Instant Exam(SSC ICT)

1. 
কত সালে VIRUS শব্দের নামকরণ করা হয়?

2. 
পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়?

3. 
সুমন সেন্টমার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।

4. 
কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?

5. 
আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিক ও প্রোগ্রামিং ক্ষমতার জন্য কী বলছি?

6. 
ইদানীং কী ছাড়া আইসিটি যন্ত্রপাতির ব্যবহার কল্পনা করা যায় না?

7. 
কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

8. 
ডিজিটাল কনটেন্টের বৈশিষ্ট্য হলো-

i. ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে
ii. ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয়
iii. ডিজিটাল উপাত্ত আকারে প্রেরিত ও গৃহীত হয়

নিচের কোনটি সঠিক?

9. 
রোকন কম্পিউটারে আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করে থাকে।

10. 
আমরা নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করি-

11. 
ওপেন অপশনটির কীবোর্ড কমান্ড কোনটি?

12. 
কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়?

13. 
কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে?

14. 
অফিস সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি-

15. 
মাইক্রোসফট অফিস সফটওয়্যারকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেন কে?

16. 
কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কী বলে?

17. 
মিরন তার কম্পিউটারের একটি সফটওয়্যার ডিলিট করতে চায়। এজন্য প্রথমে তাকে সফটওয়্যারটি কী করতে হবে?

18. 
কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

19. 
প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশকিছু কী ফাইল তৈরি হয়?

20. 
Fred Cohen কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?

21. 
কোন সুবিধার কারণে ওয়ার্ড প্রসেসরে লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়?

22. 
কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?

23. 
ডিজিটাল কনটেন্ট সম্প্রচারিত হতে পারে- i. কম্পিউটারের ফাইল আকারে ii. এনালগ পদ্ধতিতে iii. ডিজিটাল পদ্ধতিতে নিচের কোনটি সঠিক?

24. 
কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?

25. 
ডিজিটাল কনটেন্ট হলো-