HSC MCQ QUIZ 6

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (HSC)
অধ্যায়- ৬
পূর্ণমানঃ ৩০
সময়ঃ ২০ মিনিট
1. 
বায়ােইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলাে হলাে—

i. জৈব প্রযুক্তি
ii. জীবাণু অস্ত্র তৈরি
iii. মহাকাশ গবেষণা

নিচের কোনটি সঠিক?

2. 
কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?

3. 
হ্যাকার বলা হয় কাদেরকে?

4. 
নিচের উদ্দীপকের আলােকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন । তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন।

উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলাে-

i. শিক্ষা ক্ষেত্রে
ii. গােয়েন্দা নজরদারিতে
iii. সামাজিক যােগাযােগে।

নিচের কোনটি সঠিক?

5. 
মােবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?

6. 
ভিজুয়্যাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম অটোমােশনে ব্যবহৃত হয়-

7. 
ক্রায়ােসার্জারিতে কোন প্রযুক্তি প্রয়ােগ করা হয়?

8. 
খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-

9. 
টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?

10. 
কোনটি বায়ােইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?

11. 
জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়?

12. 
কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

13. 
ক্রায়ােসার্জারি কোন ধরনের রােগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

14. 
প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?

15. 
মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?

16. 
বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন।

বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে—

i. দেশীয় প্রজাতির বিলুপ্তি
ii. ফলন কমে যাওয়া
iii. নতুন রােগ সৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?

17. 
নেটভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলে?

18. 
বায়ােমেট্রিক্স ব্যবহৃত হয়-

i.কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
ii. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে
iii. পাসপাের্ট তৈরিতে

নিচের কোনটি সঠিক?

19. 
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ-

i. এক্সপার্ট সিস্টেম
ii. ফাজি লজিক
iii. লার্নিং সিস্টেম

নিচের কোনটি সঠিক?

20. 
ডা, মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারের রােগী তার কাছে এলে তিনি তাকে –120°C তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন ।

 প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে-

21. 
বায়ােমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে-

i. জাতীয় পরিচয়পত্রে
ii. পাসপাের্টে
iii. জন্ম নিবন্ধনে

নিচের কোনটি সঠিক?

22. 
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

23. 
অসুস্থতার কারণে অমিত অনুপস্থিত থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মােবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “এক্ষুণি তােমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও মােবাইল ফোনে প্রয়ােজনীয় তথ্যের টেক্সট, অডিও ভিডিও ডাউনলােড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।

অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে-

i. ক্লাসের অনুপস্থিতি
ii. তথ্য প্রযুক্তির ব্যবহার
iii. ই-লার্নিং সিস্টেম

নিচের কোনটি সঠিক?

24. 
রােবটিক্স-এর ক্ষেত্রে প্রযােজ্য-

i. হার্ডওয়্যার
ii. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
iii. নতুন গবেষণা পরিচালনা

নিচের কোনটি সঠিক?

25. 
কম্পিউটার সিম্যুলেশন প্রয়ােগের ক্ষেত্র কোনটি?[চ, বাে, ‘১৭]

26. 
রােবট ব্যবহৃত হয়-

i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
ii. খনির অভ্যন্তরীণ কাজে

নিচের কোনটি সঠিক?

27. 
সােনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।

উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি হচ্ছে-
i. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ii. বায়ােমেট্রিক্স
iii. বায়ােইনফরমেটিক্স

নিচের কোনটি সঠিক?

28. 
ভাচুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?

29. 
ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে-

i. কম্পিউটার
ii. ক্রায়ােপ্রােব
iii. রােবট

নিচের কোনটি সঠিক?

30. 
অত্যধিক ঠাণ্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর ওপর নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়?