HSC MCQ BANK 2 – Copy

1. 
ডেটা কমিউনিকেশন কী?

2. 
ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?

3. 
ডেটা কমিউনিকেশনে মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

4. 
মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে?

5. 
ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে

i. টুইস্টেড পেয়ার ক্যাবল
ii. রেডিও ওয়েভ
iii. মডেম
নিচের কোনটি সঠিক?

6. 
ডেটা স্থানান্তরের হারকে বলে-

7. 
bps এর পূর্ণরূপ কী?

8. 
একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড উইথ কত?

9. 
একটি চ্যানেলের মধ্য দিয়ে ১০ সেকেন্ডে ১,০০,০০০ বিট, ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ড উইথ কত?

10. 
ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়?

11. 
নিচের কোনটিতে ন্যারাে ব্যান্ড ব্যবহৃত হয়?

12. 
ন্যারাে ব্রান্ডে সর্বনিম্ন ডেটা স্পীড কত বিপিএস?

13. 
ন্যারাে ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তর হয়?

14. 
ন্যারাে ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

15. 
ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়?

16. 
ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?

17. 
কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়-

18. 
ব্রড ব্যান্ডের ব্যান্ডউইড়থ কত?

19. 
ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় কোন ট্রান্সমিশনে?

20. 
এসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কোনটি?

21. 
এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলাে

22. 
কী বাের্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলাে—

  1. ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়।
    ii. যে কোনাে সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে
    iii. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়ােজন হয় না।

নিচের কোনটি সঠিক?

23. 
বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-

  1. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি
    ii. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা
    ii. ব্যান্ড উইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিক?

24. 
5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের। ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?

25. 
ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়-

26. 
আইসােক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ডেটা পাঠাতে কত সময়ের প্রয়ােজন?

27. 
কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মােড কোনটি?

28. 
একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?

29. 
কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

30. 
মােবাইল ফোনে কথা বলার সিস্টেম কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করে?

31. 
কোনাে কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যােগাযােগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন?

32. 
কোনাে কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যােগাযােগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।

একই সময়ে যােগাযােগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়ােজন-
i.মােবাইল

ii. ওয়াকি-টকি
iii. রেডিও

নিচের কোনটি সঠিক?

33. 
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয় ।

উদ্দীপকের আলােকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহৃত হয়েছে?

34. 
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয় ।

অনুপস্থিতির বিষয়টি জানানাের জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মােড হলাে-

  1. ইউনিকাস্ট
    ii. মাল্টিকাস্ট
    iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

35. 
ফুল ডুপ্লেক্স মােডে চলে-

i. মােবাইল ফোন।
ii. ল্যান্ড ফোন।
iii. রেডিও ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

36. 
গ্রুপ SMS প্রদান হলাে –

37. 
টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মােড হচ্ছে-

i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

38. 
নিচের চিত্রটি কোন মােডের?

39. 
নিচের চিত্রটি কোন মােডের?

40. 
ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে-

41. 
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেন।

উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের?

42. 
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেন।

 উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মােড কোনটি?

43. 
টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?

44. 
কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

45. 
100 Mbps ডেটা ট্রান্সমিশন হয় কোনটিতে?

46. 
তারগুলাে পেঁচানাে ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়

47. 
টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারণ রং কোনটি?

48. 
অপটিক্যাল ফাইবার ক্যাবল-

i. উচ্চগতি সম্পন্ন
ii. দামে সস্তা
iii. বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত

নিচের কোনটি সঠিক?

49. 
ফটো ডিটেক্টরের কাজ কী?

50. 
অপটিক্যাল ফাইবার ক্যাবলে তথ্য আদান-প্রদানের মূল অংশ

i. আলােক উৎস
ii. প্রেরক মাধ্যম।
iii. ডিটেক্টর

নিচের কোনটি সঠিক?

51. 
10 কিলােহার্জ থেকে গিগাহার্জের মধ্যে সীমিত ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয়-

52. 
রেডিও তরঙ্গ কত প্রকার?

53. 
GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়?

54. 
ভূপৃষ্ঠে ট্রান্সমিটার বসানাে থাকে কোন ওয়েভে?

55. 
টেলিভিশনের রিমােট কন্ট্রোলে ব্যবহৃত হয়-

56. 
মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?

57. 
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খােলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে যাদের মাঝখানে কোন বাধা নেই । একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে।

উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?

58. 
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খােলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে যাদের মাঝখানে কোন বাধা নেই । একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে।

উদ্দীপকের আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয়- 

i.টেলিভিশনের সিগন্যাল পাঠানাের ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
ii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

59. 
৩০০ গিগাহার্জ থেকে ৪০০ টেরাহার্জ পর্যন্ত ফ্রিয়ােয়েন্সি বলা হয় –

i. ইনফ্রারেড
ii. রেডিও ওয়েভ
ii. মাইক্রো ওয়েভ

নিচের কোনটি সঠিক?

60. 
হটস্পট কী?

61. 
কোন যন্ত্রটি নিন্ম শক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?

62. 
কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড?

63. 
বুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে

64. 
সাধারণত মােবাইল কমিউনিকেশন হলাে-

i তারবিহীন যােগাযােগ ব্যবস্থা
ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা
iii. ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক?

65. 
নিচের কোনটি Wi-Fi স্ট্যান্ডার্ড?

66. 
কোনটি লােকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি?

67. 
IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?

68. 
কোনটি Wi-MAX স্ট্যান্ডার্ড?

69. 
Wi-Max কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?

70. 
Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে-

i. কভারেজ এরিয়ায়
ii. ট্রান্সমিশন মােডে
ii. ট্রান্সমিশন স্পীডে

নিচের কোনটি সঠিক?

71. 
সাশ্রয়ীভাবে পাহাড়ী এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?

72. 
কোন প্রজন্মের মােবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়?

73. 
গ্রীন ফোন বলা হয় কোন প্রযুক্তির মােবাইল ফোনকে?

74. 
নিচের কোন প্রযুক্তিটি ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে?

75. 
মােবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?

76. 
মােবাইল কমিউনিকেশনে কোন প্রজন্মে Analog Radio Signal ব্যবহৃত হয়?

77. 
রেডিও সিগনাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মােবাইলে ব্যবহৃত হয়?

78. 
GSM এর পূর্ণ রূপ হলাে –

79. 
SIM-এর পূর্ণরূপ কী?

80. 
আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি?

81. 
নিচের কোনটি ডেটা সার্ভিস?

82. 
কোনটি চতুর্থ প্রজন্মের মােবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য?

83. 
কোন প্রজন্মের মােবাইল ফোনে আল্টা ব্ৰড ব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?

84. 
রাসেল 4G মােবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS-এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।

বার্তা জানানাের মােড কোনটি?

85. 
রাসেল 4G মােবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS-এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।

i. সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণ
ii. IP নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক স্থাপন
iii. ত্রি-মাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর

নিচের কোনটি সঠিক?

86. 
মি. হারুন যে কোম্পানির মােবাইল ফোন ব্যবহার করেন সেটির কারণে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন। কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তার ফোন নম্বরটি ব্যবহার করতে পারেননি ।

মি. হারুনের ব্যবহৃত মােবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে-

87. 
মি. হারুন যে কোম্পানির মােবাইল ফোন ব্যবহার করেন সেটির কারণে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন। কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তার ফোন নম্বরটি ব্যবহার করতে পারেননি ।

i. Identification Module ব্যবহার করা যায়
ii. প্রাইভেসী বেশি
ii. রিপিটারসমূহ ব্যবহারে সক্ষম

নিচের কোনটি সঠিক?