page: 2
অধ্যায়ঃ ৫
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
৩১. কোন শতাব্দীর শেষদিকে মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে? (জ্ঞান)
[ক] ষোড়শ [খ] সপ্তদশ
ঊনবিংশ [ঘ] বিংশ
৩২. আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে কোনটিকে স্মরণ করতে হবে? (জ্ঞান)
[ক] প্রিন্টার [খ] নাটক
[গ] রেডিও সিনেমা
৩৩. প্রকাশ মাধ্যম হলো-
i. লেখা
ii. শব্দ
iii. চিত্র
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৩৪. মাল্টিমিডিয়া মাধ্যমগুলোর বহুবিধ ব্যবহার হয়ে আসছে-
i. সভ্যতার বিবর্তনের কারণে
ii. প্রযুক্তির উন্নয়নের কারণে
iii. শিক্ষার হার হ্রাসের কারণে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩৫. এনালগ যুগের মিডিয়াগুলো ডিজিটাল যুগে-
i. প্রধান প্রকাশ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে
ii. বিভিন্ন মাধ্যমের সাথে একত্রে ব্যবহৃত হচ্ছে
iii. ব্যবহারের মাত্রা বদলিয়েছে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
ii ও iii [ঘ] i, ii ও iii
৩৬. বহু মিডিয়াকে আমরা ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া বলছি-
i. তার বহুমাত্রিকতার জন্য
ii. তার প্রসেসিং ক্ষমতার জন্য
iii. তার প্রোগ্রামিং ক্ষমতার জন্য
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩৭. বর্তমান সময়ে ব্যাপকভাবে প্রচলিত শব্দ হচ্ছে-
i. প্রোগ্রামিং
ii. মাল্টিমিডিয়া
iii. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii ii ও iii [ঘ] i, ii ও iii
৩৮. আমরা নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করি-
i. বর্ণ
ii. চিত্র
iii. শব্দ
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৩৯. বর্ণ, চিত্র, শব্দ আমাদের সামনে আবির্ভূত হয়-
i. তাদের বিভিন্ন রূপ নিয়ে
ii. কখনো আলাদাভাবে
iii. কখনো একসাথে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৪০. মাল্টিমিডিয়ার উদাহরণ হলো-
i. টেলিভিশন
ii. ভিডিও গেমস
iii. কাগজের প্রকাশনা
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৪১. সামিরাকে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার কয়েকটি উদাহরণ দিতে হবে। এক্ষেত্রে সে উল্লেখ করতে পারে-
i. ওয়েব পেজ
ii. ভিডিও গেমস
iii. শিক্ষামূলক সফটওয়্যার
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৪২. মাল্টিমিডিয়া ডিজিটাল যন্ত্রের সহায়তায়-
i. ধারণ করা যায়
ii. প্রসেসিং করা যায়
iii. পরিচালনা করা যায়
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
৪৩. মাল্টিমিডিয়া সরাসরি-
i. মঞ্চে প্রদর্শিত হতে পারে
ii. অন্যরূপে স¤প্রচারিত হতে পারে
iii. ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে পারে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৪৪. বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হওয়ার ব্যাপারটি ঘটতে থাকে-
i. চলচ্চিত্রে বর্ণ যুক্ত হওয়ায়
ii. চলচ্চিত্রে শব্দ যুক্ত হওয়ায়
iii. চলচ্চিত্রে চলমানতা যুক্ত হওয়ায়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও :
রাব্বি ড্রয়িংরুমে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ তার বাবা পত্রিকা হাতে নিয়ে সেখানে আসে এবং টিভি বন্ধ করে রাব্বিকে পড়তে বসতে বলে।
৪৫. রাব্বির বিনোদন মাধ্যমটিকে কী বলা যায়? (প্রয়োগ)
[ক] প্রিন্ট মিডিয়া মাল্টিমিডিয়া
[গ] উইজার মিডিয়া [ঘ] ইন্টারঅ্যাকটিভ মিডিয়া
৪৬. উক্ত মিডিয়াটি গঠিত হয়েছে-
i. বর্ণের সমন্বয়ে
ii. শব্দের সমন্বয়ে
iii. চিত্রের সমন্বয়ে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
আজ রিয়ানের স্কুল বন্ধ। সে ঘুম থেকে ওঠে নাস্তা খেয়ে হোম ওয়ার্ক করে এখন ভিডিও গেমস খেলছে। খেলায় বিভিন্ন কমান্ড দিতে সে চার বাটনের একটি কীপ্যাড ব্যবহার করছে।
৪৭. রিয়ানের বিনোদন মাধ্যমটি কোন প্রকার মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] ওয়ানসাইডেড [খ] আউটারঅ্যাকটিভ
[গ] ন্যানোটেকনোলজি ইন্টারঅ্যাকটিভ
৪৮. উক্ত মাল্টিমিডিয়ার ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. পছন্দমতো ইনপুট দেয়া যায়
ii. আউটপুটে ছবি, শব্দ, ভিডিও যেকোনোটি পাওয়া যায়
iii. আরেকটি উদাহরণ হলো শিক্ষামূলক সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii i, ii ও iii
৪৯. সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? (জ্ঞান)
কম্পিউটার [খ] সিডিপ্লেয়ার
[গ] লেজার সেন্সর [ঘ] থ্রিডিটিভি
৫০. নিচের কোনটি গণনা যন্ত্র বা হিসাবনিকাশ করার যন্ত্র হিসেবেই সমধিক পরিচিত হয়ে আসছে? (জ্ঞান)
[ক] ক্যালকুলেটর কম্পিউটার
[গ] প্রিন্টার [ঘ] টাইপরাইটার
৫১. বর্তমানে কোন ক্ষেত্রে কম্পিউটার যন্ত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে? (অনুধাবন)
[ক] হিসাব নিকাশে [খ] তথ্য পারাপারে
লেখালেখির কাজে [ঘ] তথ্য সংরক্ষণে
৫২. আরিফাকে প্রতিদিন বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে হয়। এক্ষেত্রে তার জন্য কোন যন্ত্রাটি ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক? (প্রয়োগ)
[ক] ফ্যাক্স মেশিন [খ] টাইপ রাইটার
কম্পিউটার [ঘ] মোবাইল ফোন
৫৩. বিভিন্ন কাজ করার জন্য শুরুতে কম্পিউটারে কয়টি মিডিয়া ব্যবহার করতে হতো? (জ্ঞান)
এক [খ] দুই [গ] তিন [ঘ] চার
৫৪. শুরুতে বিভিন্ন ধরনের কাজ করার জন্য কম্পিউটারে কোন মাধ্যমটি ব্যবহৃত হতো? (প্রয়োগ)
বর্ণ [খ] চিত্র [গ] শব্দ [ঘ] তথ্য
৫৫. কোনটির প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে? (জ্ঞান)
[ক] লেজার সেন্সর [খ] ইকুয়ালাইজার
কম্পিউটার [ঘ] ক্যালকুলেটর
৫৬. কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা বোঝায় তার উপাদান কয়টি? (জ্ঞান)
[ক] এক [খ] দুই তিন [ঘ] চার
৫৭. এখনকার মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা কেমন? (অনুধাবন)
[ক] অতীতের চাইতে নিম্নমানের অতীতের চাইতে অনেক সমৃদ্ধ
[গ] অতীতের চাইতে অনেক ত্রæটিপূর্ণ [ঘ] অতীতের তুলনায় বৈচিত্র্যহীন
৫৮. সারা পৃথিবীতে এখন প্রচলিত ধারণা ও প্রচলিত যন্ত্রপাতিকে কোনটি দিয়ে স্থলাভিষিক্ত করার প্রবণতা দেখা যাচ্ছে? (জ্ঞান)
[ক] প্রিন্টার কম্পিউটার
[গ] স্ক্যানার [ঘ] ইন্টারনেট
৫৯. সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কোন যন্ত্রে হয়ে থাকে? (জ্ঞান)
কম্পিউটার [খ] কার্ড রিডার
[গ] টাইপরাইটার [ঘ] লেজার প্রিন্টার
৬০. অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সর্বত্রই এখন কী ব্যবহৃত হচ্ছে? (জ্ঞান)
[ক] ফ্যাক্স মেশিন [খ] টাইপরাইটার
কম্পিউটার [ঘ] ফটোটাইপসেটার
৬১. মুদ্রণ ও প্রকাশনায় কোনটির ব্যবহার নিরঙ্কুশ? (জ্ঞান)
[ক] টাইপরাইটার [খ] ফটোটাইপসেটার
কম্পিউটার [ঘ] ইন্টারনেট
৬২. দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ কোন যন্ত্র ব্যবহার করে করা হয়? (জ্ঞান)
[ক] ফটোসেটার [খ] টাইপরাইটার
[গ] প্রিন্টার কম্পিউটার
৬৩. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন দশকে? (জ্ঞান)
[ক] ষাট [খ] সত্তর
[গ] আশি নব্বই
৬৪. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন সফটওয়্যার দিয়ে? (জ্ঞান)
[ক] ওপেন সোর্সওয়ার্ড [খ] এমএস এক্সেল
ফটোশপ [ঘ] এমএস অফিস
৬৫. কোন যন্ত্রটি ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্সে জায়গা করে নিচ্ছে? (জ্ঞান)
[ক] লেজার সেন্সর [খ] টাইপরাইটার
[গ] টেলিপ্রিন্টার ☑ কম্পিউটার