HSC MCQ BANK 4

1. 
HTML এর উদ্ভাবক হলেন—

2. 
HTML প্রাথমিক রূপ লাভ করে কত সালে?

3. 
ওয়েব পেইজ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় কত সালে?

4. 
প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে?

5. 
CERN কোথায় অবস্থিত?

6. 
গ্লোবাল হাইপারটেক্সট প্রজেক্ট এর প্রস্তাবনা দেন-

7. 
টিম বার্নাস লীর সাথে সম্পর্কযুক্ত

i. Www ও MIT এর অধ্যাপক
ii. Google এর জনক ও তড়িৎ প্রকৌশল
iii. HTML ও জেনেভার সার্ন

নিচের কোনটি সঠিক?

8. 
স্ট্যাটিক ওয়েব সাইটের বৈশিষ্ট্য কোনটি?

9. 
মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি?

10. 
তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি লােডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন ।

তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি কোন ধরনের?

11. 
তমালের তৈরিকৃত ওয়েব পেইজটি লােডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন ।

ওয়েবপেজের সমস্যা সমাধানের জন্য উপযােগী ভাষা হলাে-
i. ASP
ii. PHP
iii. JSP
নিচের কোনটি সঠিক?

12. 
ওয়েব পেইজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?

13. 
বাংলা সার্চ ইঞ্জিন -

14. 
Google.com কী?

15. 
ওয়েব ব্রাউজার হলাে—

i, গুগল ক্রোম
ii. সাফারি
iii. ইউটিউব।

নিচের কোনটি সঠিক?

16. 
কোনটি ওয়েব ব্রাউজার?

17. 
ISP এর পূর্ণ নাম কী?

18. 
ওয়েব পেইজ পরিদর্শন করাকে কী বলে?

19. 
প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কোনটি থাকে?

20. 
ওয়েব পেইজের অ্যাড্রেসকে কী বলে?

21. 
URL হলাে ওয়েবপেইজের–

22. 
ওয়েব পেইজ ডিজাইন কোনটি?

23. 
ডােমেইন নেম প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে?

24. 
URL এর অংশগুলাে হলাে-

i. প্রােটোকল নেম
ii. হােস্ট নেম
iii. ডাইরেক্টরি নেম

নিচের কোনটি সঠিক?

25. 
হােম পেইজ দেখার জন্য আবশ্যক?

i. ওয়েব ব্রাউজার
ii. সার্চ ইঞ্জিন
iii. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

26. 
Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?

27. 
সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান হয় কোনটির মাধ্যমে?

28. 
HTML-এর মাধ্যমে কোডিং করতে কী ব্যবহার করা হয়?

29. 
ওয়েব পেইজ ডিজাইন করতে হলে বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাংগুয়েজ ব্যবহার করতে হয়-

i. MySQL
ii. SQL Server
iii. Oracle

নিচের কোনটি সঠিক?

30. 
একটি ওয়েব পেইজের প্রথম পৃষ্ঠাকে কী বলে?

31. 
HTML নামক মার্ক আপ ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?

32. 
কোন প্রতিষ্ঠান, কোম্পানির বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেইজকে কী বলে?

33. 
গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার?

34. 
ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামাে কী?

35. 
কোন ওয়েব সাইট কাঠামােতে যে কোনাে পেইজ থেকে সরাসরি হােম পেইজে যাওয়া যায়?

36. 



 উদ্দীপকের চিত্রটি ওয়েবসাইটের কোন কাঠামাের সাথে মিল রয়েছে?

37. 
কোন স্ট্রাকচারের প্রত্যেকটি পেইজ হচ্ছে অনুক্রমিক?

38. 
Page-4 ও Page-5 কে Page-2 এর সাথে যুক্ত করলে—

i. ওয়েবসাইটের কাঠামাে পরিবর্তিত হবে
ii নতুন করে HTML কোড লিখতে হবে
iii. মেমােরি স্পেস কম লাগবে।

নিচের কোনটি সঠিক?

39. 


চিত্রে কোন ধরনের কাঠামাে প্রদর্শিত হয়েছে?

40. 


 চিত্রের কাঠামােটির বৈশিষ্ট্য
i. সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র
ii. মূল মেনুর সাথে সাব মেনু থাকে
iii. অনলাইন সিস্টেমে অনুপযােগী

নিচের কোনটি সঠিক?

41. 
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েব পেইজসমূহ বহুস্তরে বিন্যস্ত ।পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করল।

ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি?

42. 
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েব পেইজসমূহ বহুস্তরে বিন্যস্ত ।পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করল।

গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে-

i. ডােমেইন নেইম রেজিস্ট্রেশন করা
ii. ওয়েব পেইজসমূহ সমান করা
iii. ওয়েবসাইট হােস্টিং করা

নিচের কোনটি সঠিক?

43. 
পান্না নতুন ওয়েব পেইজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েব পেইজে হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতিটি শিখেছে।

পান্না কোডিং করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করবে?

44. 
পান্না নতুন ওয়েব পেইজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েব পেইজে হাইপারলিঙ্ক ব্যবহার করার পদ্ধতিটি শিখেছে।

পান্না সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে তার মাধ্যমে সে ওয়েব পেইজ—

i. সমৃদ্ধ করতে পারবে
ii. তথ্যবহুল করে তুলতে পারবে
ii. দৃষ্টি নন্দন করতে পারবে

নিচের কোনটি সঠিক?

45. 
শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরম পূরণ করে। সেখানে বসেই সে তার মােবাইলে পূরণকৃত ফরমের আলােকে নির্দেশনামূলক একটি মেসেজ পায় ।

এখানে তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে?

46. 



This is first website

দৃশ্যকল্পের জন্য ব্যবহৃত হতে পারে-

i. HTML সিনটেক্স
ii. টেক্সট এডিটর
iii. ব্রাউজার সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?

47. 
HTML এর সংস্করণ HTML5 এর প্রকাশকাল কোনটি?

48. 
HTTP-এর পূর্ণরূপ কী?

49. 
HTML দিয়ে ওয়েব প্রেজেন্টেশন তৈরি করার সময় কোন এডিটর ব্যবহার করা হয়-

i. Wordpad
ii. Notepad
iii. Dos Editor

নিচের কোনটি সঠিক?

50. 
HTML এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে?

51. 
HTML হচ্ছে—

i.শেখা সহজ
ii. কেস সেনসিটিভ
iii, রক্ষণাবেক্ষণ সহজ

নিচের কোনটি সঠিক?

52. 
HTML এর body অংশে থাকে-

i. ছবি
ii. টেবিল
iii. ওয়েব পেইজ টাইটেল

নিচের কোনটি সঠিক?

53. 
কম্পিউটারে HTML ব্যবহার করে Home Page-এ যুক্ত করা যায়-

,i. গ্রাফিক্স
ii. স্থির চিত্র
iii. চলমান চিত্র

নিচের কোনটি সঠিক?

54. 
HTML এর সুবিধাগুলাে হলাে-

i. HTML-এর সাথে XML-এর (Extended Markup Language) অনেক সাদৃশ্য রয়েছে
ii. বেশির ভাগ ডেভেলপমেন্ট টুলস HTML সমর্থন করে
iii. বেশির ভাগ সার্চ ইঞ্জিন HTML বান্ধব নয়

নিচের কোনটি সঠিক?

55. 
HTML-এর সুবিধা হলাে-

i. সর্বব্যাপী ব্যবহার
ii. অধিকাংশ ব্রাউজার সাপাের্ট করে
iii. কোডিং করা সহজ

নিচের কোনটি সঠিক?

56. 
একটি HTML ফাইলে

i. শুরু ট্যাগ হিসেবে থাকে
ii. প্রতি জোড়া শুরু শেষ ট্যাগ থাকে
ii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে

নিচের কোনটি সঠিক?

57. 
HTML ফাইল তৈরি হয় কীভাবে?

58. 
ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে-

59. 
এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?

60. 
ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে?

61. 
কোন html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না?

62. 
HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?

63. 
ওয়েব পেইজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি?

64. 
কিছু কিছু ট্যাগ-

i. বৈশিষ্ট্য প্রকাশ করে।
ii. Empty ট্যাগ ব্যবহার হয়।
iii. প্রতিটি ট্যাগ শুরু হয় চিহ্ন দ্বারা

নিচের কোনটি সঠিক?

65. 
কোনাে ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?

i.
ii.

lii.



নিচের কোনটি সঠিক?

66. 
নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না?

i <br>
ii <img>
iii.<b>

নিচের কোনটি সঠিক?

67. 
<p align=”center”> Bangladesh </P>

উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি?

68. 
<p align=”center”> Bangladesh </P>

 উদ্দীপকে এট্রিবিউট ভেলু কোনটি?

69. 
নিচের কোনটি এম্পটি ট্যাগ?

70. 
নিচের কোনটি ফাঁকা ট্যাগ?

71. 
প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কোনটি?

72. 
নিচে কোন ট্যাগটি Italic টেক্সট নির্দেশ করে?

73. 
</html> হলাে-

74. 
‘br’ এর HTML tag এ থাকে না-

i. ওপেনিং ট্যাগ
ii. ক্লোজিং ট্যাগ
iii. টেক্সট ফিল্ড

নিচের কোনটি সঠিক?

75. 
এইচটিএমএল কোড <p> H <sup> 2 </sup> O </p> এর ফলাফল কোনটি?

76. 

<html>
<body>
<h1> ICT </h1>
</body>
</html>

প্রাপ্ত আউটপুটে কী দেখাবে?

77. 
হেডিং ট্যাগ কয়টি?

78. 
সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?

79. 
নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছােট?

80. 
ওয়েবসাইটের লে-আউটকে কী বলা হয়?

81. 
যদি একটি ফন্টের বিভিন্ন সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় তাকে কী বলে?

82. 
ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?

83. 
HTML-এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়ােজন?

84. 
নীল কালারের কোড হলাে—

85. 
RGB (255, 255, 255) দ্বারা কোন রং নির্দেশ করে?

86. 
মি. কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযােজন করলেন।কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযােজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না।

মি. কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি?

87. 
মি, কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযােজন করলেন।কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযােজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না।

মি. কালাম এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলাে হলাে-

i.ফাইলের নাম লিখতে ভুল করা
ii. ব্রাউজার সাপাের্ট না করা
iii. সঠিক লােকেশন ব্যবহার না করা

নিচের কোনটি সঠিক?

88. 
একটি পেইজের সাথে অন্য পেইজের সংযােগকে HTML ভাষায় কী বলে?

89. 
ওয়েবপেইজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?

90. 
নিচের কোনটি HTML এর Link tag?

91. 

<html>
<head>
<title> This is My First Web Page </title>
</head>
<body>
<h1> This is My Website </h1>
<P> <U> This is My Personal Website </U></P>
</body>
</html>
 উদ্দীপকের This is My Personal Website লাইনটির আউটপুটের ধরন কিরূপ হবে?

92. 
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

<html>
<head>
<title> This is My First Web Page </title>
</head>
<body>
<h1> This is My Website </h1>
<P> <U> This is My Personal Website </U></P>
</body>
</html>
 উদ্দীপকের ৭ম লাইনটিতে Personal শব্দের ওপর ক্লিক করলে জীবন বৃত্তান্তের পেইজটি ওপেন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে?

93. 
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

নিরব নতুন ওয়েব ডেভেলপার। সে HTML ব্যবহার করে ওয়েব পেইজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।
নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে?

94. 
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

নিরব নতুন ওয়েব ডেভেলপার। সে HTML ব্যবহার করে ওয়েব পেইজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।
নিরব যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা -
      i.ওয়েবসাইটের একটা পেইজের এক অংশের সাথে একই              পেইজের অন্য অংশের লিংক করা যায়
     ii. ওয়েবসাইটের এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়া যায়।
     iii. এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিঙ্ক করা যায়

নিচের কোনটি সঠিক?

95. 
নিচের কোডটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

<html>
<body>
<p> <b> First Program </b> </p>
<a href=”test.html” > Test Website </a>
</body>
</html>
 কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়েছে?
 i.ফরমেটিং
ii. হাইপারলিঙ্ক
iii. ইমেজ লিঙ্ক

নিচের কোনটি সঠিক?



96. 
ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে?

97. 
নিচের কোডটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

<a href=”url”> link text </a>

উক্ত কোডের “url” দ্বারা বুঝায়-

98. 
নিচের কোডটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

<a href=”url”> link text </a>

উক্ত কোড থেকে বুঝায়-

i. href দ্বারা লিঙ্কের ঠিকানা।
ii, url দ্বারা ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা
iii. <a> দ্বারা অ্যাঙ্কর এলিমেন্ট

নিচের কোনটি সঠিক?

99. 
নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা?

100. 
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

লিমা তার তৈরিকৃত ওয়েব পেইজে একটি নতুন ছবি সংযুক্ত করল । এর ফলে তার পেইজটি আরও দৃষ্টিনন্দন হলাে।
লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করল সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে?

101. 
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

লিমা তার তৈরিকৃত ওয়েব পেইজে একটি নতুন ছবি সংযুক্ত করল । এর ফলে তার পেইজটি আরও দৃষ্টিনন্দন হলাে।

লিমা যে ছবিটি সংযুক্ত করেছে তা হতে পারে-

i.jpg
ii.bmp
iii. png

নিচের কোনটি সঠিক?

102. 
ব্রাউজার যদি কোনাে কারণে ইমেজ লােড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনাে টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি?

103. 
টেবিল এর অনুভূমিক লাইনকে কী বলে?

104. 
টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে?

105. 
<tr> ট্যাগ হলাে—

106. 
HTML 5 লে-আউট এর একটি ট্যাগ Table এবং অপরটি কী?

107. 
<td> ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট-

i, align
ii. face
iii. colspan

নিচের কোনটি সঠিক?

108. 
Table তৈরি করতে প্রয়ােজনীয় Tag-

i <th> </th>
ii. <tr> </tr>
iii. <td>….</td>

নিচের কোনটি সঠিক?

109. 
টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয়?

i <tr>
ii. <th>
iii. <td>

নিচের কোনটি সঠিক?

110. 

<table> <tr> <td> A </td> <td> B </td> </tr>
<tr> <td> C</td> <td> D</td></tr> </table>

উদ্দীপকের html এ কোডের আউটপুট কোনটি?

111. 
কোনাে টেবিলের row height বাড়ানাের জন্য নিম্নের কোন attribute ব্যবহৃত হয়?

112. 
কোন html ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়?

113. 
টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে?

114. 
ওয়েবসাইটে যে সার্ভার থাকে তাকে কী বলে?

115. 
ওয়েবসাইট তৈরি ও পাবলিশিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়-

i ওয়েব সাইট ডিজাইন
ii. ডােমেইন রেজিস্ট্রেশন
iii. ডােমেইন হােস্টিং

নিচের কোনটি সঠিক?

116. 
একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মােট কয়টি অকটেড প্রয়ােজন?

117. 
ডােমেইন নাম হলাে—

118. 
http://www.moedu.gov/home/tag এখানে টপ ডােমেইন কোনটি?

119. 
.int দ্বারা কী বুঝায়?

120. 
শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডােমেইনের নাম কি?

121. 
http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী?