HSC MCQ QUIZ 2

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (HSC)
অধ্যায়- ১
পূর্ণমানঃ ৩০
সময়ঃ ২০ মিনিট
1. 
বায়ােমেট্রিক্স ব্যবহৃত হয়-

i.কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
ii. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে
iii. পাসপাের্ট তৈরিতে

নিচের কোনটি সঠিক?

2. 
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ-

i. এক্সপার্ট সিস্টেম
ii. ফাজি লজিক
iii. লার্নিং সিস্টেম

নিচের কোনটি সঠিক?

3. 
বহুল ব্যবহৃত সামাজিক যােগাযােগ মাধ্যম কোনটি?

4. 
ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা-

 i. একে অপরের ছবি দেখতে পারে
ii. প্রত্যেকে প্রত্যেকের কথােপকথন শুনতে পারে।
iii. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

নিচের কোনটি সঠিক?

5. 
কোনটি রােবটের ব্যবহার?

6. 
উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

7. 
পলিথিন, ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়?

8. 
কম্পিউটার ইথিকসের নির্দেশনা কয়টি?

9. 
নিচের কোন রোগের জন্য ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়?

10. 
প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?

11. 
রােবটের হাত ও পা নাড়াচাড়া করার জন্য সেটির মধ্যে থাকে।

12. 
কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?

13. 
টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?

14. 
ডা, মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারের রােগী তার কাছে এলে তিনি তাকে –120°C তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন ।

 প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে-

15. 
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযােগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে।

উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি হলাে-

16. 
BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে ।

উদ্দীপকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

17. 
মি. সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। তার কপালের টিউমারটি চিকিত্সক – 20° c তাপমাত্রার তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন।

চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে—

18. 
মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?

19. 
ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে-

i. চিকিৎসাক্ষেত্রে ঝুঁকি কমে
i. সৈনিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়
iii. মানুষের দৃষ্টি ও শ্রবণ শক্তি বাড়ায়

নিচের কোনটি সঠিক?

20. 
রহিম সাহেব বন্যাপ্রবণ এলাকায় চাষাবাদ উপযােগী ধান উৎপাদনের লক্ষ্যে কাজ করার পর একটি বিশেষ জাতের ধান উৎপাদন করলেন যা বন্যার পানিতে তলিয়ে গেলেও সহজে নষ্ট হয় না।

 উপরােক্ত কর্মকাণ্ডটি—
i. খাদ্য ঘাটতি পূরণে সহায়তা করবে
ii. পরিবেশের ভারসাম্য রক্ষা করবে
iii. অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে

নিচের কোনটি সঠিক?

21. 
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

22. 
আউটসাের্সিং কী?

i.  নির্দিষ্ট শ্রম ঘণ্টায় কাজ করা
ii.  ইন্টারনেটভিত্তিক কাজ
iii. বিশেষ ব্রাউজিং সুবিধা।
iv. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।

23. 
রােবট ব্যবহৃত হয়-

i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
ii. খনির অভ্যন্তরীণ কাজে

নিচের কোনটি সঠিক?

24. 
বিভিন্ন জটিল রােগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ-

25. 
কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

26. 
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

27. 
মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন । তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন।

মইন সাহেবের তথ্য ও প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকাণ্ড?
i.
ইতিবাচক
ii. কার্যকরী
iii. সময়ােপযােগী

নিচের কোনটি সঠিক?

28. 
ন্যানাে অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?

29. 
কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়?

30. 
মি, ‘ক’ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় ।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে-