9.
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেন।
উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মােড কোনটি?
29.
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খােলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে যাদের মাঝখানে কোন বাধা নেই । একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে।
উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?