page-10

page: 2

অধ্যায়ঃ ৪

নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)

৩১. খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয়? (জ্ঞান)

[ক] নিউ [খ] ওপেন

☑ ক্লোজ [ঘ] Exit

 

৩২. জাবেদ তার কম্পিউটারে গতকাল ‘Management Study’ নামে একটি ফাইল সেইভ করে রেখেছিল। ফাইলটি খোলার জন্য তাকে এখন কোথায় ক্লিক করতে হবে? (প্রয়োগ)

[ক] নিউ ☑ ওপেন

[গ] সেইভ এজ [ঘ] ক্লোজ

 

৩৩. আশরাফুল ইসলাম গত বছরের একটি ফাইল খোলে তাতে কিছু সংশোধন করলেন। কাজ শেষে তিনি সেভ অপশনে ক্লিক করলেন। এ ক্ষেত্রে কী ঘটবে? (প্রয়োগ)

[ক] তার নতুন ফাইলটি হারিয়ে যাবে

[খ] তার দুটো ফাইলই সংরক্ষিত হবে

☑ তার পুরানো ফাইলটি হারিয়ে যাবে

[ঘ] তার দুটো ফাইলই হারিয়ে যাবে

 

৩৪. মিজান তার কম্পিউটারে মাইক্রোসফট 2007 চালু করে অফিস বাটনে ক্লিক করল। এতে যে ফাইলটি আসবে তাতে সে কোন অপশনটি পাবে? (প্রয়োগ)

☑ Print [খ] Insert

[গ] Table [ঘ] Chart

 

৩৫. ওয়ার্ড প্রসেসিং-এর বাংলা অর্থ কী? (জ্ঞান)

☑ বর্ণ প্রক্রিয়াকরণ [খ] প্রক্রিয়াকরণ

[গ] অর্থ শব্দ প্রক্রিয়াকরণ [ঘ] প্রসেস করা

 

৩৬. লেখালেখির কাজ করাকে কী বলা হয়? (জ্ঞান)

[ক] ওয়ার্ড ☑ ওয়ার্ড প্রসেসিং

[গ] স্প্রেডশিট এনালাইসিস [ঘ] মাইক্রোসফট অফিস

 

৩৭. কোনটি মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম? (জ্ঞান)

☑ লেখালেখি করা [খ] বই পড়া

[গ] ঘুরে বেড়ানো [ঘ] গান শোনা

 

৩৮. মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান)

[ক] অ্যাডা লাভলেস [খ] স্টিভ জবস

[গ] মার্ক জাকারবার্গ ☑ বিল গেটস

 

৩৯. মাইক্রোসফট অফিস সফটওয়্যারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন কে? (জ্ঞান)

[ক] লর্ড বায়রন ☑ বিল গেটস

[গ] ব্যাচম্যান [ঘ] মার্কনি

 

৪০. কম্পিউটারে চিঠিপত্র লেখার কাজে সাধারণত কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? (অনুধাবন)

☑ Word processing [খ] Excel

[গ] Powerpoint [ঘ] Database

 

৪১. কম্পিউটারে কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে নানাদিক থেকে সুবিধা পাওয়া যায় কোন প্রোগ্রাম ব্যবহারে? (অনুধাবন)

[ক] লোটাস [খ] মাইক্রোসফট এক্সেল

☑ মাইক্রোসফট ওয়ার্ড [ঘ] পাওয়ার পয়েন্ট

 

৪২. কম্পিউটারে দ্রুত ও নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায় কোন প্রোগ্রাম ব্যবহারে? (জ্ঞান)

☑ মাইক্রোসফট ওয়ার্ড [খ] ফটোশপ

[গ] ফক্সপ্রো [ঘ] মাইক্রোসফট এক্সেস

 

৪৩. লেখালেখি ও হিসাবের কাজে ব্যবহৃত সফটওয়্যার কোনটি? (জ্ঞান)

[ক] গ্রাফিক্স সফটওয়্যার [খ] মাল্টিমিডিয়া সফটওয়্যার

☑ অফিস সফটওয়্যার [ঘ] প্রোগ্রামিং সফটওয়্যার

 

৪৪. বহুপূর্বে লেখালেখির কাজে কোনটি ব্যবহার করা হতো? (জ্ঞান)

[ক] ওয়ার্ড প্রসেসর ☑ টাইপরাইটার

[গ] কম্পিউটার [ঘ] লোটাস ১, ২, ৩

 

৪৫. টাইপরাইটার কী কাজে ব্যবহার করা হয়? (জ্ঞান)

[ক] হিসাবের কাজে [খ] প্রিন্টের কাজে

☑ লেখালেখির কাজে [ঘ] গ্রাফিক্সের কাজে

 

৪৬. টাইপরাইটারে কালির বদলে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)

☑ রিবন [খ] কার্বন [গ] গ্রাফাইট [ঘ] রঙ

 

৪৭. টাইপরাইটারে কোন সুবিধাটি পাওয়া যায় না? (জ্ঞান)

[ক] লেখালেখি ☑ সম্পাদনা

[গ] সুন্দর অক্ষর [ঘ] কীবোর্ডের ব্যবহার

 

৪৮. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি? (অনুধাবন)

[ক] লেখালেখি [খ] ছবি সংযোজন

☑ এডিটিং [ঘ] সেভ করা বা সংরক্ষণ

 

৪৯. ওয়ার্ড প্রসেসরে কোন অপশনটি রয়েছে? (অনুধাবন)

[ক] Formula ☑ Edit

[গ] Slide [ঘ] Animation

 

৫০. কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং-এর কাজ করে কী তৈরি করা যায়? (প্রয়োগ)

[ক] টেবিল ☑ ডকুমেন্ট

[গ] ডেটাবেজ [ঘ] প্রেজেন্টেশন

৫১. ওয়ার্ড পারফেক্ট কী ধরনের প্রোগ্রাম? (জ্ঞান)

[ক] এক্সেল প্রোগ্রাম ☑ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম

[গ] গ্রাফিক্স প্রোগ্রাম [ঘ] ডেটাবেজ প্রোগ্রাম

 

৫২. ওপেন অফিস রাইটার কী ধরনের প্রোগ্রাম? (অনুধাবন)

☑ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম [খ] স্প্রেডশিট প্রোগ্রাম

[গ] হিসাব-নিকাশ প্রোগ্রাম [ঘ] সফটওয়্যার তৈরির প্রোগ্রাম

 

৫৩. হিসাবের জন্য ব্যবহৃত অফিস প্রোগ্রাম কোনটি? (জ্ঞান)

[ক] মাইক্রোসফট ওয়ার্ড

☑ স্প্রেডশিট এনালাইসিস সফটওয়্যার

[গ] মাইক্রোসফট অফিস আউটলুক

[ঘ] ওরাকল

৫৪. একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় কোন সফটওয়্যারে? (জ্ঞান)

[ক] ক্যালকুলেটর ☑ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

[গ] টাইপরাইটার [ঘ] মাই অ্যাডমিন

 

৫৫. মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে? (অনুধাবন)

[ক] হিসাব-নিকাশের মাধ্যমে [খ] ঘুরে বেড়ানোর মাধ্যমে

[গ] ডেটাবেজের ব্যবহারে ☑ লেখালেখির মাধ্যমে

 

৫৬. লেখালেখির উন্নয়নে বর্তমানে কিসের ব্যবহার হচ্ছে? (জ্ঞান)

☑ তথ্য প্রযুক্তির [খ] মোবাইলের

[গ] ক্যালকুলেটর [ঘ] টাইপরাইটার

 

৫৭. লেখালেখির কাজে তথ্য প্রযুক্তির উপহার কোনটি? (জ্ঞান)

[ক] স্প্রেডশিট [খ] ডেটাবেজ প্রোগ্রাম

☑ ওয়ার্ড প্রসেসর [ঘ] পাওয়ার পয়েন্ট

 

৫৮. কম্পিউটারে তথ্য গ্রহণ ও উপস্থাপনে সাহায্য করে কোনটি? (জ্ঞান)

☑ ওয়ার্ড প্রসেসর [খ] মোবাইল

[গ] আউটলুক [ঘ] কীবোর্ড

 

৫৯. কোন সুবিধার কারণে ওয়ার্ড প্রসেসরে লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়? (প্রয়োগ)

[ক] ফাইভ এন্ড রিপ্লেস [খ] Copy করা

☑ সম্পাদনার [ঘ] সংরক্ষণ

 

৬০. লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি? (অনুধাবন)

[ক] লেখার আকার ছোট বড় করা

☑ বানান সংশোধন করা

[গ] ছবি যোগ করা

[ঘ] বক্স আকারে লেখাকে উপস্থাপন করা

 

৬১. ওয়ার্ড প্রসেসরের কোন অপশনটি document সংরক্ষণে ব্যবহৃত হয়? (প্রয়োগ)

[ক] Open ☑ Save

[গ] Prepare [ঘ] Publish

 

৬২. ওয়ার্ড প্রসেসরে পূর্বে ডকুমেন্টকে বার বার ব্যবহার করা যায় কিভাবে? (অনুধাবন)

☑ ডকুমেন্ট সংরক্ষণ করে [খ] ডকুমেন্টের চার্ট ব্যবহার করে

[গ] কীবোর্ড ব্যবহার করে [ঘ] document পাবলিশ করে

 

৬৩. ওয়ার্ড প্রসেসরে তথ্য এক document হতে অন্য document-এ কিভাবে নেওয়া যায়? (প্রয়োগ)

[ক] পেস্ট করে [খ] ফাইন্ড এন্ড রিপ্লেস ব্যবহারে

☑ কপি করে [ঘ] টেমপ্লেট ব্যবহার করে

 

৬৪. ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ডটি ব্যবহার হয়? (প্রয়োগ)

[ক] ইনসার্ট কমান্ড [খ] চার্ট কমান্ড

☑ ফাইন্ড এন্ড রিপ্লেস কমান্ড [ঘ] বাট কমান্ড

 

৬৫. ওয়ার্ড প্রসেসরে বার বার প্রয়োজনীয় ডকুমেন্টটি কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয়? (প্রয়োগ)

[ক] পিডিএফ আকারে [খ] ওয়ার্ড আকারে

☑ টেমপ্লেট আকারে [ঘ] ইমেজো আকারে

 

৬৬. বড় আকারের ডকুমেন্টে কাজ করা যায় কোন সফটওয়্যারে? (জ্ঞান)

☑ ওয়ার্ড প্রসেসর [খ] এক্সেল

[গ] My SQL [ঘ] গ্রাফিক্স সফটওয়্যার

 

৬৭. কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়? (অনুধাবন)

[ক] Refference

☑ Spelling & grammar checking

[গ] Word checker

[ঘ] Speller

 

৬৮. কোন সফটওয়্যারের সাহায্যে বানান সংশোধন করা যায়? (জ্ঞান)

☑ স্পেল চেকার [খ] স্পেলিং

[গ] ফটোশপ সফটওয়্যার [ঘ] একসেস সফটওয়্যার

 

৬৯. স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে কোন সফটওয়্যারে? (জ্ঞান)

[ক] প্রোগ্রামিং সফটওয়্যার ☑ ওয়ার্ড প্রসেসর

[গ] মাইক্রোসফট একসেস [ঘ] ডিজাইন সফটওয়্যার

 

৭০. সংরক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট কতবার প্রিন্ট করা যায়? (অনুধাবন)

[ক] এক বার [খ] দুই বার

[গ] পাঁচ বার ☑ যতবার খুশি ততোবার