hsc mcq -1.1

page: 1 

অধ্যায়ঃ ১

নৈর্ব্যক্তিক অভীক্ষা (HSC)

বিশ্বগ্রামের ধারণা

১। বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন। [ঢা. বাে, ‘১৬; কু. বাে, ‘১৬]
☑ ক. মার্শাল ম্যাকলুহান খ. মার্ক জাকারবার্গ
গ. বিল গেটস ঘ. টিম বার্নার্স লি

২। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? [চ, বাে, ‘১৬]
ক, হার্ডওয়্যার খ. সফটওয়্যার
☑ গ, কানেকটিভিটি ঘ. ডেটা

৩। কোন উপাদানটি Global village-এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? [য, বাে, ‘১৭]

☑ ক. ইন্টারনেট
খ. সংবাদপত্র
গ. টেলিভিশন
ঘ. মােবাইল

৪। বিশ্বগ্রাম বলতে বােঝায়- বি. বাে, ‘১৬]

i. রিয়েল টাইম সেবা বিনিময়
ii. তথ্য ও বিনােদনের সহজলভ্যতা
iii. বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
☑ ঘ. i, ii ও iii

৫। বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? [ঢা, বাে, ‘১৬]
ক. গ্রামের সাথে শহরের সহজ যােগাযােগ
☑ খ. ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার
গ. বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন
ঘ. শিক্ষার অবাধ সুযােগ-সুবিধার বিস্তার

৬। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়ােজনীয় উপাদান হলাে— [ব, বাে, ‘১৭]

i. কানেকটিভিটি
ii. ডেটা
iii. সক্ষমতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
☑ ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :

সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতাে ভাব বিনিময় করছে। [য, বো, ‘১৭]

উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে?

☑ ক বিশ্বগ্রাম
খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. ন্যানােটেকনােলজি
ঘ, নেটওয়ার্ক

৮. উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে?

i. সংবাদপত্রের
ii. তথ্য প্রযুক্তির
iii. ইন্টারনেট প্রযুক্তির

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ☑ ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলােকে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :

মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন । তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করেন। [দি, বাে, ‘১৬]
উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলাে-

i. শিক্ষা ক্ষেত্রে
ii. গােয়েন্দা নজরদারিতে
iii. সামাজিক যােগাযােগে।

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ☑ ঘ. i, ii ও iii

১০. মইন সাহেবের তথ্য ও প্রযুক্তি ব্যবহার কোন প্রনের কর্মকাণ্ড?

i. ইতিবাচক
ii. কার্যকরী
iii. সময়ােপযােগী

নিচের কোনটি সঠিক?
খ. i ও ii গ. i ও iii ☑ ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :

অসুস্থতার কারণে অমিত অনুপস্থিত থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মােবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “এক্ষুণি তােমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও মােবাইল ফোনে প্রয়ােজনীয় তথ্যের টেক্সট, অডিও ভিডিও ডাউনলােড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।

১১. উদ্দীপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহণ করেছে?

ক, অডিও কনফারেন্সিং খ, ভিডিও কনফারেন্সিং
গ, মােবাইল প্রযুক্তি ☑ ঘ. ইলেকট্রনিক মেইলিং

১২. অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে-

i. ক্লাসের অনুপস্থিতি
ii. তথ্য প্রযুক্তির ব্যবহার
iii. ই-লার্নিং সিস্টেম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii ☑ গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. বহুল ব্যবহৃত সামাজিক যােগাযােগ মাধ্যম কোনটি?

☑ ক. Facebook খ. Twitter
গ. Zorpia ঘ. Tagged

১৪. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা

i. একে অপরের ছবি দেখতে পারে
ii. প্রত্যেকে প্রত্যেকের কথােপকথন শুনতে পারে।
iii. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

নিচের কোনটি সঠিক?
☑ ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. আউটসাের্সিং কী? [ঢা. বাে, ‘১৬]

ক. নির্দিষ্ট শ্রম ঘণ্টায় কাজ করা
☑ খ. ইন্টারনেটভিত্তিক কাজ
গ. বিশেষ ব্রাউজিং সুবিধা।
ঘ, বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।

 

 

 

১৬. ফ্রিল্যান্সার কে?
ক. দীর্ঘমেয়াদি চুক্তিতে কর্মরত ব্যক্তি
খ. যিনি নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করেন
☑ গ. যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানের কাজ করেন।
ঘ. সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন।

১৭. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযােগকে কী বলা হয়? [চ, বাে, ‘১৭]

ক, ই-কমার্স
☑ খ. আউটসাের্সিং
গ, ই-বিজনেস
ঘ. ই-গভর্নেন্স

১৮. কর্মসংস্থানের জন্য বর্তমানে- [রা, বাে, ‘১৬]

i. ঘরে বসেই কাজ পাওয়া যায়।
ii. ইন্টারনেট সুবিধা নেওয়া যায়
| iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ☑ ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলােকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :

আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলােচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়ােজন করে।

১৯. উদ্দীপকে আবিরের আয়ের উৎসটি কী?

ক, ভিডিও কনফারেন্সিং খ. ই-কমার্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ☑ ঘ, আউটসাের্সিং

২০, আবিরের উদ্যোগের ফলে-

i. প্রযুক্তির প্রসার ঘটবে
ii. জনসম্পদ তৈরি হবে
iii. কর্মসংস্থান হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
☑ ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে?

ক. জাভেদ করিম খ, সালমান খান
গ, রে টমলিনসন ঘ, মার্শাল ম্যাকলুহান

২২. ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে কী বলে? [য, বাে, ‘১৭]

ক, ই-মেইল
☑ খ. ই-কমার্স
গ, ই-ট্রেড
ঘ, ই-গভর্নেন্স

২৩, ই-কমার্স এর অন্তর্ভুক্ত নয়। [য, বাে, ‘১৬]

ক, বিপণন
খ, সরবরাহ
গ, লেনদেন
☑ ঘ, প্রচার

২৪. বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়া একমাত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমের নাম কী?

☑ ক. ইন্টারনেট খ. ই-মেইল
গ. ই-কমার্স ঘ. ই-গভর্নেন্স

২৫. গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী?

ক. Virtual
খ. Google
☑ গ. Lively
ঘ. Be Virtuality

২৬. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক [রা, বাে, ‘১৯]

i. বিশেষজ্ঞ চিকিৎসক
ii. রােগ নির্ণয় কেন্দ্র
iii. বিশেষায়িত নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ☑ ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :

ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়ােগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। (য, বাে, ‘১৯]

২৭. প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে-

i. ভিডিও কনফারেন্স
ii. টেলি মেডিসিন
iii. ই-মেইল

নিচের কোনটি সঠিক?

☑ ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে –

i. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে।
ii. রােগীর ব্যথা কম হবে
iii. সুস্থ হতে সময় কম লাগবে

নিচের কোনটি সঠিক?
☑ ঘ. i, ii ও iii
গ. ii ও iii
ক. i ও ii
খ. i ও iii

২৯. মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?

ক, যােগাযােগ খ. কর্ম
☑ গ, চিকিৎসা ঘ, বাসস্থান

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও:

শুভ সাহেব এর ছােট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন। [রা, বাে, ‘১৬]

৩০. উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে?

ক. শিক্ষা।
☑ খ. যােগাযােগ
গ. চিকিৎসা
ঘ, অফিস

৩১. উদ্দীপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে

i. বিশেষ সফটওয়্যার প্রয়ােজন
ii. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে।
iii. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে

নিচের কোনটি সঠিক?
☑ ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii