধ্যমে করা যায়-
i. তথ্য সংরক্ষণ
ii. তথ্য নিয়ন্ত্রণ
iii. তথ্য ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও ii