1.
কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন?
2.
সিগন্যালটির সাংখ্যিক মান কত?
3.
A ফলাফল হতে পারে যখন
- A + A + A
ii. A.A
iii, A ⊕A
নিচের কোনটি সঠিক?
6.
বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্য কোনটি?
7.
A+ BC= (A+B) (A+C) উপপাদ্যটি হলো—
9.
ডি-মরগ্যানের উপপাদ্য অনুযায়ী পাই-
10.
ডি-মরগ্যান এর উপপাদ্য কোনটি?
12.
এর সরলীকৃত মান কত?
13.
নিচের কোনটি মৌলিক গেইট?
14.
কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?
15.
নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?
16.
বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মােট কয়টি মৌলিক গেইট প্রয়োজন?
17.
যদি তিন ইনপুট OR গেইটের আউটপুট ০ (শূন্য) করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে?
18.
AND এবং NOT গেইট মিলে কোন গেইট হয়?
20.
তিনটি ইনপুট বিশিষ্ট NOR গেইটের ক্ষেত্রে আউটপুট 1 হবে-
21.
NOR গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?
22.
উভয় ইনপুট ১ হলে আউটপুট 0 হয় কোন গেইটে?
i. NAND
ii. NOR
iii. XNOR নিচের কোনটি সঠিক?
23.
NOR এর আউটপুট ০ (শূন্য) হবে যখন -
i.যেকোনো একটি আউটপুট 0 (শূন্য)
ii. সবগুলো ইনপুট
iii. যেকোনো একটি ইনপুট1 নিচের কোনটি সঠিক?
24.
NOR গেইটের আউটপুট কোন গেইটের আউটপুটের বিপরীত?
25.
মৌলিক গেইটগুলো বাস্তবায়ন করা যায় –কোন গেইট দিয়ে
i.NAND
ii. NOR
iii. XOR নিচের কোনটি সঠিক?
26.
কোন গেইটের সকল ইনপুট 0 হলে আউটপুট ১ হবে?
i.NAND
ii. NOR
iii. X-NOR নিচের কোনটি সঠিক?
27.
কোন গেইটে দুটো ইনপুটের একই মানের জন্য আউটপুট ১ এবং ইনপুট দুটো ভিন্ন মানের জন্য আউটপুট হবে?
28.
XOR গেইট তৈরিতে ব্যবহৃত হয়-
i. OR Gate
ii. AND Gate
iii. NOT Gate নিচের কোনটি সঠিক?
29.
a = 1, b = 0 এর জন্য a + b = ?
30.
কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?
31.
যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে?
32.
. 16 লাইন Encoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?
33.
কোন সার্কিটে সর্বোচ্চ ‘ষােলটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায়?
34.
কোন বর্তনী B বর্ণকে ASCII-তে রূপান্তর করে?
35.
16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?
36.
এনকোডারের সাহায্যে যেকোনো আলফানিউমেরিক বর্ণকে কোন কোডে পরিণত করা যায়?
37.
এনকোডারের ইনপুট হচ্ছে –
i. অকটাল সংখ্যা
ii. দশমিক সংখ্যা
iii. হেক্সাডেসিমেল সংখ্যা নিচের কোনটি সঠিক?
38.
কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে?
39.
কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট প্রদান করে?
40.
ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে
41.
পাঁচটি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?
42.
নিচের প্রশ্নের উত্তর দাও : A ও B দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে।
43.
নিচের প্রশ্নের উত্তর দাও : A ও B দুটি বর্তনীর প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে।
A বর্তনীটি কোথায় যুক্ত থাকে?