page: 1
অধ্যায়ঃ ৬
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
১. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
ডেটাবেজ সফটওয়্যার [খ] স্প্রেডশিট সফটওয়্যার
[গ] প্রেজেন্টেশন সফটওয়্যার [ঘ] ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
২. Field Name-এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?
[ক] Create [খ] Field name
Field Size [ঘ] Design View
৩. ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করে-
i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে সংরক্ষণ করা যায়
ii. কাক্সিক্ষত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়
iii. প্রয়োজনীয় রেকর্ডসমূহ সহজে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
নিচের লেখাটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
মালেকা বেগম বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তিনি তাঁর গার্মেন্টসের সুষ্ঠু পরিচালনার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান।
৪. মালেকা বেগমের জন্য কোন সফটওয়্যারটি সর্বাপেক্ষা উপযোগী?
ডেটাবেজ সফটওয়্যার [খ] স্প্রেডশিট সফটওয়্যার
[গ] প্রেজেন্টেশন সফটওয়্যার [ঘ] ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
৫. উক্ত সফটওয়্যার ব্যবহার করে মালেকা বেগম-
i. গার্মেন্টসের সকল তথ্য হালনাগাদ রাখতে পারবে
ii. সহজেই নতুন তথ্য যোগ করতে পারবে
iii. অফিস ব্যবস্থাপনা ব্যয় হ্রাস করতে পারবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
গাজীপুরের রহমান টেক্সটাইলে প্রায় ২,৩০০ শ্রমিক কাজ করত। ভূমিকম্পে ভবনটি ধসে পড়লে প্রায় ৯০০ লোক মারা যায়।
৬. রহমান টেক্সটাইলের কর্তৃপক্ষ কোনটির সাহয্যে শ্রমিকদের ডেটাটেবিল থেকে মৃত শ্রমিকদের তথ্য সরবরাহ করতে পারবে? (প্রয়োগ)
[ক] ফর্ম [খ] কুয়েরি
[গ] মডিউল রিপোর্ট
৭. উক্ত শ্রমিকদের তথ্য সংবলিত রিপোর্ট তৈরি করার জন্য
i. কুয়েরি ফাইল তৈরি করতে হবে
ii. কুয়েরি ফিল্ডগুলোকে সুবিন্যস্ত করতে হবে
iii. রিপোর্টের ওপর ডাবল ক্লিক করে বাংলা লিখতে হবে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৮. ডেটাবেজকে কী বলা হয়? (জ্ঞান)
তথ্যভাণ্ডার [খ] সংখ্যাভাণ্ডার
[গ] উপাত্তভাণ্ডার [ঘ] শব্দভাণ্ডার
৯. ডেটাবেজ কী ভিত্তিক পদ্ধতি? (জ্ঞান)
[ক] মোবাইল [খ] টেলিফোন
[গ] ম্যাগাজিন কম্পিউটার
১০. যে কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ওয়েব সাইট [খ] সার্চ ইঞ্জিন
ডেটাবেজ [ঘ] অপারেটিং সিস্টেস
১১. সংগৃহীত উপাত্তের ভাণ্ডারকে কী বলে? (জ্ঞান)
[ক] ডেটা [খ] গ্রাফ ডেটাবেজ [ঘ] প্রোগ্রাম
১২. কোনটি সংগৃহীত উপাত্তের ভাণ্ডার যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে এবং আকারে তথ্য সংগ্রহ করা হয়? (জ্ঞান)
ডেটাবেজ [খ] ব্রাউজার
[গ] ওএস [ঘ] উইন্ডোজ
১৩. অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা কোনটি? (জ্ঞান)
ডেটাবেজ [খ] মাইক্রোসফট
[গ] গ্রাফিক্স [ঘ] মাল্টিমিডিয়া
১৪. অসংখ্য উপাত্তের সুসজ্জিত এলাকা, যেখান থেকে নির্দিষ্ট প্রয়োজনীয় কোনো উপাত্তকে দ্রুত এবং খুব সহজেই শনাক্ত করার উপায় থাকে তাকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ওয়ার্ড প্রসেসর [খ] স্প্রেডশিট
[গ] প্রেজেন্টেশন সফটওয়্যার ডেটাবেজ
১৫. কোন্ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার ও বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়? (জ্ঞান)
[ক] ওয়ার্ড প্রসেসর [খ] ব্রাউজার
ডেটাবেজ [ঘ] সার্চ ইঞ্জিন
১৬. একজন ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যেকোনো মুহ‚র্তে তথ্য আহরণ করেন কোনটি থেকে? (জ্ঞান)
[ক] ওয়েব ব্রাউজার ডেটাবেজ
[গ] ওয়ার্ড প্রসেসর [ঘ] প্রেজেন্টেশন সফটওয়্যার
১৭. ডেটাবেজকে কী হিসেবে উল্লেখ করা হয়? (জ্ঞান)
[ক] তথ্য সরবরাহ পদ্ধতি [খ] তথ্য সংরক্ষণ পদ্ধতি
তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি [ঘ] তথ্য পুনরুদ্ধার পদ্ধতি
১৮. DBMS-এর পূর্ণরূপ- (জ্ঞান)
[ক] Datawise Management System
Database Management System
[গ] Databit Management System
[ঘ] Databyte Management System
১৯. ডেটাবেজকে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলা হয় কেন? (অনুধাবন)
[ক] ডেটাবেজের তথ্য দীর্ঘ পরিকল্পনায় ব্যবহৃত হয়
ডেটাবেজের তথ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয়
[গ] ডেটাবেজের তথ্য উপস্থাপনার কাজে ব্যবহৃত হয়
[ঘ] ডেটাবেজের তথ্য ব্যবসায়ের কাজে ব্যবহৃত হয়
২০. একটি ডেটাবেজ কী দ্বারা গঠিত? (জ্ঞান)
[ক] ফিল্ড ও কলাম কলাম ও সারি
[গ] ফিল্ড ও ফাইল [ঘ] কলাম ও ফিল্ড
২১. ডেটাবেজের প্রত্যেকটি কলামে একটি করে কী থাকে? (জ্ঞান)
শিরোনাম [খ] সূচিপত্র
[গ] ফাংশন [ঘ] ফর্মুলা
২২. ডেটাবেজের কলামে কী ধরনের ডেটা আছে তা কী দ্বারা বোঝা যায়? (জ্ঞান)
[ক] সংখ্যা [খ] ফর্মুলা
[গ] টেবিল শিরোনাম
২৩. ডেটাবেজের হেডিং বা শিরোনামগুলো কী নামে পরিচিত? (জ্ঞান)
[ক] ওয়ার্ক ফিল্ড
[গ] ডেটাবেজ [ঘ] গোল্ড
২৪. ডেটাবেজে পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কী গঠিত হয়? (জ্ঞান)
[ক] টেবিল [খ] ছক
সারি [ঘ] সেল
২৫. ডেটাবেজের প্রতিটি সারিকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] ফিল্ড [খ] ফর্মুলা
[গ] সেল রেকর্ড
২৬. রোহান তার অফিসের একটি ডেটাবেজ ফাইল ওপেন করল। ফাইলটির কোন কলামে কী ধরনের তথ্য আছে তা সে কী দেখে বুঝতে পারবে? (প্রয়োগ)
[ক] রেকর্ড [খ] সূচিপত্র
[গ] টেবিল শিরোনাম
২৭. একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কী তৈরি হয়? (জ্ঞান)
রেকর্ড [খ] সারণি
[গ] টেবিল [ঘ] ফিল্ড
২৮. কখন থেকে কম্পিউটারে ডেটাবেজ ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয়? (জ্ঞান)
[ক] চল্লিশের দশক ষাটের দশক
[গ] আশির দশক [ঘ] নব্বইয়ের দশক
২৯. ষাটের দশকে একটি ডেটাটেবিলের সমন্বয়ে কয়টি ডেটাবেজ গঠিত হতো? (জ্ঞান)
১ [খ] ২
[গ] ৩ [ঘ] ৪
৩০. তথ্যসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
[ক] এক্সেস ডেটাবেজ
[গ] ডিবেজ [ঘ] ফিল্ড
৩১. ফক্সবেইজ কী ধরনের প্রোগ্রাম? (জ্ঞান)
[ক] ওয়ার্ড প্রসেসিং প্রোগাম [খ] স্প্রেডশিট প্রোগ্রাম
[গ] ডেটাবেজ ফাইল ☑ ডেটাবেজ প্রোগ্রাম
৩২. প্রাথমিক অবস্থায় ডেটাবেজ-এ কোনটি ছিল? (অনুধাবন)
[ক] কুয়েরি [খ] ফর্ম
☑ ডেটা টেবিল [ঘ] মডিউল
৩৩. কোনটি ডেটাবেজ প্রোগ্রাম? (জ্ঞান)
[ক] মডিউল [খ] কুয়েরি
☑ প্যারাডক্স [ঘ] ফর্ম
৩৪. কম্পিউটারে ডেটাবেজ ফাইলের প্রচলন শুরু হয় কবে থেকে? (জ্ঞান)
☑ ষাটের দশক [খ] সত্তরের দশক
[গ] আশির দশক [ঘ] নব্বইয়ের দশক
৩৫. এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলে? (জ্ঞান)
[ক] রেকর্ড [খ] টেবিল
☑ ডেটাবেজ [ঘ] সেল