HSC MCQ QUIZ 5

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (HSC)
অধ্যায়- ৫
পূর্ণমানঃ ৩০
সময়ঃ ২০ মিনিট
1. 
কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?

2. 
কর্মসংস্থানের জন্য বর্তমানে-

i. ঘরে বসেই কাজ পাওয়া যায়।
ii. ইন্টারনেট সুবিধা নেওয়া যায়
iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

3. 
মি, ‘ক’ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় ।

মি. ক এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে-

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে।
ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

4. 
ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়।

5. 
হ্যাকার বলা হয় কাদেরকে?

6. 
আউটসাের্সিং কী?

i.  নির্দিষ্ট শ্রম ঘণ্টায় কাজ করা
ii.  ইন্টারনেটভিত্তিক কাজ
iii. বিশেষ ব্রাউজিং সুবিধা।
iv. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।

7. 
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ-

i. এক্সপার্ট সিস্টেম
ii. ফাজি লজিক
iii. লার্নিং সিস্টেম

নিচের কোনটি সঠিক?

8. 
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয় । কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব-স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর।

উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলাের মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর?

9. 
কম্পিউটার সিম্যুলেশন প্রয়ােগের ক্ষেত্র কোনটি?[চ, বাে, ‘১৭]

10. 
অনুমতি ব্যতীত কোনাে কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে?

11. 
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

12. 
রহিম সাহেব বন্যাপ্রবণ এলাকায় চাষাবাদ উপযােগী ধান উৎপাদনের লক্ষ্যে কাজ করার পর একটি বিশেষ জাতের ধান উৎপাদন করলেন যা বন্যার পানিতে তলিয়ে গেলেও সহজে নষ্ট হয় না।

উল্লেখিত প্রযুক্তি হচ্ছে-

13. 
নিচের কোন রোগের জন্য ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়?

14. 
ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে বলা হয়-

15. 
বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?

16. 
BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে ।

উদ্দীপকের কর্মকাণ্ডে

i. অর্থনৈতিক উন্নয়ন হবে
ii. চিকিৎসাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে।
iii. জীববৈচিত্র্যের উদ্ভব হবে

নিচের কোনটি সঠিক?

17. 
আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলােচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়ােজন করে।

উদ্দীপকে আবিরের আয়ের উৎসটি কী?

18. 
কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারের চিন্তা-ভাবনা হয়-

19. 
কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানাে যায়?

20. 
বায়ােমেট্রিক্স পদ্ধতিতে কোনটি বেশি ব্যবহৃত হয়?

21. 
ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে-

i. কম্পিউটার
ii. ক্রায়ােপ্রােব
iii. রােবট

নিচের কোনটি সঠিক?

22. 
লােকমান সাহেব গবেষণা করে নানান প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন; এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।

উদ্দীপকে লােকমান সাহেবের গবেষণার সহায়ক প্রযুক্তি কোনটি?

23. 
ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?

24. 
ভাচুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?

25. 
মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?

26. 
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযােগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে।

উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি হলাে-

27. 
খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-

28. 
প্রথম ট্রান্সজেনিক প্রাণী-

29. 
রােবটিক্স-এর ক্ষেত্রে প্রযােজ্য-

i. হার্ডওয়্যার
ii. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
iii. নতুন গবেষণা পরিচালনা

নিচের কোনটি সঠিক?

30. 
মি, হাসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত, চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে প্যাকেটজাতকরণে পদার্থের মাইক্রোস্কোপিক অণু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করে ।পণ্যের বিপণন, মজুদকরণ এবং উৎপাদনে গতিশীলতার কারণে বাজারে তার অবস্থা আরাে শক্তিশালী হয় ।

 মি. হাসানের বাজারে শক্ত অবস্থানের কারণ পণ্যটি-

i. আকর্ষণীয় মােড়কযুক্ত

ii. আর্দ্রতা প্রতিরােধী
iii. পরিবহনে সুবিধা

নিচের কোনটি সঠিক?