HSC MCQ exam chap 2(full)

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (HSC)
অধ্যায়- ২ (FULL)
পূর্ণমানঃ ৩০
সময়ঃ ২০ মিনিট
1. 
কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

2. 
ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়-

3. 
সাধারণত মােবাইল কমিউনিকেশন হলাে-

i তারবিহীন যােগাযােগ ব্যবস্থা
ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা
iii. ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক?

4. 
মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে?

5. 
GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়?

6. 
হটস্পট কী?

7. 
রেডিও তরঙ্গ কত প্রকার?

8. 
Wi-Max কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?

9. 
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেন।

 উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মােড কোনটি?

10. 
ডেটা স্থানান্তরের হারকে বলে-

11. 
নিচের চিত্রটি কোন মােডের?

12. 
ভূপৃষ্ঠে ট্রান্সমিটার বসানাে থাকে কোন ওয়েভে?

13. 
অপটিক্যাল ফাইবার ক্যাবল-

i. উচ্চগতি সম্পন্ন
ii. দামে সস্তা
iii. বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত

নিচের কোনটি সঠিক?

14. 
একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?

15. 
ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?

16. 
ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় কোন ট্রান্সমিশনে?

17. 
ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে-

18. 
৩০০ গিগাহার্জ থেকে ৪০০ টেরাহার্জ পর্যন্ত ফ্রিয়ােয়েন্সি বলা হয় –

i. ইনফ্রারেড
ii. রেডিও ওয়েভ
ii. মাইক্রো ওয়েভ

নিচের কোনটি সঠিক?

19. 
Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে-

i. কভারেজ এরিয়ায়
ii. ট্রান্সমিশন মােডে
ii. ট্রান্সমিশন স্পীডে

নিচের কোনটি সঠিক?

20. 
bps এর পূর্ণরূপ কী?

21. 
অপটিক্যাল ফাইবার ক্যাবলে তথ্য আদান-প্রদানের মূল অংশ

i. আলােক উৎস
ii. প্রেরক মাধ্যম।
iii. ডিটেক্টর

নিচের কোনটি সঠিক?

22. 
টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?

23. 
মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?

24. 
IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?

25. 
নিচের কোনটি Wi-Fi স্ট্যান্ডার্ড?

26. 
গ্রুপ SMS প্রদান হলাে –

27. 
10 কিলােহার্জ থেকে গিগাহার্জের মধ্যে সীমিত ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয়-

28. 
কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মােড কোনটি?

29. 
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খােলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে যাদের মাঝখানে কোন বাধা নেই । একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে।

উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?

30. 
আইসােক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ডেটা পাঠাতে কত সময়ের প্রয়ােজন?