page: 3
অধ্যায়ঃ ৫
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
৬৬. কোনটি প্রস্তুত হওয়ায় গ্রাফিক্স তার নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করছে? (জ্ঞান)
[ক] এন্টি গ্রাফিক্স সফটওয়্যার
[খ] ইন্টারগ্রাফিক্স সফটওয়্যার
[গ] ইন্টারকানেক্টেড মাল্টিমিডিয়া
ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার
৬৭. কিসের ব্যবহার আমাদের দেশে বিস্তৃত হচ্ছে? (প্রয়োগ)
[ক] টাইপরাইটার [খ] ফ্যাক্স মেশিন
ইন্টারনেট [ঘ] টেলিফোন
৬৮. কোনটি ক্রমশ শহুরে বিলাসিতা থেকে গ্রামের মানুষেরও প্রয়োজন হয়ে উঠছে? (জ্ঞান)
ইন্টারনেট [খ] কম্পিউটার
[গ] মোবাইল ফোন [ঘ] ফ্যাক্স মেশিন
৬৯. ভিডিও কার্যত কী? (জ্ঞান)
[ক] টেক্সট গ্রাফিক্স
[গ] অ্যানিমেশন [ঘ] বর্ণ
৭০. কোনটি চলমান গ্রাফিক্স? (জ্ঞান)
ভিডিও [খ] অডিও
[গ] টেক্সট [ঘ] লেজার
৭১. বিশ্বজুড়ে কোনটি একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া? (জ্ঞান)
অডিও [খ] ভিডিও
[গ] টেপ [ঘ] টেক্সট
৭২. বিশ্বজুড়ে ভিডিও এনালগ থেকে কিসে রূপান্তরিত হচ্ছে? (জ্ঞান)
ক অডিওতে [খ] লেজার রশ্মিতে
ডিজিটালে [ঘ] অ্যানিমেশনে
৭৩. কোনটি এনালগ থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে? (জ্ঞান)
[ক] ভিডিও ধারণ [খ] ভিডিও সম্পাদনা
[গ] ভিডিও সংরক্ষণ ভিডিও প্রচার
৭৪. অ্যানিমেশন এক ধরনের কী? (জ্ঞান)
গ্রাফিক্স [খ] টেক্সট [গ] লেজার [ঘ] অডিও
৭৫. কোনটি চলমান বা স্থির হতে পারে? (জ্ঞান)
[ক] টেক্সট [খ] অডিও
[গ] ভিডিও অ্যানিমেশন
৭৬. আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার সম্পর্কে কোন তথ্যটি সঠিক? (অনুধাবন)
ক্রমশ ব্যাপক হচ্ছে [খ] ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে
[গ] জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে [ঘ] প্রকাশনা জগতে সীমাবদ্ধ
৭৭. কোথায় অ্যানিমেশন একটি প্রিয় বিষয়? (প্রয়োগ)
[ক] সংবাদপত্রে [খ] প্রিন্ট মিডিয়ায়
বিজ্ঞাপনে [ঘ] মুদ্রণ ও প্রকাশনায়
৭৮. আমাদের দেশে কোন বিষয়ে কাজ করার লোকের অভাব রয়েছে? (প্রয়োগ)
ক বিজ্ঞাপনে [খ] প্রকাশনায়
[গ] সিনেমায় অ্যানিমেশনে
৭৯. কোনটি কখনই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না? (জ্ঞান)
[ক] ভিডিও [খ] অডিও
অ্যানিমেশন [ঘ] সিগন্যাল
৮০. নিচের কোনটি গ্রাফিক্সের একটি রূপ? (জ্ঞান)
[ক] টেক্সট সিনেমা
[গ] ইন্টারনেট [ঘ] সিগন্যাল
৮১. কোন দুইটির মধ্যকার প্রযুক্তিগত পার্থক্য এখন কমে আসছে? (প্রয়োগ)
ভিডিও ও সিনেমা [খ] শব্দ ও সিনেমা
[গ] অডিও ও ভিডিও [ঘ] সিনেমা ও অডিও
৮২. শব্দ রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
[ক] মোবাইল ফোন [খ] টেলিভিশন
[গ] রাডার কম্পিউটার
৮৩. সাউন্ড ইঞ্জিনিয়ারিং-এ কোন পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে? (জ্ঞান)
[ক] ডিজিটাল এনালগ [গ] ডিসক্রিট [ঘ] সিস্টেমেটিক
৮৪. ইমরান শেখ একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। তিনি ইচ্ছে করলে কোন যন্ত্রটি ব্যবহার করে উন্নতমানের সাউন্ড রেকর্ডিং করতে পারবেন? (প্রয়োগ)
কম্পিউটার [খ] মোবাইল ফোন
[গ] টেলিপ্রিন্টার [ঘ] ইলেকট্রিক গিটার
৮৫. বাংলাদেশে কোন সফটওয়্যার প্রস্তুত হওয়া কেবল শুরু হয়েছে? (জ্ঞান)
মাল্টিমিডিয়া [খ] এন্টিভাইরাস
[গ] মাল্টিডায়মেনশন [ঘ] প্যাকেজ
৮৬. কোন শতকে বাংলাদেশে মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যাপকভাবে তৈরি হবে বলে আশা করা হচ্ছে? (জ্ঞান)
একুশ [খ] বাইশ [গ] তেইশ [ঘ] পঁচিশ
৮৭. আমাদের প্রকাশনা কী নির্ভর? (জ্ঞান)
[ক] প্রযুক্তি কাগজ
[গ] কম্পিউটার [ঘ] ইন্টারনেট
৮৮. কোনটি বাংলাদেশে ডিজিটাল প্রকাশনার শতক হবে? (জ্ঞান)
একুশ শতক [খ] বাইশ শতক
[গ] তেইশ শতক [ঘ] চব্বিশ শতক
৮৯. যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন তাকে কী বলে? (জ্ঞান)
[ক] মাল্টিমিডিয়া কনটেনডার
[খ] থ্রিডি মডেলিং ডেভেলপিং
[গ] মাল্টিমিডিয়া ডেভেলপিং কনটেনডার
মাল্টিমিডিয়া কনটেন্ট ডেভেলপার
৯০. মাল্টিমিডিয়া প্রোগ্রামার বা অথর বলব কাদের? (জ্ঞান)
যারা ইন্টারঅ্যাকটিভ অ্যাপ্লিকেশন তৈরি করেন
[খ] যারা কনটেন্টস ডেভেলপ করেন
[গ] যারা প্রোগ্রামিং করেন
[ঘ] যারা অথর করেন
৯১. কনটেন্টস ডেভেলপ করা এবং ইন্টারঅ্যাকটিভিটি যোগ করার মধ্যে কী রয়েছে? (জ্ঞান)
ক মিল পার্থক্য
[গ] নির্ভরশীলতা [ঘ] পরিপূরক সম্পর্ক
৯২. মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি? (জ্ঞান)
ডিরেক্টর [খ] প্রিমিয়ার
[গ] ফটোশপ [ঘ] মায়া
৯৩. প্রিমিয়ার ফটোশপে তৈরি করা মিডিয়াগুলোকে মিলিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায় নিচের কোনটির সাহায্যে? (প্রয়োগ)
[ক] স্টুডিও ম্যাক্স [খ] মায়া
ডিরেক্টর [ঘ] ভিজুয়্যাল বেসিক
৯৪. শুরুতে কম্পিউটারের গুরুত্বপূর্ণ কাজ ছিল-
i. তথ্য প্রক্রিয়াকরণ করা
ii. তথ্য পারাপার করা
iii. তথ্য বিশ্লেষণ করা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৯৫. বর্তমানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে-
i. হিসাব নিকাশের ক্ষেত্রে
ii. লেখালেখির কাজে
iii. বিনোদনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৯৬. কালক্রমে কম্পিউটারে সমন্বিত হয়-
i. বর্ণ ii. চিত্র
iii. শব্দ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii ii ও iii [ঘ] i, ii ও iii
৯৭. কম্পিউটারের মাল্টিমিডিয়া বলতে যে মিডিয়াগুলোর সমন্বয়কে বোঝায়-
i. বর্ণ ii. চিত্র
iii. শব্দ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৯৮. মাল্টিমিডিয়া ধারণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে-
i. কম্পিউটার
ii. স্মার্টফোন
iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৯৯. কম্পিউটার দিয়ে স্থলাভিষিক্ত করা হচ্ছে-
i. প্রচলিত ধারণাকে
ii. প্রচলিত যন্ত্রপাতিকে
iii. প্রচলিত সফটওয়্যারকে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
১০০. কম্পিউটার স্থান দখল করে নিয়েছে-
i. টাইপরাইটারের
ii. মোবাইল ফোনের
iii. ফটোটাইপসেটারের
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii